Basit Ali on Tilak Varma: আজহারউদ্দিনের সঙ্গে সাক্ষাৎকারে উঠেছিল তিলকের নাম, শনিবারের ইনিংস দেখে মুখ খুললেন পাক কিংবদন্তি

India vs England 2nd t20I: শনিবার দুরন্ত ইনিংস উপহার দিয়েছেন তিলক ভার্মা। এবার তারকা ভারতীয়র প্রশংসায় পঞ্চমুখ হলেন বাসিত আলি। জানিয়ে দিলেন, কী বলেছিলেন আজহারউদ্দিন।

India vs England 2nd t20I: শনিবার দুরন্ত ইনিংস উপহার দিয়েছেন তিলক ভার্মা। এবার তারকা ভারতীয়র প্রশংসায় পঞ্চমুখ হলেন বাসিত আলি। জানিয়ে দিলেন, কী বলেছিলেন আজহারউদ্দিন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Tilak Varma 2: তিলক ভার্মা

Tilak Varma 2: তিলক ভার্মা। Photograph: (ছবি- বিসিসিআই)

Basit Ali on Tilak Varma: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে তিলক ভার্মা নিজের জাত চিনিয়ে দিয়েছেন। কঠিন পরিস্থিতিতে নিজের সর্বোচ্চ গেম সচেতনতার স্বাক্ষর দিয়েছেন দুর্ধর্ষ ইনিংসে। বিপজ্জনক পরিস্থিতিতে দুনিয়ার অন্যতম সেরা পেস আক্রমণের বিপক্ষে ঠান্ডা মাথায় দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন।

Advertisment

সম্পূর্ণ ভিন্ন পরিবেশে কোন বোলারকে রানের জন্য টার্গেট করা সম্ভব, কোন বোলারকেই বা সতর্ক হয়ে খেলতে হবে- তা বুঝিয়ে দিয়েছেন দুর্ধর্ষ ইনিংসের মাধ্যমে। দক্ষিণ আফ্রিকায় পরপর বিস্ফোরক ইনিংস খেলে আগেই নজর কেড়েছিলেন। এবার শনিবার চিপক চেনাল অন্য তিলক ভার্মাকে।

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলির বারবার মনে পড়ছে মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে কথোপকথনের অংশ। বাসিত আলি নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, "আমি যখন মহম্মদ আজহারউদ্দিনের সাক্ষাৎকার নিয়েছিলাম, ও তিলকের নাম নিয়েছিল। সেই সময় তিলককে প্রায় কেউ চিনতই না। আইপিএলে খেলত ও। আজহার আমাকে বলেছিল, 'তিলক ভার্মা রয়েছে। ওঁর ওপর নজর রেখো। দুনিয়া একনম্বরি তো তিলক তিন নম্বরি। আপনি হয়ত আমাকে জিজ্ঞাসা করবেন, কেন আমি এমন বলছি? কারণ ও তিন নম্বরে নামার পর থেকেই একইভাবে পারফর্ম করে চলেছে।"

Advertisment

তিলক ভার্মা অল-ফরম্যাট প্লেয়ার

২০২২-এ তিলক ভার্মার আইপিএলে আত্মপ্রকাশ ঘটে। প্রথমবার দেখাতেই প্রভাবিত হয়েছিলেন মুম্বইয়ের কিংবদন্তি রোহিত শর্মা। তখনই তিনি তিলককে সমস্ত ফরম্যাটে খেলার উপযুক্ত বলে দাগিয়ে দিয়েছিলেন।

রোহিত বলেছিলেন, "এরকম ঠান্ডা মাথা পাওয়া মোটেও সহজ নয়। আমার মতে, শীঘ্রই ও ভারতের হয়ে অল-ফরম্যাট প্লেয়ার হতে চলেছে। দুরন্ত টেকনিকের পাশাপাশি টেম্পারমেন্টও রয়েছে ওঁর। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটের জন্য যা ভীষণ জরুরি। ওঁর ভবিষ্যৎ উজ্জ্বল।"

পাশাপাশি রোহিতের সংযোজন ছিল, "সাফল্যের জন্য, আরও উন্নতির জন্য, ম্যাচ ফিনিশ করার জন্য ওঁর খিদে ওঁর সঙ্গে কথা বললেই বোঝা যায়। ও একদম সঠিক পথে এগোচ্ছে। দেখতে হবে ও আরও কীভাবে উন্নতি করে, ক্রিকেটার হিসেবে, ব্যক্তি হিসেবে- আরও কীভাবে উন্নতি করতে পারে।"

Indian Cricket Team Team-India Team India Tilak Varma