Bangladesh vs Zimbabwe LIVE Cricket Match Score: পদ্মাপারের দেশে তিন ম্যাচের ওয়ান-ডে ও দু’ম্যাচের টেস্ট খেলতে সফররত জিম্বাবোয়ে। ইতিমধ্যেই পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে প্রথম দু’টি ওয়ান-ডে জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে বাংলাদেশ। শুক্রবার অর্থাৎ আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ান-ডে ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই খেলা।
জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ ২৮ রানে জেতার পর, দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে জয় পেয়েছে টাইগার্স। বাংলাদেশ হোয়াইটওয়াশের লক্ষ্যেই আজ মাঠে নামবে। অন্যদিকে জিম্বাবোয়ে চাইবে শেষ ম্যাচ কিছুটা হলেও আত্মসম্মান ফিরে পেতে। ফের এশিয়া কাপের ফাইনালে উঠেও ভারতের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। ফলে সহজ প্রতিপক্ষ জিম্বাবোয়েকে পেয়ে তারা পর্যুদস্ত করার কোনও সুযোগই হাতছাড়া করতে চাইছে না। এদিনেরও ম্যাচেও টাইগার্সদের আধিপত্যই প্রত্যাশিত।
BAN vs ZIM Cricket Score, Bangladesh vs Zimbabwe 3rd ODI LIVE Score Updates:
9.29 PM সাত উইকেটে জয়ী বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ জিতে নিল তারা। জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ হতে হল।
9.20 PM ইমারুল থামলেন ১১৫ রানে। ১১২ বলের এই ইনিংসে তাঁর হাত থেকে এসেছে ১০টি চার ও দু'টি ছয়। তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। ৩৯.৩ ওভারে স্কোর ২৭৪। কিন্তু জিম্বাবোয়ের পক্ষে আরও কোনওভাবেই বাংলাদেশকে চাপে ফেলা সম্ভব নয়। মোর্তাজাদের সিরিজ জয় শুধু সময়ের অপেক্ষা।
9.06 PM জয়ের দোরগোড়ায় বাংলাদেশ। আর ২৭ রান প্রয়োজন তাদের। ইমারুলের সঙ্গে মুশফিকুর রয়েছেন ক্রিজে। আশা করা যায় আট উইকেটেই ম্যাচ জিতে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করবে তারা।
8.52 PM দিনের তৃতীয় সেঞ্চুরি চলে এল। ওয়ান-ডে কেরিয়ারের চতুর্থ শতরান করলেন ইমারুল। সৌম্যর সঙ্গে জুটি বেঁধে প্রথম থেকেই দারুণ ছন্দে খেলছিলেন তিনি।
100! Imrul Kayes gets his 4th century in ODIs, his second in the series.
To watch Zimbabwe tour of Bangladesh LIVE, Download the app from the links below and hit the LIVE Button.
Android: https://t.co/gRrE3kJgYc
iOS:https://t.co/FfYlStljof #BANvZIM #RiseOfTheTigers pic.twitter.com/kVxbAiCm0g— Bangladesh Cricket (@BCBtigers) October 26, 2018
8.45 PM থেমে গেল সৌম্যর অসাধারণ ইনিংস। মাসাকজাদার বলে ট্রিপানোর হাতে ক্যাচ আউট হয়ে গেলন তিনি। এদিন ৯২ বলে ১১৭ রান এসেছে তাঁর হাত থেকে। কেরিয়ারের দ্বিতীয় ওয়ান-ডে সেঞ্চুরি সাজিয়েছেন ন'টি চার ও ছ'টি ছয়ের সৌজন্য়ে। ৩০ ওভার শেষে বাংলাদেশের স্কোর দুই উইকেট হারিয়ে ২২০। বলাই যেতে পারে দলকে জয়ের চৌকাটে এনে দিয়েছেন তিনি। ক্রিজে এলেন মুশফিকুর রহিম।
8.35 PM সৌম্য করে ফেললেন কেরিয়ারের দ্বিতীয় ওয়ান-ডে সেঞ্চুরি। অনবদ্য ফর্মে ব্যাট করছেন তিনি।
100! Soumya Sarkar gets his second century in ODIs.
