মঙ্গলবার মাদ্রিদে দুই লেগ মিলিয়ে ৫-৩ জিতল নেদারল্যান্ডসের এই টিম। অথচ কয়েক সপ্তাহ আগে এই আজাক্সকে অ্যামস্টারডামে গিয়েই ২-১ হারিয়ে এসেছিল রিয়াল। এটা কেউ কল্পনাও করতে পারেননি যে, শেষ ১৬-র লড়াই থেকেই রিয়ালকে বেরিয়ে যেতে হবে। রিয়ালের বিদায়ঘণ্টা বাজতেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে সেলিব্রেশনের মুড।
আরও পড়ুন: ব্যাক-টু-ব্যাক ক্লাসিকো হারে একাধিক লজ্জার রেকর্ড রিয়ালের
নিজেদের উচ্ছ্বাস ধরে রাখতে না-পেরে টুইট করলেন বার্সার প্রাক্তন ক্যাপ্টেন ও কিংবদন্তি স্প্যানিশ ডিফেন্ডার কার্লেস পুয়োল। লিখলেন,” রিয়াল মাদ্রিদের মতো দলকে হারানোর জন্যই নয়, যেভাবে তোমরা খেললে তার জন্যও অনেক শুভেচ্ছা।”
Enhorabuena al @AFCAjax, no sólo por ganar a un equipo como el @realmadrid sino por como lo han hecho.????????????
— Carles Puyol (@Carles5puyol) March 5, 2019
Gefeliciteerd! Ik ben altijd ajacid ???????????????? @AFCAjax https://t.co/HS21XavcIq
— Luis Suarez (@LuisSuarez9) March 5, 2019
আজাক্সের প্রাক্তন ফুটবলার ও লিও মেসির অধুনা সতীর্থ লুইস সুয়ারেজও টুইট করে জানিয়ে দিলেন যে, তিনি আজীবন আজাক্সের ফ্যান হয়েই থাকবেন। কোপা দেল রে ও লা-লিগা হাতছাড়া হওয়ার পর রিয়ালের পাখির চোখ ছিল এই টুর্নামেন্টেই। কিন্তু ইউরোপ সেরা হওয়ার লড়াই থেকেও ছিটকে গেল তারা। দেখতে গেলে কোচ জিনেদিন জিদান ও ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছেড়ে যাওয়ার পর থেকেই রিয়াল যেন জিততেই ভুলে গেল।