Advertisment

Shakib Al Hasan: বাংলাদেশি ভক্তকে বেধড়ক মার, ছোট্ট ভুলে প্রকাশ্যেই নির্যাতন সাকিবের! ফের বিতর্কের দাবানল, দেখুন ভিডিও

Shakib Al Hasan beats a man: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যখন বলছে, ক্লাব ক্রিকেটের চেয়ে দেশের হয়ে খেলাই সব, তখন সাকিব সফররত জিম্বাবোয়ে টিমের সঙ্গে খেলছেন না। জিম্বাবোয়ে সিরিজে তিনটি ম্যাচ তিনি বাংলাদেশের হয়ে খেলবেন না। বদলে, ক্লাব ক্রিকেট খেলবেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Bangladesh, Shakib Al Hasan, সাকিব অল হাসান, বাংলাদেশ

Bangladesh-Shakib: এই সেই দৃশ্য। (ছবি- টুইটার)

Shakib Al Hasan controversy: বাংলাদেশি ভক্তকে বেধড়ক মারধর করলেন সাকিব-অল-হাসান। ছোট্ট একটা কারণে তিনি এভাবে ওই ভক্তকে নির্যাতন করায় চরম বিতর্ক তৈরি হয়েছে ক্রিকেট দুনিয়ায়। সেই ঘটনার ভিডিও দাবানলের মত ছড়িয়ে পড়েছে। যা বিতর্কের চরমসীমায় পৌঁছে দিয়েছে সাকিবকে।

Advertisment

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক ভক্ত সাকিবের কাছে এসে সেলফি নেওয়ার আবদার করছিলেন। সেই সময় সাকিব ওই ভক্তকে ধরে মারধর করতে যান। খেলার মাঠে হোক বা অন্য জগতে বিশিষ্টরা হামেশাই ভক্ত এবং অনুরাগীদের সেলফি উপহার দেন। কারণ, সেই ভক্ত বা অনুরাগী ওই বিশিষ্টকে শ্রদ্ধা করেন। কিন্তু, সাকিবের ক্ষেত্রে ক্রিকেট মাঠের মধ্যেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি।

সাকিবের এই ঘটনাটি ঘটেছে, চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডি ক্লাব (এসজেডিসি) এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যে ম্যাচের ঠিক আগে। ঘটনার সময় টস হয়নি। ঠিক তার আগে সাকিব দলের প্রধান কোচ শেখ সালাউদ্দিনের সঙ্গে মাঠের মধ্যে দাঁড়িয়ে আলোচনা করছিলেন। সেই সময় ওই ভক্ত মাঠে ঢুকে সাকিবের সঙ্গে একটা সেলফি নেওয়ার আবদার করেন। তাঁর বিনা অনুমতিতে সেলফি নেওয়ার চেষ্টা করেন।

বাংলাদেশ ক্রিকেটে অলরাউন্ডার সাকিবকে এমনিতেই একটা বড় জায়গা দেওয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যখন বলছে, ক্লাব ক্রিকেটের চেয়ে দেশের হয়ে খেলাই সব, তখন সাকিব সফররত জিম্বাবোয়ে টিমের সঙ্গে খেলছেন না। জিম্বাবোয়ে সিরিজে তিনটি ম্যাচ তিনি বাংলাদেশের হয়ে খেলবেন না। বদলে, ক্লাব ক্রিকেট খেলবেন। আর, সাকিবের সেই আর্জি মেনেও নিতে বাধ্য হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা।

আরও পড়ুন- গাভাসকারকে অপমান করা উচিত হয়নি কোহলির! থাকতে না পেরে এবার মুখ খুললেন আক্রাম

শুধু তাই নয়, এতকিছুর পরও অবশ্য জুন থেকে শুরু হতে চলা টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে সাকিবকে একাদশে রেখেছে বিসিবি। তাতে করেও অবশ্য এই প্রবীণ অলরাউন্ডারের সমালোচনার হাত থেকে বিসিবি কর্তারা রেহাই পাননি। সাকিব জানিয়েছেন, তিনি বাংলাদেশ একাদশের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে খুশি নন। তাঁর এই বক্তব্যের দায় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের ওপরই বর্তায়, তা বুঝতে অবশ্য কারও দেরি হয়নি।

তবে, অনেকে অবশ্য সাকিবের বক্তব্যকে আগেভাগেই খারাপ ফলাফলের দায় এড়ানোর খেলা বলে মনে করেছেন। কারণ, বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেছেন, 'জিম্বাবোয়ে এবং আমেরিকার বিরুদ্ধে ম্যাচ দেখেই বিশ্বকাপে আমাদের পারফরম্যান্সের বিচার করাটা ভুল হবে। কারণ, বিশ্বকাপে বিভিন্ন জায়গায় (এবার যৌথভাবে আয়োজিত হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে) খেলা হবে। আমাদের প্রচুর চাপ নিতে হবে।'

cricket Bangladesh Bangladesh Cricket Cricket News Shakib Al-Hasan Selfie
Advertisment