To watch Zimbabwe tour of Bangladesh LIVE, Download the app from the links below and hit the LIVE Button.
Android: https://t.co/gRrE3kJgYc
iOS:https://t.co/FfYlStljof #BANvZIM #RiseOfTheTigers pic.twitter.com/8M5HatFSne— Bangladesh Cricket (@BCBtigers) October 26, 2018
8.11 PM ইমারুল-সৌম্য এগিয়ে চলেছেন। বাংলাদেশকে জয়ের রাস্তায় নিয়ে যাচ্ছেন এই দুই ব্যাটসম্যান। খেলার রাশ এখন টাইগার্সদের হাতেই।
7.36 PM ইমারুল-সৌম্যকে থামানোর রাস্তা খুঁজে পাচ্ছে না জিম্বাবোয়ে। দু'জনেই ব্যাট করছেন দুরন্ত ছন্দে। বাংলাদেশ অনায়াসে শতরান পার করে গেল। সৌম্যর চলে এল অর্ধ-শতরান।
50! Soumya Sarkar brings up his 7th half-century in ODIs with a SIX.
To watch Zimbabwe tour of Bangladesh LIVE, Download the app from the links below and hit the LIVE Button.
Android: https://t.co/gRrE3kJgYc
iOS:https://t.co/FfYlStljof #BANvZIM #RiseOfTheTigers pic.twitter.com/h78zIHdvbL— Bangladesh Cricket (@BCBtigers) October 26, 2018
7.10 PM ১০ ওভার শেষে বাংলাদেশ এক উইকেট হারিয়ে ৮০ রান তুলল স্কোরবোর্ডে। ক্রিজে রীতিমতো সেট হয়ে গিয়েছেন ইমারুল আর সৌম্য। ইমারুল ৪৩ আর সৌম্য ৩৩ রানে অপরাজিত আছেন।
After 10 overs, Bangladesh are 80/1. Imrul (43*) and Soumya (33*) are at the crease. Target 287
To watch Zimbabwe tour of Bangladesh LIVE, Download the app from the links below and hit the LIVE Button.
Android: https://t.co/gRrE3kJgYc
iOS:https://t.co/FfYlStljof #BANvZIM pic.twitter.com/vqSA628vuG— Bangladesh Cricket (@BCBtigers) October 26, 2018
6.52 PM ইমারুল (৩১) আর সৌম্যর (২০) ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সাত ওভার শেষে স্কোরলাইন এক উইকেট হারিয়ে ৫৭। এখন এই জুটিটা ভাঙারই লক্ষ্য থাকবে জিম্বাবোয়ের।
6.20 PM শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ। প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে গোল্ডেন ডাক হয়ে ফিরলেন ওপেনরা লিটন দাস। জারভিসের শিকার হলেন তিনি। ক্রিজে এলেন স্টার ব্যাটসম্যান সৌম্য সরকার।
5.37 PM ইনিংস ব্রেক। জিম্বাবোয়ে ২৮৭ রানের টার্গেট দিল বাংলাদেশকে।
A personal-best 129* from Sean Williams and 75 from Brendan Taylor powers Zimbabwe to 286/5 in Chittagong - enough to seal a consolation win?#BANvZIM LIVE ➡️ https://t.co/v9itPp83t9 pic.twitter.com/94EZKx89nw
— ICC (@ICC) October 26, 2018
4.59 PM ফের উইকেট পতন। সিকান্দার রাজাকে ফেরালেন সেই নাজমুল। সৌম সরকারের হাতে ক্যাচ আউট হয়ে গেলেন তিনি। ৫১ বলে ৪০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ৪২.১ ওভারে জিম্বাবোয়ে চার উইকেট হারিয়ে ২২০।
WICKET! Nazmul strikes again, Sikandar gone for 40. Zimbabwe are 220/4 in 42.1 overs.
To watch Zimbabwe tour of Bangladesh LIVE, Download the app from the links below and hit the LIVE Button.
