ক্রিকেট মাঠে ঘটল অভিনব কীর্তি। এক বলেই উঠল সাত রান। কোনও নো বল ছাড়াই। এমন ঘটনাই এবার দেখা গেল নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টে। ক্রাইস্টচার্চে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দুরন্ত শুরু করে ওপেনিং জুটিতে। দুই কিউয়ি ওপেনার স্কোরবোর্ডে প্রথম সেশনে কোনও উইকেট না হারিয়েই ৯২ তুলে দেন।
আর ফার্স্ট সেশনেই ঘটল অভাবনীয় কীর্তি। এর মধ্যেই ইবাদত হোসেনের এক ওভারের শেষ বলে কিউয়ি ওপেনার উইল ইয়ং অফস্ট্যাম্পের সামান্য বাইরের বল ব্যাটের কোনা লাগিয়ে স্লিপে বল পাঠান। ফার্স্ট স্লিপের সেই ক্যাচ তালুবন্দি করার চেষ্টা করেন দ্বিতীয় স্লিপে থাকা বাংলাদেশি ফিল্ডার। তবে ক্যাচ গ্রিপ করতে পারেননি।
তারপরেই সেই বল ফিল্ডারের হাতে লেগে ফাইন লেগের দিকে চলে যায়। এর মাঝেই টম ল্যাথাম এবং উইল ইয়ং দুজনে নির্বিঘ্নে ৩ রান পূর্ণ করে নেন। ফাইন লেগের ফিল্ডার সরাসরি থ্রো করেন উইকেটকিপারকে লক্ষ্য করে। রান আউট করার তাড়নায় কিপার নুরুল হাসান আবার সরাসরি বল থ্রো করেন বোলিং এন্ডের দিকে। তবে সেই বল সমস্ত ফিল্ডারকে পরাস্ত করে বাউন্ডারিতে পৌঁছে যায়। বোলার ইবাদত দৌড়ে বল ধরার চেষ্টা করেও পারেননি। বল বাউন্ডারির লাইন পৌঁছে যায়।
তার আগে ক্রাইস্টচার্চের হেগলে ওভালে টসে জিতে প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। টেস্টে নিউজিল্যান্ডের টানা ১৭ ম্যাচ অপরাজেয় থাকার কীর্তি চূর্ণ করেছে বাংলাদেশ চলতি সপ্তাহে। সেই টেস্টেও শুরুতে ফিল্ডিং নিয়েছিল পদ্মাপাড়ের ক্রিকেটাররা। সেই ফর্মুলা মেনেই দ্বিতীয় টেস্টেও প্ৰথমে বোলিং!
ইনজুরির কারণে বাংলাদেশ একাদশে জোড়া পরিবর্তন ঘটেছে। বাংলাদেশের ১০০তম টেস্ট ক্রিকেটার হিসাবে অভিষেক ঘটল মহম্মদ নাঈমের। চোট পাওয়া মাহমুদুল। হাসান জয়ের জায়গায় নামলেন তিনি। কুঁচকিতে চোটের কারণে আবার নামতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম। তত জায়গায় উইকেটকিপার হয়েছেন নাজমুল হাসান।
নিউজিল্যান্ড দলেও ঘটেছে একটি বদল। স্পিন বোলিং অলরাউন্ডার রচিন রবীন্দ্রের জায়গায় কিউয়িরা দ্বিতীয় টেস্টে খেলাচ্ছে মিডিয়াম পেসার অলরাউন্ডার ড্যারেল মিচেল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন