রিয়েল মাদ্রিদকে চুরমার করল বার্সা! মেসিকে ছাড়া প্ৰথমবার ঐতিহাসিক ট্রফি কাতালান ক্লাবে

মেসিকে ছাড়া এই প্ৰথম ট্রফি জিতল বার্সেলোনা। তা-ও আবার চিরশত্রু রিয়েল মাদ্রিদকে হারিয়ে

মেসিকে ছাড়া এই প্ৰথম ট্রফি জিতল বার্সেলোনা। তা-ও আবার চিরশত্রু রিয়েল মাদ্রিদকে হারিয়ে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

রিয়েল মাদ্রিদ: ১ (বেঞ্জিমা)
বার্সেলোনা: ৩ (লেওয়ানডস্কি, গাভি, পেদ্রি)

Advertisment

লিওনেল মেসিকে ছাড়া প্ৰথমবার বড়সড় খেতাব জিতল বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দী রিয়েল মাদ্রিদকে ৩-১ গোলে ধ্বংস করে স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সেলোনা।

শেষবার বার্সেলোনার ঘরে ট্রফি ঢুকেছিল সেই ২০২১-এ। প্রাক্তন কোচ রোনাল্ড কোম্যানের প্রশিক্ষণে মেসির বার্সেলোনা জিতেছিল কোপা ডেল রে ট্রফি। সেটাই ছিল বার্সার শেষ খেতাব। মেসির ৩৫ তম ট্রফি জয়। মহাতারকা আর্থিক সমস্যায় ক্লাব ছাড়ার পরেই বার্সায় ট্রফি খরা শুরু হয়েছিল।

Advertisment

আরও পড়ুন: ধুলোয় মিশল PSG-র দম্ভ! মেসি-এমবাপে-নেইমারকে নিয়েও শোচনীয় হার

সেই ট্রফি শেষমেশ ঢুকল রবিবার রাতে। স্প্যানিশ সুপারকাপে রিয়েল মাদ্রিদকে পরাস্ত করার পরে। কিমগ6 ফাহাদ স্টেডিয়ামে বার্সার হয়ে গোল করে যান রবার্ট লেওয়ানডস্কি, গাভি এবং পেদ্রি। ২০১৮ সালের পর এই প্ৰথম স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সেলোনা। ২০২০ থেকে আগের ফরম্যাট বদল করে 'ফাইনাল ফোর' নিয়মে খেলানো হচ্ছে স্প্যানিশ সুপার কাপ। ফরম্যাট বদলের পর এই প্ৰথমবার এই খেতাব জয় কাতালান ক্লাবটির। সবমিলিয়ে এই নিয়ে ৩৫ বড় স্প্যানিশ সুপার কাপ জিতল জাভির বার্সা।

লেওয়ানডস্কির পাস থেকে গাভি প্ৰথমে ৩৩ মিনিটে বার্সাকে এগিয়ে দেন। বিরতির আগে এবার গাভির পাস থেকেই লেওয়ানডস্কি ২-০ করেন। ৬৯ মিনিটে পেদ্রির গোলেও এসিস্ট গাভির। দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে রিয়ালের হয়ে একমাত্র গোল করেন করিম বেঞ্জিমা।

Barcelona Real Madrid Lionel Messi leo messi