Android:https://t.co/gRrE3kJgYc
iOS:https://t.co/FfYlStljof #BANvZIM pic.twitter.com/fqVvSxgy9k— Bangladesh Cricket (@BCBtigers) October 26, 2018
4.38 PM সেঞ্চুরি! শতরান করে ফেললেন সিন উইলিয়ামস। ওয়ান-ডে কেরিয়ারে এটাই তাঁর দ্বিতীয় শতক। অনবদ্য ব্যাটিং করেছেন তিনি। ১২৪ বলে পেয়েছেন সেঞ্চুরি।
Century for @sean14williams! ????
It's his second in ODIs, and comes off 124 balls! ???? #BANvZIM pic.twitter.com/NJt4BLhhUV
— ICC (@ICC) October 26, 2018
4.12 PM ৩০ ওভারের পর জিম্বাবোয়ে তিন উইকেট হারিয়ে ১৬৬। হাতে আর কুড়ি ওভার রয়েছে। এই মুহূর্তে ধরার পাশাপাশি রানও রোটেট করতে হবে জিম্বাবোয়েকে। আর অন্যদিকে বাংলাদেশ চাইবে দ্রুত নিস্পত্তি।
After 30 overs, Zimbabwe are 166/3.
To watch Zimbabwe tour of Bangladesh LIVE, Download the app from the links below and hit the LIVE Button.
Android: https://t.co/gRrE3kJgYc
iOS:https://t.co/FfYlStljof #BANvZIM #Tigers #RiseOfTheTigers pic.twitter.com/dQ0DZ2Dma4— Bangladesh Cricket (@BCBtigers) October 26, 2018
3.52 PM অবশেষে পার্টনারশিপ ভাঙতে সক্ষম বাংলাদেশ। ২৬.৪ ওভারে ফিরে গেলেন টেলর। ৭২ বলে ৭৫ রানের ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। আটটি চার ও তিনটি ছয়ে সাজিয়েছেন নিজের ইনিংস। নাজমুল ইসলামের বলে মুশফিকুর রহিমের বলে ক্যাচ আউট হয়ে গেলেন তিনি। ক্রিজে এলেন সিকান্দার রাজা। জিম্বাবোয়ে ১৩৮/৩। এখান থেকে আবার খেলাটা ধরতে হবে জিম্বাবোয়েকে। কারণ সেট জুটি ভেঙে যাওয়ার পর রানের গতি কমাটা স্বাভাবিক।
WICKET! Finally Nazmul gives the much needed breakthrough, Taylor gone for 75. Zimbabwe are 138/3
To watch Zimbabwe tour of Bangladesh LIVE, Download the app from the links below and hit the LIVE Button.
Android:https://t.co/gRrE3kJgYc
iOS:https://t.co/FfYlStljof #BANvZIM pic.twitter.com/iGSjKQjvdi— Bangladesh Cricket (@BCBtigers) October 26, 2018
3.32 PM টেলরের অর্ধশতরান ও উইলিয়ামসের ব্যাটে ১০০ রান পার করে গেল জিম্বাবোয়ে। ২১ ওভার খেলা হয়ে গেল।
3.15 PM টেলর-উইলিয়ামসের জুটি সেট হয়ে গিয়েছে। মাশরাফি মোর্তাজার এখন লক্ষ্য অবিলম্বে এই জুটি ভেঙে খেলায় রাশ নিজেদের হাতে রাখা। প্রচুর বাংলাদেশি সমর্থকদের চোখ রয়েছে এই ম্যাচের দিকে।
3.00 PM রীতিমতো ঘুম পাড়ানি ক্রিকেট খেলছে জিম্বাবোয়ে। ওয়ান-ডে ম্যাচে ১৪ ওভারে মাত্র চারটে চার এসেছে জিম্বাবোয়ের ব্যাটসম্যানদের হাত থেকে। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটের সঙ্গে খেলার এই গতি একেবারেই বেমানান। ক্রিজে আছেন টেলর (২১) ও উইলিয়ামস (২৬)
2.44 PM ১০ ওভার শেষে মাত্র ৩৫ রান যোগ করেছে বাংলাদেশ। টেলর আর উইলিয়ামস ধীর লয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন জিম্বাবোয়ের ব্যাটিং। টেলর ১৪ রানে ও উইলিয়ামস ১৫ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ এখন চাইবে দ্রুত আরও উইকেট ফেলে যত সম্ভব কম রানে জিম্বাবোয়েকে বেঁধে ফেলা।
After 10 overs, Zimbabwe are 35/2.
