Advertisment

Barcelona vs Real Madrid: এল ক্লাসিকোতে যে পাঁচটি জিনিস দেখলাম

Barcelona vs Real Madrid, El Clasico: অজস্র সুযোগ তবুও কাজের কাজটা হলো না। ২০১৯-২০ মরসুমে লা লিগার প্রথম 'এল ক্লাসিকো' শেষ হলো গোলশূন্য় ভাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Barcelona 0-0 Real Madrid: 5 things we learned from this season’s El Clasico

Barcelona vs Real Madrid: এল ক্লাসিকোতে যে পাঁচটি জিনিস দেখলাম

Barcelona vs Real Madrid, El Clasico: অজস্র সুযোগ তবুও কাজের কাজটা হলো না। ২০১৯-২০ মরসুমে লা লিগার প্রথম 'এল ক্লাসিকো' শেষ হলো গোলশূন্য় ভাবে। দুরন্ত  ফুটবল উপহার দিয়েছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, করিম বেনজেমা ও গ্য়ারেথ বেলদের ব্য়র্থতায় ২০০২ সালের পর এই প্রথম এল ক্লাসিকো কোনও গোল দেখতে পেল না। এবার দেখে নেওয়া যাক এই ম্য়াচে আমরা কী কী দেখলাম।

Advertisment

১) ৫০ এল ক্লাসিকোর মধ্য়ে প্রথম ০-০

১৭ বছরে এই প্রথম ক্লাসিকো শেষ হলো গোলশূন্য় ভাবে। ম্য়াচের ১৭ মিনিটে ক্য়াসেমিরো রিয়ালের হয়ে গোলের মুখ খুলেই ফেলেছিলেন নিচু করা হেডারে। কিন্তু বার্সেলোনার রক্ষণের স্তম্ভ জেরার্ড পিকে গোল লাইন থেকে রুখে দিলেন। ঠিক একই ভাবে পিকের জাতীয় দলের সতীর্থ ও ক্লাবের প্রতিদ্বন্দ্বী সের্জিও র‌্যামোস ৩১ মিনিটে বল রুখে দেন। মেসির শট কর্টোয়িস হয়ে জর্ডি আলবার ভলি দূরের পোস্ট হয়ে বেরিয়ে যাওযার পরই ঘটে। এরপর দ্বিতীয়ার্ধে ভিএআর প্রযুক্তির সাহায্য় নিয়ে বেলের দ্বিতীয়ার্ধের গোলটি বাতিল হয়ে যায়।

২) ইতিহাসে রিয়ালের র‌্যামোস ও বার্সার আনসু ফাতি

সবচেয়ে বেশি বার এল ক্লাসিকো খেলার ইতিহাস লিখলেন এসআর ফোর। ন্য়ু ক্য়াম্পে ৪৩ তম রিয়াল-বার্সা ম্য়াচ খেললেন তিনি। মানোলো স্য়াঞ্চেজ, ফ্রান্সিসকো জেন্তো, জাভিদের ছাপিয়ে গেলেন তিনি। মেসির ছিল ৪২ নম্বর ক্লাসিকো ম্য়াচ। দুয়ে বার্সার আর্জেন্তাইন রাজপুত্র। অন্য়দিকে বার্সার হয়ে খেললেল আনসু ফাতি। মাত্র ১৭ বছর ৪৮ দিনে ক্লাসিকো খেললেন তিনি। এর আগে এত কম বয়সে কেউ এত বড় ম্য়াচ খেলেননি।

৩) ন্য়ু ক্য়াম্পে অপ্রতিরোধ্য় জিনেদিন জিদান

রিয়ালের মাদ্রিদের কোচ হিসাবে চির প্রতিদ্বন্দ্বীদের ঘরের মাঠে গিয়ে হারেননি জিনেদিন জিদান। সেই রেকর্ডই অক্ষত রাখলেন কিংবদন্তি প্রাক্তন ফুটবলার। তিনবার জিতলেন, ড্র করলেন দু'বার

View this post on Instagram

???????? WE ARE HERE! ¡Ya estamos aquí! #ElClasico | #HalaMadrid

A post shared by Real Madrid C.F. (@realmadrid) on

৪) কাতালোনিয়ার স্বাধীনতা আন্দোলনকারীদের বিক্ষোভ প্রদর্শন

এল ক্ল্যাসিকো চলাকালীন কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা ন্যু ক্যাম্পের বাইরে অগ্নিসংযোগ করে বিক্ষোভ দেখায়। এই ম্যাচটি হওয়ার কথা ছিল গত অক্টোবরে। কিন্তু তখন কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে পরিস্থিতি অত্য়ন্ত উত্তাল হয়ে পড়ে। ফলে ম্যাচটি সময় পরিবর্তন করে ডিসেম্বরে করা হয়। এদিনও আন্দোলন হয়। যদিও ম্যাচে কোনও প্রভাব পড়েনি। বিঘ্ন ভাবেই শেষ হয়েছে ম্য়াচ।

৫) পয়েন্ট টেবিল

১৭ ম্য়াচের পরেও বার্সেলোনা একে ও রিয়াল মাদ্রিদ দুয়ে থাকল। দুই দলেরই পয়েন্ট ৩৬। গোল পার্থক্য়ে এগিয়ে রয়েছে মেসি অ্যান্ড কোং। লিগ জয়ের দাবিদার দুই টিমই।

Barcelona Real Madrid Lionel Messi
Advertisment