/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/shakib-al-hasan.jpg)
ফের তোলপাড় ফেলা বিতর্কে জড়িয়ে পড়লেন সাকিব আল হাসান। বিতর্ক এবং সাকিব আল হাসান যেন সমার্থক হয়ে উঠেছে। নিজের আচরণের জন্য বারেবারেই শিরোনামে ওঠে এসেছেন সাকিব। আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহার করা হোক বা ডোপ বিতর্কে নিষিদ্ধ হওয়া- বারবার নেতিবাচক কারণে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ চলাকালীন সাকিবের রাগের মুখে পড়ে গেলেন এক সমর্থক। টুপি দিয়ে সাকিব সরাসরি আক্রমণ করে বসলেন সেই সমর্থককে।
এক প্রমোশনাল ইভেন্টে গিয়েছিলেন সাকিব। তারকার উপস্থিতির জন্য প্রচুর সমর্থকও হাজির হয়েছিলেন সেই ইভেন্টে। সাকিবকে একঝলক দেখার জন্য। তবে সাকিব সেই স্থানে পৌঁছনোর পরেই উন্মত্ত জনতা কার্যত লাগামছাড়া হয়ে উঠে। এরই মধ্যে এক সমর্থক বদমায়েশি করে সাকিবের টুপিতে টান দিয়েছিলেন। এতেই মেজাজ হারিয়ে বসেন তারকা। টুপি কেড়ে নেওয়ার চেষ্টা করা সেই সমর্থককে সঙ্গেসঙ্গেই ভিড়ের মধ্যে থেকে পাকড়াও করেন তিনি। তারপরে সেই টুপি দিয়েই আঘাত করতে থাকেন সেই তরুণকে।
#ShakibAlHasan
One of the most popular cricketers of #Bangladesh.🇧🇩
After leaving the field with #England yesterday, a fan attempted to hit him with a cap for taking a selfie.#BANvENG#Dhaka#Cricketpic.twitter.com/sS0AG9TwRQ— shahinur (@shahinu_r) March 10, 2023
যাইহোক, বিতর্ক বাদ দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ চলতি সীমিত ওভারের সিরিজে দুরন্ত পারফরম্যান্স করে চলেছে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয়ের পর টি২০ সিরিজের প্ৰথম ম্যাচেই জিতেছে পদ্মাপাড়ের ক্রিকেটাররা। তিন ম্যাচের সিরিজের প্ৰথম ম্যাচ ৬ উইকেটে জিতে ১-০ লিড নিয়ে ফেলেছে বাংলাদেশ। সাকিব ব্যাট এবং বল দুই বিভাগেই দারুণ পারফর্ম করেছেন। ব্যাট হাতে ২৪ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলার পর বোলিংয়ে ৪ ওভারে মাত্র ২৬ রান খরচ করে ১ উইকেট তুলে নিয়েছেন। ইংল্যান্ডের ১৫৬ রানের টার্গেট চেজ করে সাকিব নট আউট থেকে দলকে জয়ে পৌঁছে দেন। তা-ও আবার দু ওভার বাকি থাকতে।
ইংল্যান্ডকে হারানোর আসল নায়ক নাজমুল হাসান শান্ত। রান চেজ করার সময় ৩০ বলে ৫১ করে তিনিই ম্যাচের সেরা। যাইহোক, এর আগে তৃতীয় ওয়ানডে জয়ের পিছনেও ছিল সাকিবের দুরন্ত পারফরম্যান্স। ৭৫ রান করে দলকে ২৪৬ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন তিনি। তারপর ৩৫ রানের বিনিময়ে ইংল্যান্ড ইনিংসের চার-চারটে উইকেট দখল করেন। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যেই বাংলাদেশ ৫০ রানে জয় ছিনিয়ে নেয়।