To watch Zimbabwe tour of Bangladesh LIVE, Download the app from the links below and hit the LIVE Button.
Android: https://t.co/gRrE3kJgYc
iOS:https://t.co/FfYlStljof #BANvZIM #Tigers #RiseOfTheTigers pic.twitter.com/7QyoD2X4ls— Bangladesh Cricket (@BCBtigers) October 26, 2018
2.16 PM ফের উইকেট। দুরন্ত শুরু বাংলাদেশের। এবার ক্যাপ্টেন মাসাকজাদাই বোল্ড হয়ে গেলেন আবু হায়দারের বলে। ১০ বল খেলে স্কোরবোর্ডে দু'টি রান যোগ করেছেন তিনি। শুরুতেই জিম্বাবোয়েকে নড়িয়ে দিল টাইগার্স। ক্রিজে বিআরএম টেলর ও এসসি উইলিয়ামস। জিম্বাবোয়ে ৬/২
BOWLED HIM! Abu Hider joins the party, Masakadza gone for 2. Zimbabwe are 6/2.
To watch Zimbabwe tour of Bangladesh LIVE, Download the app from the links below and hit the LIVE Button.
Android:https://t.co/gRrE3kJgYc
iOS:https://t.co/FfYlStljof #BANvZIM pic.twitter.com/kDh7mL3nw3— Bangladesh Cricket (@BCBtigers) October 26, 2018
2.11 PM দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই উইকেট পেয়ে গেল বাংলাদেশ। মহম্মদ সইফউদ্দিনের বলে বোল্ড হয়ে গেলেন ওপেনার হুয়াও।
WICKET! Saifuddin strikes early, ZHuwao gone for a duck. Zimbabwe are 6/1.
To watch Zimbabwe tour of Bangladesh LIVE, Download the app from the links below and hit the LIVE Button.
Android:https://t.co/gRrE3kJgYc
iOS:https://t.co/FfYlStljof#BANvZIM pic.twitter.com/Ul4BdK63dB— Bangladesh Cricket (@BCBtigers) October 26, 2018
2.00 PM জিম্বাবোয়ের হয়ে ওপেন করতে নামলেন মাসাকজাদা ও ঝুয়াও
1.40 PM বাংলাদেশের প্রথম একাদশে তিনটে পরিবর্তন
Three changes in the Bangladesh Playing XI for the third ODI.
To watch Zimbabwe tour of Bangladesh LIVE, Download the app from the links below and hit the LIVE Button.
Android:https://t.co/gRrE3kJgYc
iOS:https://t.co/FfYlStljof #BANvZIM pic.twitter.com/FhNkgcHLW9— Bangladesh Cricket (@BCBtigers) October 26, 2018
1.35 PM টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল বাংলাদেশ
Bangladesh have won the toss and opted to bowl first in the third ODI against Zimbabwe.
To watch Zimbabwe tour of Bangladesh LIVE, Download the app from the links below and hit the LIVE Button.
Android:https://t.co/gRrE3kJgYc
iOS:https://t.co/FfYlStljof #BANvZIM pic.twitter.com/8SBECMoMrX— Bangladesh Cricket (@BCBtigers) October 26, 2018
Ban vs Zim Live Score Updates in Bengali
বাংলাদেশ বনাম জিম্বাবোয়ের ম্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চর্চা চলছে। পদ্মাপারের দেশের মানুষের কাছে ক্রিকেট খেলাটা আবেগের মতো। ফলে তাঁদেরও চোখ রয়েছে এই ম্যাচে।