Advertisment

খালি পায়ে ১১ সেকেন্ডে ১০০ মিটার! গতিতে অবাক খোদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, প্রতিশ্রুতি ট্রেনিংয়ের

দেশের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে প্রতিভা। আরও একবার এই কথাই প্রমাণ করল মধ্য়প্রদেশের বছর উনিশের অ্যাথলিট রামেশ্বর গুরজর। তাঁর খালি পায়ে ১১ সেকেন্ডে ১০০ মিটারের দৌড়ের ভিডিও এখন ভাইরাল।

author-image
IE Bangla Web Desk
New Update
Barefoot 19-year-old Indian sprinter goes viral, Kiren Rijiju promises training in athletics academy

খালি পায়ে ১১ সেকেন্ডে ১০০ মিটার! গতিতে অবাক খোদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, প্রতিশ্রুতি ট্রেনিংয়ের

দেশের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে প্রতিভা। একথা দিনের আলোর মতোই স্পষ্ট। ট্য়ালেন্টের অভাব নেই ভারতে। আরও একবার এই কথাই প্রমাণ করল মধ্য়প্রদেশের বছর উনিশের অ্যাথলিট রামেশ্বর গুরজর। তাঁর খালি পায়ে ১১ সেকেন্ডে ১০০ মিটারের দৌড়ের ভিডিও এখন ভাইরাল।

Advertisment

 

গুজরারে দৌড় মন জয় করে নিয়েছে দেশবাসীর। এমনকী তাঁর গতিতে অবাক খোদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। তিনি জানিয়ে দিলেন যে, এই ছেলেকে তিনি অ্যাথলেটিকস অ্যাকাডেমিতে ট্রেনিংয়ের ব্য়বস্থা করে দেবেন।

আরও পড়ুন: টিম ইন্ডিয়া কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়: মনোজ তিওয়ারি

স্থানীয় মিডিয়ার রিপোর্ট বলছে গুজরার মধ্য়প্রদেশে শিবপুরি জেলার বাসিন্দা। যদিও গুরজারের এই দৌড়ের কোনও সরকারি নথি নেই। ভিডিও-র দৈর্ঘ্য় দেখেই মনে করা হচ্ছে যে, ১১ সেকেন্ডেই সে ১০০ মিটার শেষ করেছে। তাঁর দৌড়ে মুগ্ধ হয়েছেন সবাই।

রিজিজুর দৃষ্টি আকর্ষণ করেছিলেন মধ্য়প্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি ভিডিও-টি টুইটারে শেয়ার করে রিজিজুকে আবেদন করেন গুরজরের ব্য়াপারে। শিবরাজ সিং লিখেছিলেন," ভারতে প্রচুর ট্য়ালেন্ট রয়েছে। শুধু সঠিক সুযোগ আর সঠিক প্ল্য়াটফর্ম দরকার তাদের। আগামী দিনেই এরাই দেশের হয়ে ইতিহাস লিখবে।"  শিবরাজের টুইটের মিনিটখানেকের মধ্য়েই রিজিজু টুইট করেন।

১০০ মিটারের জাতীয় রেকর্ড রয়েছে অমিয় মল্লিকের। ১০.২৬ সেকেন্ডে ল্য়াপ শেষ করেছিলেন তিনি। আর বিশ্বরেকর্ড রয়েছে গতির কিংবদন্তি উসেইন বোল্টের। তিনি ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করেন।

Advertisment