Barcelona vs Oviedo Match Highlights: ওভিয়েদোর বিরুদ্ধে দুরন্ত জয় বার্সেলোনার, অনন্য রেকর্ডের মালিক কোচ ফ্লিক

Barcelona vs Oviedo: ওভিয়েদোর বিরুদ্ধে বিরুদ্ধে ঝোড়ো পারফরম্য়ান্স করল এফসি বার্সেলোনা। ৩-১ গোলে তারা দুর্দান্ত জয়লাভ করেছে। এই জয়ে দলের সমর্থকরাও যারপরনাই খুশি।

Barcelona vs Oviedo: ওভিয়েদোর বিরুদ্ধে বিরুদ্ধে ঝোড়ো পারফরম্য়ান্স করল এফসি বার্সেলোনা। ৩-১ গোলে তারা দুর্দান্ত জয়লাভ করেছে। এই জয়ে দলের সমর্থকরাও যারপরনাই খুশি।

author-image
IE Bangla Sports Desk
New Update
FC Barcelona

ওভিয়েদোর বিরুদ্ধে দুরন্ত জয়লাভ বার্সেলোনার

FC Barcelona: গত লা-লিগা (La Liga) মরশুমে শুরুটা একেবারে ভাল করতে পারেনি বার্সেলোনা। কিন্তু, টুর্নামেন্ট যত সামনের দিকে এগিয়েছে, ততই তারা নিজের পারফরম্য়ান্স উন্নত করেছে। শেষপর্যন্ত তারা শুধুমাত্র ঘুরেই দাঁড়ায়নি, শেষপর্যন্ত ট্রফি জিতেই অভিযান শেষ করেছে কাতালান এই ফুটবল ক্লাবটি। এই বছরও এফসি বার্সেলোনার পারফরম্য়ান্সে সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ওভিয়েদোর বিরুদ্ধে খেলতে নেমেছিল বার্সেলোনা। ম্য়াচের প্রথমার্ধে তারা পিছিয়ে থাকলেও, শেষপর্যন্ত ৩-১ গোলে হৈ-হৈ করে জয়লাভ করে।

Advertisment

Barcelona Football Team: রাজনীতি না অন্য গল্প! ফিফা ক্লাব বিশ্বকাপে কেন খেলছে না বার্সেলোনা?

খেলার শুরুতে বার্সেলোনার পারফরম্য়ান্স একেবারেই নজর কাড়তে পারেনি। ৩৩ মিনিটে দুর্দান্ত একটি গোল করে ওভিয়েদোকে এগিয়ে দিয়েছিলেন আলবার্তো রেইনা। প্রথমার্ধের শেষে বার্সা সমর্থকরা যারপরনাই হতাশ হয়ে পড়েন। অনেকে তো আবার স্টেডিয়াম ছেড়ে বাড়ির পথে রওনা দেওয়ার কথাও চিন্তাভাবনা করছিলেন। কিন্তু, পরের ৪৫ মিনিটে ঘটে গেল সেই অবিশ্বাস্য ম্য়াজিক। ম্যাচের দ্বিতীয়ার্ধে বার্সেলোনা ঝড় ছাড়া আর কিছুই কার্যত দেখতে পাওয়া গেল না।

Advertisment

Barcelona vs Real Madrid: এল ক্লাসিকোতে যে পাঁচটি জিনিস দেখলাম

দ্বিতীয়ার্ধে দাপট বার্সেলোনার

৫৬ মিনিটে সমতা ফেরালেন এরিক গার্সিয়া। এরপর ৭০ মিনিটে বার্সেলোনাকে ২-১ গোলে এগিয়ে দিলেন রবার্ট লেভানডস্কি। অবশেষে ৮৮ মিনিটে রোনাল্ড আরাউহোর পা থেকে জয়সূচক গোলটি বেরিয়ে আসে। আর সেইসঙ্গে কাতালান সমর্থকদের মুখে ফিরে আসে সেই হারানো হাসি। আগামী ২৮ তারিখ পরবর্তী ম্য়াচ খেলতে নামবে বার্সেলোনা। প্রতিপক্ষ লা রিয়াল। এই ম্য়াচে তারা জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কি না, সেটাই আপাতত দেখার।

Barcelona vs Real Madrid, El Clasico Live Streaming: কখন আর কোথায় দেখবেন ম্য়াচ?

এদিকে রিয়ালের সঙ্গে বার্সেলোনার মধ্যে মাত্র ২ পয়েন্টের ব্যবধান রয়েছে। গত হাফডজন ম্য়াচের প্রত্যেকটাতেই জয়লাভ করেছে রিয়াল। তাদের ঝুলিতে রয়েছে ১৮ পয়েন্ট। অন্যদিকে, একই সংখ্যক ম্য়াচে বার্সেলোনা পাঁচটায় জয়লাভ করেছে। আর ড্র করেছে একটি ম্য়াচ। সেকারণে তারা আপাতত ১৬ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। 

'হাফসেঞ্চুরি' বার্সা কোচ ফ্লিকের

পাশাপাশি এই ম্য়াচের হাত ধরেই একটি অনন্য কৃতিত্ব অর্জন করলেন এফসি বার্সেলোনার হেড কোচ হ্যান্সি ফ্লিক। একবিংশ শতকে বার্সেলোনার হয়ে তিনি এক অনন্য হাফসেঞ্চুরি কায়েম করেছেন। আরও কিছুটা স্পষ্টভাবে বলতে হলে, ক্লাবের দ্বিতীয় দ্রুততম কোচ হিসেবে তিনি ৫০ ম্যাচে জয়লাভ করেছেন। এই তালিকায় অবশ্য শীর্ষস্থানে রয়েছেন বার্সেলোনার প্রাক্তন কোচ লুই এনরিক। বার্সার হয়ে তিনি ৬০ ম্য়াচের মধ্যে ৫০-টায় জয়লাভ করেছিলেন। সেই জায়গায় ফ্লিক খেলেছেন ৬৭ ম্য়াচ। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পেপ গার্দিওলা। তিনি ৭১ ম্য়াচে 'ফিফটি' করেছিলেন।

La Liga FC Barcelona