আলো-আঁধারি; ঢাকায় ফিরল কলকাতার স্মৃতি, শের-ই-বাংলা মনে করাল ইডেন গার্ডেন্সকে

খেলার মাঠে বিদ্যুত বিভ্রাটের ঘটনা নতুন কিছু নয়। অতীতে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন স্টেডিয়াম পুরোপুরি অন্ধকারে চলে যাওয়ার একাধিক দৃষ্টান্ত রয়েছে। এবার ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে মিনিটে খানেকের জন্য আঁধারে ডুবল।

খেলার মাঠে বিদ্যুত বিভ্রাটের ঘটনা নতুন কিছু নয়। অতীতে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন স্টেডিয়াম পুরোপুরি অন্ধকারে চলে যাওয়ার একাধিক দৃষ্টান্ত রয়েছে। এবার ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে মিনিটে খানেকের জন্য আঁধারে ডুবল।

author-image
IE Bangla Web Desk
New Update
A power failure at Shere Bangla Stadium, Dhaka led to the whole stadium going pitch dark for a few minutes during

আলো-আঁধারি; ঢাকায় ফিরল কলকাতার স্মৃতি, শের-ই-বাংলা মনে করাল ইডেন গার্ডেন্সকে

খেলার মাঠে বিদ্যুত বিভ্রাটের ঘটনা নতুন কিছু নয়। অতীতে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন স্টেডিয়াম পুরোপুরি অন্ধকারে চলে যাওয়ার একাধিক দৃষ্টান্ত রয়েছে। এবার ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে মিনিটে খানেকের জন্য আঁধারে ডুবল। সাক্ষী থাকল বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে টি-২০ ম্যাচ।

Advertisment

গত শুক্রবার জিম্বাবোয়ের ইনিংসের ১৭ নম্বর ওভারে মাঠের আলো চলে যায়। সেই সময় গ্যালারিতে উপস্থিত দর্শকরা মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালান। মোবাইলের আলো আর অ্যাডভার্টাইজিং বাউন্ডারির আলোয় এক অন্য রূপ নিল মীরপুরের এই স্টেডিয়াম।

Advertisment

চলতি বছর টি-২০ বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্স ও ব্রিসবেন হিটের ম্যাচ চলার সময় গাবাতে আলে চলে গেছিল। এমনকী এ বছরই দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচেও লোডশেডিং হয়। ২০০৯ সালে ইডেন গার্ডেন্সে ভারত-শ্রীলঙ্কা ম্যাচও এই ঘটনার স্বাক্ষী ছিল।

বৃষ্টির জন্য এদিন ২০-র বদলে ১৮ ওভারের ম্যাচ হয়। টস জিতে বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। জিম্বাবোয়ে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলতে সমর্থ হয়। সর্বোচ্চ স্কোর করেন আরপি পুরী (৩২ বলে ৫৭)।

এই রান তাড়া করতে নেমে বাংলাদেশ ব্যাটিং ভরাডুবির মুখে পড়ে। দলের প্রথম চারজন স্টার ব্যাটসম্যানই দ্রুত ফিরে যান ডাগআউটে। লিটন দাস ১৯ রান করেন। কিন্তু তাঁর পরের তিন ব্যাটসম্যান সৌম্য সরকার, শাকিব আল হাসান ও মুশফিকুর রহিম এক অঙ্কের রান করেই ফেরেন।  কিন্তু বাংলাদেশের প্রায় হারা ম্যাচ বাঁচিয়ে দেন দলের সাত ও আট নম্বর ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন (২৪ বলে অপরাজিত ৩০) ও আফিফ হোসেন (২৬ বলে ৫২)। বাংলাদেশ ২ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জেতে।

cricket Bangladesh