Advertisment

ICC World Cup 2019, Bangladesh vs West Indies Highlights : ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে অনবদ্য় জয় বাংলাদেশের

ICC World Cup 2019, Bangladesh vs West Indies 2019 Highlights: কী খেলাটাই না খেলল আজ বাংলাদেশ! ওয়েস্ট ইন্ডিজের ৩২১ রান তাড়া করে সাত উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিল তারা। সৌজন্য়ে-শাকিব এবং লিটন।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh vs West Indies 2019 Live Score: ICC World Cup 2019 Bangladesh vs West Indies Live Score, Bangladesh vs West Indies Live Scorecard:

Bangladesh vs West Indies 2019 Live Score: ICC World Cup 2019 Bangladesh vs West Indies Live Score, Bangladesh vs West Indies Live Scorecard:

ICC World Cup 2019, Bangladesh vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের ৩২১ রান তাড়া করে সাত উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। মাশরাফিদের এই জয় প্রত্য়াশা করেননি অনেক ক্রিকেট বোদ্ধারাও। কিন্তু শাকিব আল হাসান (১২৪) আর লিটন দাসের (৯৪) অনবদ্য় ইনিংসে ভর করেই বাংলাদেশ ৫১ বল বাকি থাকতে জয় ছিনিয়ে আনল।

Advertisment

Bangladesh vs West Indies Highlights: Bangladesh vs West Indies 2019 World Cup 2019

Live Blog



























22:54 (IST)17 Jun 19










































সাত উইকেটে জয়ী বাংলাদেশ, অসাধারণ বললেও কম বলা হয়

লিটন দাস চার মেরে দলকে জিতিয়ে দিলেন। কী খেলাটাই না খেলল আজ বাংলাদেশ! ওয়েস্ট ইন্ডিজের ৩২১ রান তাড়া করে সাত উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। মাশরাফিদের এই জয় প্রত্য়াশা করেননি অনেক ক্রিকেট বোদ্ধারাও। কিন্তু শাকিব আল হাসান আর লিটন দাসে অনবদ্য় ইনিংসে ভর করেই বাংলাদেশ ৫১ বল বাকি থাকতে জয় ছিনিয়ে আনল।

22:33 (IST)17 Jun 19










































আগুন জ্বাললেন লিটন

শ্য়ানন গ্যাব্রিয়েলকে পরপর তিন বলে তিনটি ছয়...অবিশ্বাস্য় ব্য়াটিং লিটন দাসের।  এক অন্য মানের ক্রিকেট খেলছে বাংলাদেশ। ক্য়ারিবিয়ান বোলারদের রেয়াত করছেন না তাঁরা। এই বাংলাদেশ যেন ক্রিকেটের নতুন দেশ হিসেবে ধরা দিল বিশ্বকাপে। ৩৮ ওভারে ২৯৪ রান তুলল বাংলাদেশ। এক ওভারে ২৪ রান হজম করলেন গ্য়াব্রিয়েল। এখনও পর্যন্ত এটাই বিশ্বকাপের সবচেয়ে দামি ওভার। ৭২ বলে আর ২৮ রান প্রয়োজন বাংলাদেশের।

22:17 (IST)17 Jun 19










































শাকিবের সেঞ্চুরি

শাকিব প্রমাণ করলেন কেন তিনি বিগ ম্য়াচ প্লেয়ার। দলের প্রয়োজনে জ্বলে উঠলেন বাংলাদেশের স্টার ক্রিকেটার। চলতি বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি করে ফেললেন তিনি। অন্যদিকে লিটনও পেয়ে গেলেন হাফ সেঞ্চুরি। তাঁদের ব্য়াটে এখন বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখছে। বাংলাদেশের ফ্যানেরা গ্য়ালারিতে গলা ফাটাচ্ছেন। এই জুটি এভাবে খেলতে থাকলে বাংলাদেশ অনায়াসে জয় ছিনিয়ে নিতে পারবে। ৯০ বলে এখন প্রয়োজন ৬৯ রান।

21:48 (IST)17 Jun 19










































২০০ পার বাংলাদেশের

২১ ওভারে ১২২ রান প্রয়োজন বাংলাদেশের। ক্রিজে শাকিব এবং লিটন। হাত আছে এখনও সাত উইকেট। আরও একটা সেঞ্চুরির সামনে শাকিব দাঁড়িয়ে। প্রয়োজন আর ১৩টি রান। বাংলাদেশের ফ্য়ানেরা শাকিবের ব্য়াটে জয়ের স্বপ্ন দেখতেই পারেন। কিন্তু ওভারপিছু রানটাও মন্দ নয়। এই অবস্থায় চালিয়ে না খেলা ছাড়া কাজটা সহজ হবে না।

21:19 (IST)17 Jun 19










































শাকিবের ফিফটি

টুর্নামেন্টের তৃতীয় হাফ-সেঞ্চুরি করে ফেললেন শাকিব। কী অসাধারণ ফর্মেই না আছেন তিনি! বাংলাদেশ ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলল। শাকিবই এখন ভরসা। তাঁকে সঙ্গ দিচ্ছেন লিটন দাস। দেখা যাক বাংলাদেশ কতদূর যেতে পারে!

20:55 (IST)17 Jun 19










































ব্য়াক-টু-ব্য়াক উইকেট হারাল বাংলাদেশ

বাংলাদেশ ১০ ওভারে ১২১ রান তুলল। ওপেনার তামিম রান আউট হয়ে ফিরে গেলেন। মাত্র ২ রানের জন্য় ফিফটি হাতছাড়া করলেন তিনি। শাকিবের সঙ্গে মুশফিকুর দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে নেমেই ব্য়র্থ হলেন। মাত্র ১ রান করে আউট হয়ে গেলেন। বিপাকে বাংলাদেশ

20:27 (IST)17 Jun 19










































তামিম-শাকিব ছন্দে, ১০০ পার বাংলাদেশের

১৪ ওভারে শতরান পার করল বাংলাদেশ।  শাকিব আর তামি জুটি বেঁধে ৫০ করে ফেললেন। দুজনেই জমে গিয়েছেন ক্রিজে। মাঠে বুমবুম শাকিব পোস্টার নিয়ে এসেছেন বাংলাদেশের সমর্থকরা। বোঝাই যাচ্ছে তাঁদের হিরো শাকিব। কিন্তু হোল্ডার চাইবেন এই জুটি দ্রুত ভাঙতে।

20:01 (IST)17 Jun 19










































সৌম্য়কে ফেরালেন ড্রে রাস

ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন সৌম্য়। ২৩ বলে ২৯ রান করেছিলেন তিনি। কিন্তু আন্দ্র রাসেলের অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে বসলেন প্রথম স্লিপে থাকা ক্রিস গেইলের হাতে। সৌম্য ফিরতে লিটনের নামার কথা ছিল। কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নামাল শাকিবকে। ম্যাচের পরিস্থিতি বুঝেই এই সিদ্ধান্ত মাশরাফির দলের। ৯ ওভারে ৫৬ রান তুলল বাংলাদেশ।

19:42 (IST)17 Jun 19










































তামিম-সৌম্য় আছেন ভাল ছন্দে

তামিম-সৌম্য় কিন্তু ভাল টাচে আছেন। পাঁচ ওভার ব্যাট করে ৩৪ রান তুলে ফেললেন তাঁরা। কটরেল আর হোল্ডারের ওপেনিং স্পেল চলছে। কোনও ধাক্কা দিতে পারলেন না তাঁরা। তামিম-সৌম্য় দুজনেই দেখে আর ধরে খেলছেন। লম্বা ইনিংসের ইঙ্গিত রয়েছে তাঁদের ব্য়াটে। কিন্তু রানটাও রোটেট করতে হবে তাঁদের। কারণ টার্গেটটা বেশ বড়।

19:18 (IST)17 Jun 19










































তামিম-সৌম্যর ব্য়াটে বাংলাদেশের শুরু

তামিম ইকবাল, সৌম্য় সরকার, লিটন দাস। বাংলাদেশের টপ  অর্ডার। প্রত্যাশা মতো তামিম আর সৌম্য ওপেন করছেন। তিনে নামবেন লিটন। ৩২৩ রানের টার্গেট। বলে দেওয়ার দরকার নেই যে, ওপেনারদের ওপর গুরুদায়িত্ব। কিন্তু এদিন চোখ থাকবে চারে যিনি ব্য়াট করতে আসবেন। অবশ্যই শাকিব আল হাসান। অনবদ্য ফর্মে রয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ১২১ রানের ইনিংস এখনও পদ্মাপারের দেশের ফ্যানেদের চোখে লেগে আছে। মাশরাফির দলের এই  খেলোয়াড় এই মুহূর্তে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। ফলে শাকিবের আজও বাড়তি দায়িত্ব।  

18:54 (IST)17 Jun 19










































ব্য়াট হাতে তাণ্ডব ক্যারিবিয়ানদের

18:53 (IST)17 Jun 19










































বাংলাদেশের টার্গেট ৩২২

বাংলাদেশের সামনে জয়ের জন্য ৩২২ রানের লক্ষ্যমাত্রা রাখল ওয়েস্ট ইন্ডিজ। হেটমায়ার পালটা মারের যে রণনীতি নিয়েছিলেন। সেই ছকেই শেষদিকে ঝড় তুললেন অধিনায়ক জেসন হোল্ডার (১৫ বলে ৩৩) এবং ডারেন ব্র্যাভো (১৫ বলে ১৯)।

18:43 (IST)17 Jun 19










































তিনশো পার ক্যারিবিয়ানদের

হোল্ডারদের ঝড়ে ৪৮ ওভারেই ৩০০ পেরিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে যথেষ্ট মন্থর শুরু করার পরেও ক্যারিবিয়ানদের ব্যাটিং ঝড়ে তিনশো উঠে গেল স্কোরবোর্ডে।

17:56 (IST)17 Jun 19










































হেটমায়ার আউট

ক্যারিবিয়ান ইনিংসে বড়সড় ঝটকা দিলেন মুস্তাফিজুর। একই ওভারে পরপর ফিরিয়ে দিলেন হেটমায়ার ও রাসেলকে। অর্ধশতরান করার পরে বেশিক্ষণ টিকলেন না হেটমায়ার। মুস্তাফিজুরের বলে উঁচুতে ক্যাচ তুলে আউট তিনি। ক্রিজে আসার পরে আন্দ্রে রাসেলও শিকার তারকা পেসারের। ওয়েস্ট ইন্ডিজ ৪০ ওভার শেষে  ২৪৩। বাকি ১০ ওভারে ক্যারিবিয়ানরা কত তোলে স্কোরবোর্ডে সেটাই আপাতত দেখার। ক্রিজের অন্যপ্রান্তে রয়েছেন সাই হোপ (১০০ বলে ৮১ ব্যাটিং)।

17:51 (IST)17 Jun 19










































তাণ্ডব হেটমায়ারের

ঝড় তুলেছেন শেমরন হেটমায়ার। মাত্র ২৫ বলে অর্ধশতরান করে ফেললেন ক্যারিবিয়ান তারকা। ওয়েস্ট ইন্ডিজের স্কোর একসময় মনে করা হচ্ছিল, ২৬০-২৭০ এর মধ্যেই আটকে থাকবে। হেটমায়ারের তাণ্ডবে ক্যারিবিয়ানরা অনায়াসে ৩০০-র পথে। ২০০-র ওপর স্ট্রাইক রেটে হেটমায়ার মোসাদ্দেক হোসেন, মিরাজ, সাইফুদ্দিন কোনও বাংলাদেশি বোলারকেই রেয়াত করছেন না। নিজের ইনিংসে ইতিমধ্যেই চারটে বাউন্ডারি, ৩টে ওভার বাউন্ডারি হাকিয়েছেন তারকা ব্যাটসম্যান। 

17:26 (IST)17 Jun 19










































ফের সাকিবের ধাক্কা

ফের ওয়েস্ট ইন্ডিজ শিবিরে ধাক্কা দিলেন সাকিব আল হাসান। ক্রিজে টিকে যাওয়া নিকোলাস পুরানকে (২৫) ফিরিয়ে।  বাংলাদেশি বোলারদের মধ্যে সবথেকে খরুচে তিনি। তা সত্ত্বেও ৭ ওভারে ৪৩ রান খরচ করলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে উইকেট এনে দিলেন। ক্রিজে এলেন হেটমায়ার (৮ বলে ১২)। ৩৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৭৪।

17:15 (IST)17 Jun 19










































সাকিবের ধাক্কা ঠিক সময়ে

রানের গতি বাড়ানোর মুহূর্তেই লুইসকে ফিরিয়ে ধাক্কা দিয়েছিলেন সাকিব। 

17:14 (IST)17 Jun 19










































টানছেন হোপ, সঙ্গী পুরান

হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন সাই হোপ। ৮৩ বলে ৫৪ রানে ব্যাটিং করছেন তিনি। ৩২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৫৮। হোপকে যোগ্য সঙ্গত করছেন নিকোলাস পুরান (২৮ বলে ২৫)। ওভার পিছু প্রায় ৫ রান রেট রেখে চলেছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা।

16:50 (IST)17 Jun 19










































রানের গতি বাড়িয়ে আউট লুইস

আসল খেলা শুরু করেছিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। তবে তার পরেই ছন্দপতন। হাফসেঞ্চুরি করে রানের গতি বাড়িয়েছিলেন এভিন লুইস। সাকিব আল হাসানের এক ওভারেই এভিন লুইস তুলেছিলেন ১৪ রান। তবে পরের ওভারেই সাকিব ৬৭ বলে ৭০ রান করে ফেলা লুইসকে ফেরালেন। লং অফে ক্যাচ তুলে আউট তিনি। অন্যদিকে, হাফসেঞ্চুরির মুখে সাই হোপও। তিনি ৬৭ বলে করেছেন ৪৪ রানে ব্যাট করছেন। ক্রিজে এলেন নিকোলাস পুরান।

16:38 (IST)17 Jun 19










































ওয়েস্ট ইন্ডিজকে টানছেন হোপ-লুইস

16:05 (IST)17 Jun 19










































টনটনে কিংবদন্তিরা

16:03 (IST)17 Jun 19










































৫০ পেরোলো ওয়েস্ট ইন্ডিজ

গেইল আউট হওয়ার পরে ধীরে ধীরে খেলছেন সাই হোপ (২৮ বলে ১৫) ও এভিন লুইস (৩৭ বলে ৩২)। স্কোরবোর্ডে দলীয় ৫০ রান তুলতেই ক্যারিবিয়ানরা নিয়ে নিলেন ১৩ ওভার। দুজনের পার্টনারশিপেও উঠে গিয়েছেন অর্ধশতরান। কতদূর টানতে পারেন তাঁরা, সেটাই দেখার।

15:21 (IST)17 Jun 19










































গেইল আউট

শুরুতেই গেইল বিদায়। বেনজিরভাবে টনটনে এদিন ওয়েস্ট ইন্ডিজ মন্থরতমভাবে শুরু করেছে। মাশরাফি মোর্তাজা ও সাইফুদ্দিনের প্রথম ৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে মাত্র   রান। এর মধ্যেই মাশরাফি মোর্তাজা ও সাইফুদ্দিন যথাক্রমে এক ওভার করে মেডেন আদায় করে নিয়েছেন। মাঝে ২ ওভাবে স্কোরবোর্ডে যোগ হয়েছে যথাক্রমে ২, ৪। চতুর্থ ওভারে সাইফুদ্দিনের বলেই উইকেটকিপার মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে বিদায় গেইলের।

14:57 (IST)17 Jun 19










































প্রথম একাদশ

ওয়েস্ট ইন্ডিজঃ ক্রিস গেইল, এভিন লুইস, সাই হোপ, ডারেন ব্র্যাভো, নিকোলাস পুরান, শেমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, শেল্ডন কটরেল, ওশানে থমাস, শ্যানন গ্যাব্রিয়েল

14:56 (IST)17 Jun 19










































প্রথম একাদশ

বাংলাদেশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ্দুল্লা, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মহম্মদ সাইফুদ্দিন, মাশরাফি মোর্তাজা, মুস্তাফিজুর রহমান

14:44 (IST)17 Jun 19










































টস

টসে জিতল বাংলাদেশ। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত মাশরাফিদের। শুরুতে ব্যাটিং করবেন ক্যারিবিয়ানরা।

রবিবার মহারণে ভারত কার্যত একপেশেভাবে হারিয়েছে পাকিস্তানকে। প্রথমে ব্য়াট করে বিশাল টার্গেট পাকিস্তানের কাছে রাখা হয়েছিল। শেষদিকে, রান তাড়া করার সময়ে ডার্কওয়ার্থ লুইস নিয়মের ফাঁদে পড়ে পাকিস্তান।
ICC Bangladesh West Indies Cricket World Cup
Advertisment