মুশফিকুর রহিম, আজ বাংলাদেশের স্টার ক্রিকেটারদের মধ্য়েই একজন। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়েও নিজের ছাপ রেখেছেন বগুড়ার বছর বত্রিশের ক্রিকেটার। ক্রিকেটের জন্য় কখনও পড়াশোনাকে অবহেলা করেননি তিনি। শোনা যায় ড্রেসিংরুমে বা হোটেলের ঘরে সময় পেলেই বইপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করেন মুশফিকুর।
একজন দুরন্ত ক্রিকেটারের পাশাপাশি অত্য়ন্ত ভাল ছাত্রও তিনি। ইতিহাস নিয়ে স্নাতোকত্তর করে এখন এমফিল করছেন মুশফিকুর। ইচ্ছা রয়েছে এরপর পিএইচডি করার। ডেইলি সানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সদ্য বিশ্বকাপ খেলে দেশে ফেরা পদ্মাপারের বাসিন্দা। মুশফিকুর বলেছেন, "আমার পড়াশোনা ভালই চলছে। আমি জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্য়ালয় থেকে এমফিল করছি। আমার ফাইনাল বর্ষের পরীক্ষা রয়েছে সামনে। এমফিল শেষ করার পরেই আমি পিএইচডি করতে চাই। এটাই আমার টার্গেট।"
আরও পড়ুন: মুশফিকুরের পাশেই মাশরাফি, বলছেন ভুল হতেই পারে
ইতিহাসের ছাত্র মুশফিকুর কিন্তু ক্রিকেট নিয়েই পড়াশোনা করতে চান। থাকতে চান বাইশ গজের ইতিহাসের সঙ্গেই। মুশফিকুর জানিয়েছেন তিনি 'সাউথ এশিয়ান ক্রিকেট হিস্ট্রি' নিয়ে পিএইচডি করতে ইচ্ছুক। এ বিষয়ে তাঁর মত, "মাঠে ক্রিকেট খেলার বাস্তব অভিজ্ঞতা রয়েছে আমার। আশা করি এটা আমার পড়াশোনায় অনেকটা সাহায্য় করবে। সেজন্য়ই এই বিষয়টা বেছে নিয়েছি। সাধারণত দুই থেকে আড়াই বছর সময় লাগে থিসিস জমা দিতে। দেখি কী করতে পারি!"
মুশফিকুর জানিয়েছেন ক্রিকেট আর পড়াশোনার মধ্য়ে তাঁর ব্য়ালন্স করতে তাঁকে যথেষ্ট বেগ পেতে হয়। কিন্তু তাঁর কাছে পড়াশোনা করটা মানসিক তৃপ্তির। তিনি আরও বলেছেন যে, ক্রিকেটার হিসেবে দীর্ঘ কেরিয়ারে ব্য়াপারে তিনি নিশ্চিত নন। বরাবরই তিনি স্কলার হতে চেয়েছিলেন। ক্রিকেটের সঙ্গে এটাই তাঁর ব্য়াক-আপ পরিকল্পনা।