/indian-express-bangla/media/media_files/2024/12/05/NYhZJsCM7Tuk9oPxxpwQ.jpg)
Syed Mushtaq Ali Trophy Baroda vs Punjab: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অপ্রতিরোধ্য বরোদা (সৈয়দ মুস্তাক আলি ট্রফি ইনস্টাগ্রাম)
Highest T20 team scores, Syed Mushtaq Ali Trophy, Baroda vs Sikkim: সর্বোচ্চ টি২০ স্কোর গড়ল বরোদা। ৫ উইকেটে তারা ৩৪৯ রান তুলল। যা টি২০-র ইতিহাসে রেকর্ড। বৃহস্পতিবার ইন্দোরে বরোদা এই বিশ্বরেকর্ড গড়ল। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সিকিমের বিরুদ্ধে ম্যাচে ২০ ওভারে ওই রান তুলেছেন বরোদার ব্যাটাররা।
এর আগে চলতি বছরের (২০২৪ সাল) অক্টোবরে জিম্বাবুয়ে টি২০-তে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল। সেই রেকর্ডই ভেঙে দিল বরোদা। জিম্বাবুয়ে ৪ উইকেটে ৩৪৪ রান তুলেছিল গাম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে। বরোদার ইতিহাস তৈরির আগে সেটাই ছিল ২০-র এক ইনিংসে সর্বোচ্চ রান।
তার আগে নেপাল, এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ম্যাচে টি২০ ফরম্যাটের এক ইনিংসে ৩১৪ রান করেছিল। জিম্বাবুয়ের রেকর্ড তৈরির আগে সেটাই ছিল টি২০-র এক ইনিংসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। নেপাল ওই রান তুলেছিল গত বছর, ২০২৩ সালে। এবছরের ১২ অক্টোবর, হায়দরাবাদে দ্বিপাক্ষিক টি২০ সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ৬ উইকেটে ২৯৭ রান করেছিল। যা টি২০ ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক স্কোর।
আরও পড়ুন: ২৪ ঘন্টা আগেই প্ৰথম ১১ ফাঁস অস্ট্রেলিয়ার! ভারতের আতঙ্ক বাড়াতে নেওয়া হল এই স্পিডস্টারকে
পাশাপাশি, এটাই টি২০ ক্রিকেটে এক ইনিংসে ভারতের সর্বোচ্চ রান। বৃহস্পতিবার বরোদা আইপিএলের বাইরে প্রথম ঘরোয়া দল হিসেবে টি২০ ক্রিকেটের পাওয়ার প্লে-তে ১০০ রান করল। গাম্বিয়ার বিরুদ্ধে জিম্বাবুয়ে এক ওভারে করেছিল ২৭ রান। তাকেও টেক্কা দিয়ে গেল বরোদা।
টি২০ ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও বরোদাই গড়ল। তারা এক ওভারে তুলল ৩৭ রান। জিম্বাবুয়ে যে রেকর্ডটি গড়েছিল, সেটা টি২০ বিশ্বকাপের উপ-আঞ্চলিক আফ্রিকা কোয়ালিফায়ারের গ্রুপ বি-এর ম্যাচে। আর নেপাল যে বিশাল রানের রেকর্ড তৈরি করেছিল, সেটা হাংঝু এশিয়ান গেমসে।
ভারত ১২ অক্টোবর যে বিশাল রানের রেকর্ড বাংলাদেশের বিরুদ্ধে গড়েছিল, সেটা ছিল সিরিজের তৃতীয় টি২০। ওই ম্যাচ স্বভাবত ভারতই জিতেছিল। শুধু ম্যাচ জেতাই নয়। ভারত ওই সিরিজও ৩-০ ব্যবধানে জিতে নিয়েছিল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us