যৌন নিগ্রহের অভিযোগে চাকরি গেল কোচ অতুল বেদাদের

ভারতের হয়ে ১৩টি ওয়ান-ডে ম্যাচ খেলেছিলেন মারকুটে ব্যাটিংয়ের জন্য প্রসিদ্ধ বেদাদে। ভারতীয় দলে তাঁর কেরিয়ার অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি।

ভারতের হয়ে ১৩টি ওয়ান-ডে ম্যাচ খেলেছিলেন মারকুটে ব্যাটিংয়ের জন্য প্রসিদ্ধ বেদাদে। ভারতীয় দলে তাঁর কেরিয়ার অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

প্লেয়ারদের যৌন নিগ্রহ, গালিগালাজ, নোংরা মন্তব্য ইত্যাদি একগুচ্ছ অভিযোগে চাকরি গেল বরোদা মহিলা ক্রিকেট দলের কোচ অতুল বেদাদের। মারকাটারি ব্যাটিংয়ের জন্য একসময় বিখ্যাত হয়ে-ওঠা সেই অতুল বেদাদে, যিনি নয়ের দশকে সানগ্রেস মফতলালের হয়ে শচীন-কাম্বলির সঙ্গে একই টিমে খেলতেন, যিনি ভারতের হয়ে সে সময় ১৩টি ওয়ান-ডে ম্যাচও খেলেছিলেন।

Advertisment

বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে এক বিবৃতিতে অতুল বেদাদের অপসারণের খবর জানিয়ে বলা হয়েছে, "ক্রিকেটারদের শারীরিক গঠন নিয়ে কুমন্তব্য করা, অশ্রাব্য ভাষায় প্লেয়ারদের গালিগালাজ করা, তাদের সঙ্গে চূড়ান্ত অসংবেদনশীল আচরণের মতো গুরুতর অভিযোগ ছিল অতুল বেদাদের বিরুদ্ধে।"

Advertisment

প্রসঙ্গত, ২০১৯-২০ সালে বরোদা মহিলা ক্রিকেট দলের কোচিংয়ের দায়িত্ব পান বেদাদে। কিছুদিন পর থেকেই তাঁর বিরুদ্ধে উঠতে থাকে প্লেয়ারদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। জানা যাচ্ছে, মহিলা ক্রিকেট দলের একাধিক প্লেয়ার এবং তাঁদের পরিবারের তরফে কোচ বেদাদের বিরুদ্ধে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে বহু অভিযোগ জমা পড়ে। তারপরেই বেদাদেকে কোচের পদ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ভারতের হয়ে ১৩টি ওয়ান-ডে ম্যাচ খেলেছিলেন মারকুটে ব্যাটিংয়ের জন্য প্রসিদ্ধ বেদাদে। ভারতীয় দলে তাঁর কেরিয়ার অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। অবসরের পর আম্পায়ারিং এবং কোচিংয়ে মন দেন বেদাদে।