/indian-express-bangla/media/media_files/2025/02/26/0qnPSQB9iOXHvH0edfao.jpg)
Bangladesh vs Pakistan: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। (ছবি- ফেসবুক)
Bangladesh Vs Pakistan Champions Trophy 2025, BAN vs PAK Dream 11 Prediction, Full Squads: আগামিকাল, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি), ২০২৫- রাওয়ালপিন্ডির রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর নবম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং বাংলাদেশ। কারা থাকবেন, এই দুই দলের প্রথম একাদশে, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পাকিস্তান দলে বাবর আজম প্রথম একাদশে স্থান পাচ্ছেন না। বাদ পড়ছেন তিন জন খেলোয়াড়। দলে থাকছেন না শাহিন আফ্রিদিও। পাকিস্তানের পাশাপাশি চ্য়াম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কী হতে পারে, তা নিয়েও জল্পনা অব্যাহত। তবে, সবচেয়ে বেশি জল্পনা চলছে পাকিস্তান টিমকে নিয়ে।
পাকিস্তান ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। তবে, তারা সিরিজের শেষ ম্যাচে জিততে চাইবে। সেজন্য তারা দলে কিছু পরিবর্তন আনতে পারে। পাকিস্তান এই টুর্নামেন্টে নিউজিল্যান্ড এবং ভারতের কাছে হেরেছে। এটা তাদের কাছে এক অপ্রত্যাশিত ঘটনা। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছিল পাকিস্তান। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ছয় উইকেটে হেরেছিল তারা। এই পরাজয়ের ফলে, 'মেন ইন গ্রিন' তীব্র সমালোচনার মুখে পড়ে। তারা এই হারের লজ্জা এড়াতে টুর্নামেন্টটির শেষ ম্যাচ তাই জিতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারের মত দৌড় শেষ করতে চায়।
তবে, 'মেন ইন গ্রিন'-এর এই ভয়াবহ পারফরম্যান্স পাকিস্তান ক্রিকেটের অনেক বড় নামের কেরিয়ারে ইতি ঘটাতে পারে। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে ভালো পারফর্ম করছেন না, সেই সব ক্রিকেটারদের কেরিয়ারে ইতি ঘটাতে পারে এবারের চ্য়াম্পিয়ন্স ট্রফি। সেই নামগুলোর অন্যতম হলেন- বাবর আজম। বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের একাদশ থেকে বাবর আজমকে বাদ দেওয়ার সম্ভাবনাই বেশি। এর পাশাপাশি, পাকিস্তান একাদশে আরও কিছু পরিবর্তনও আসতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (ডইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।
আরও পড়ুন- অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত, কী প্রভাব পড়ল চ্যাম্পিয়ন্স ট্রফি-তে?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us