/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/90876-LEAD.jpg)
মেসিদের বার্সেলোনাই খেলোয়াড়দের সবচেয়ে বেশি টাকা দেয়
বিশ্বের তাবড় ফুটবল ক্লাবগুলির মধ্য়ে বার্সেলোনা এফসি তার খেলোয়াড়দের সবচেয়ে ভাল বেতন দেয়। এরপরেই থাকবে কাতালান ক্লাবের নিকটতম প্রতিদ্বন্দ্বী ও অপর স্প্য়ানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
তালিকায় তিনে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাস। স্পোর্টিংইনটেলিজেন্সজডটকম চলতি বছর গ্লোবাল স্পোর্টস স্য়ালারিজ সার্ভে করে এই রিপোর্ট দিয়েছে। সমীক্ষার রিপোর্টে যে তথ্য় দেওয়া হয়েছে তা বার্ষিক বেতনের কথাই বলেছে। সাইনিং, পারফরম্য়ান্স বোনাস ও অনান্য় টাকার অঙ্ক এখানে ধরা হয়নি।
The dozen best paid sports teams in the world, by average basic first-team (squad) pay.
Story and link to full reporthttps://t.co/3LUQRTSuC5pic.twitter.com/0MTqZb87pq
— Nick Harris (@sportingintel) December 23, 2019
সমীক্ষার দশম সংস্করণ বলছে বার্সাই মেসিদের সবচেয়ে ভাল বেতন দেয়। তারা ফার্স্ট টিম প্লেয়ারদের গড়ে ১২.৮ মিলিয়ন ডলার করে দেয়। ভারতীয় মুদ্রায় যা ৯১ কোটি ১৪ লক্ষ ৫৬ হাজার টাকা। যদিও গত বছরের থেকে কিছুটা কম।
আরও পড়ুন-UCL Draw: রিয়াল মাদ্রিদের সামনে ম্য়াঞ্চেস্টার সিটি, বার্সেলোনার মুখোমুখি নাপোলি
The Global Sports Salaries Survey is published today, and the full 116-page report is available now, free, as a PDF download via this storyhttps://t.co/3LUQRTSuC5pic.twitter.com/ADCAN6fMOs
— Nick Harris (@sportingintel) December 23, 2019
দ্বিতীয় স্থানে থাকে রিয়াল মাদ্রিদ ফার্স্ট টিম প্লেয়ারদের গড়ে ১১. ৬ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৮২ কোটি ৫৮ লক্ষ ৭৬ হাজার ৫০০ টাকা) দেয়। ইতালির জুভেন্তাস দেয় ১০.৫৪ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৭৫ কোটি ০৬ লক্ষ ৫৩ হাজার ৫৩০ টাকা)। প্রথম কুড়ির মধ্য়ে প্য়ারিস সাঁ জাঁ রয়েছে ১২ নম্বরে ও ম্য়াঞ্চেস্টার সিটি ১৩ নম্বরে।