রিক্সায় উঠলেই ফ্রিতে ভ্রমণ। বছরের অন্য কোনও দিন না হোক, অন্তত ২৪ জুন এলেই তাঁর রিকশার খোঁজে শুরু হয় তৎপরতা। সকলেই যে ফ্রি রাইড চান! ২৪ জুন প্রিয় মেসির জন্মদিন। আর পছন্দের সুপারস্টারের জন্মদিনে সকলকেই খুশি রাখতে চান বাংলাদেশের আবু তাহের। যিনি পেশায় রিকশা চালক।
বাংলাদেশে গত কয়েক মাসেই প্রবল জনপ্রিয় হয়ে উঠেছেন আবু তাহের। ঢাকায় হাজার হাজার রিকশা ওয়ালার মধ্যেই ব্যতিক্রমী হিসাবে হাজির হয়েছেন তিনি। স্রেফ মেসিই নন। আর্জেন্টিনার জাতীয় দলের ঘোরতর সমর্থক তিনি। যে কোনও টুর্নামেন্টে আর্জেন্টিনার হয়ে গলা ফাটাতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন: জুতোর দোকান খুললেন IPL-এর কলঙ্কিত এই আম্পায়ার! উঠেছিল যৌন নিগ্রহের অভিযোগও
সেই সমর্থনের ছোঁয়াই যেন তাঁর রিকশায়। পুরো রিকশাই নীল-সাদা রঙে রাঙানো। মেসি-মারাদোনার ট্রফি উঁচিয়ে ধরার ছবিও সাঁটিয়েছেন।
বরাবরের মেসি-আর্জেন্টিনা অন্তঃপ্রাণ আবু তাহেরের কাছে বাংলাদেশের এক জনপ্রিয় টিভি চ্যানেল মেসির জন্মদিনের উপলক্ষ্যে তাঁর পরিকল্পনা জানতে চায়। তখনই আবু তাহের সেই টিভি চ্যানেলকে জানিয়েছেন, "মেসির জন্মদিনে বিশেষ পরিকল্পনা রয়েছে। কোনও টাকা ছাড়াই মেসির জন্মদিনে তাঁর সমস্ত ভক্তদের ২৪ এবং ২৫ তারিখে ঘোরাব। আমাকে টাকা দেওয়ার পরিবর্তে বরং সকলে মেসির জন্য প্রার্থনা করেন, যাতে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে পারেন উনি।"
আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে ভয়ঙ্কর বিপদে পাক ক্রিকেটার! উঠল ধর্ম অবমাননার অভিযোগ
এছাড়াও সেই টিভি চ্যানেলে তাহের নিজের আরও স্বপ্নের কথা খোলসা করেছেন, "মৃত্যুর আগে একটাই ইচ্ছা, মাঠে বসে যেন মেসির খেলা উপভোগ করতে পারি। সামর্থ্য থাকলে এবারই কাতারে যেতে পারতাম।"
দূর দুরান্তের গ্রহের বাসিন্দা মেসির কাছে কি পৌঁছবে এই বাংলাদেশি ভক্তের করুণ আবেদন!