টিভিতে খেলা দেখতে গিয়ে মারাত্মক চোট বাংলাদেশি পেসারের, চার মাস মাঠের বাইরে

বাড়ির টিভিতে বাংলাদেশের খেলা দেখতে গিয়ে চোট পেসারের, অবাক কাণ্ড ওপার বাংলায়। নিজের বাড়িতে বসে টিভিতে বাংলাদেশের ম্যাচ দেখতে গিয়েই আহত হয়েছেন তিনি।

বাড়ির টিভিতে বাংলাদেশের খেলা দেখতে গিয়ে চোট পেসারের, অবাক কাণ্ড ওপার বাংলায়। নিজের বাড়িতে বসে টিভিতে বাংলাদেশের ম্যাচ দেখতে গিয়েই আহত হয়েছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh cricketer

বিশ্বকাপের পরে ফের একবার মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ (টুইটার)

খেলা হচ্ছে সুদূর ইংল্যান্ডে। তবে বাংলাদেশের তারকা পেসার চোট পেলেন বাংলাদেশে নিজের ঘরে বসে। অদ্ভূত এমনই কাণ্ড ঘটেছে। বিশ্বকাপে মাশরাফি অ্যান্ড কোংয়ের কাছে বাকি বাংলাদেশের আপামর ক্রিকেট ভক্তের প্রত্যাশার চাহিদা গগনচুম্বী। টুর্নামেন্টের অন্যতম ডার্ক হর্সের মর্যাদাও পেয়েছে বাংলাদেশ। প্রিয় দলের খেলা দেখতে অনেক বাংলাদেশি-ই গাঁটের কড়ি খরচ করে পাড়ি দিয়েছেন বিলেতে। অনেকের আবার দেশে বাড়ির টিভি-ই ভরসা। বাংলাদেশের পেসার খালেদ আহমেদের ঘটনা আবার অবাক করার মতো।

Advertisment

নিজের বাড়িতে বসে টিভিতে বাংলাদেশের ম্যাচ দেখতে গিয়েই আহত হয়েছেন তিনি। বাংলাদেশি প্রচারমাধ্যমে খালেদ জানিয়েছেন, ঈদের ছুটিতে বাড়িতে গিয়েই বিপত্তি। টিভিতে খেলা চলছিল। আর তিনি দ্রুত পা চালাতে গিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন। চোটের কারণে চারমাস মাঠের বাইরে তিনি।

ধোনি-ভক্ত হলেই ফ্রি-তে মাছ-ভাত, বিশ্বকাপে শিরোনামে বাংলার এই হোটেল

বাংলাদেশের জাতীয় দলের হয়ে দুটো টেস্টে অংশ নিয়েছেন তিনি। তবে ঘরোয়া স্তরে খালেদ যথেষ্ট পরিচিত মুখ। তিনিই এবার চোটের কবলে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ফিজিও বায়জেদুল ইসলাম জানিয়েছেন, পুরোপুরি সেরে উঠতে অস্ত্রোপচারও করা হতে পারে খালেদের।

Advertisment

khaled ahmed খালেদ আহমেদ (টুইটার)

কিন্তু কী কারণে এই দুর্ঘটনা? প্রচারমাধ্যমে খালেদ জানিয়েছেন, খেলা দেখার সময়ে হঠাৎই মাসের পেশিতে ক্র্যাম্প হয় তাঁর। সেই সময় পেশি কমনীয় করার জন্য দ্রুত পা চালানোর পরেই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে যায়।

খালেদের চোটের পরে বিসিবির ফিজিও বলেন, "খালেদের এমআরআই করা হয়েছে। রিপোর্টের তথ্য অনুযায়ী, ওর হাঁটু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করা ছাড়া উপায় নেই। তারপরে সুস্থ হতে কমপক্ষে চার মাস সময় লাগবে।"

Bangladesh Cricket World Cup