Advertisment

অবসরের পরে জার্মানির কোচিং স্টাফ হচ্ছেন সোয়েনস্টাইগার?

ক্লাব পর্যায়ে সম্প্রতি অবসর নিলেও জাতীয় দল থেকে অবশ্য অনেক আগেই অবসর নিয়েছিলেন তিনি। ২০১৬ সালে অবসর নেন। জার্মানির জার্সিতে খেলেছেন ১২১টি ম্যাচ।

author-image
IE Bangla Web Desk
New Update
Bastian Schweinsteiger

জার্মানির কোচিং স্টাফে যোগ দিচ্ছেন সোয়েনস্টাইগার (টুইটার)

মঙ্গলবারেই অবসর নিয়েছিলেন কিংবদন্তি জার্মান ফুটবলার বাস্তিয়ান সোয়েনস্টাইগার। তারপরেই তারকা ফুটবলারকে কোচিং স্টাফ হিসেবে জাতীয় দলে যোগ দেওয়ার আহ্বান জানালেন জাতীয় দলের কোচ জোয়াকিম লো। মঙ্গলবার সোয়েনস্টাইগার জানিয়ে দিয়েছিলেন, চলতি মরশুমের শেষেই বুটজোড়া তুলে রাখবেন তিনি। টুইটারে লিখেছিলেন, "সক্রিয় ফুটবলার হিসেবে ফুটবলকে বিদায় জানানোয় কিঞ্চিৎ নস্ট্যালজিক লাগছে। এরপরে যে উত্তেজক চ্যালেঞ্জ রয়েছে, তার জন্য অপেক্ষা করছি।"

Advertisment

চলতি মেজর সকার লিগে নিজের দল চিকাগো ফায়ারকে প্লে অফে তুলতে ব্যর্থ হওয়ার পরেই সোয়াইনস্টাইগার নিজের অবসরের ঘোষণা করেন তিনি। তবে অবসরের আগেই জাতীয় দলের কোচ জোয়াকিম লো জানিয়ে দিয়েছিলেন জার্মানির জাতীয় দলের কোচিং স্টাফে অন্তর্ভূক্ত হওয়ার জন্য সোয়েনস্টাইগারকে স্বাগত। বুধবারেই প্রীতি ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামছে জার্মানি। তার আগে জোয়াকিম লো জানিয়েছিলেন, "আমাদের কোচিং স্টাফে সবসময় সোয়েনস্টাইগারের জন্য জায়গা রয়েছে। যদিও আমরা জানি না, সোয়েনস্টাইগারের ভবিষ্যৎ পরিকল্পনা কী রয়েছে।"

আরও পড়ুন FIFA Football World Cup 2018: কাজান বলল বিদায় জার্মানি

সেই সঙ্গে লো-র সংযোজন, "যাঁরা জাতীয় দলের হয়ে খেলেছেন, এবং ভবিষ্যতে কোচ হতে ইচ্ছুক, তাঁরাই জাতীয় দলে আসতে পারেন। এসে কোচিংয়ের স্বাদ নিতে পারেন।" ঘটনাচক্রে, অবসরের পরে সোয়েনস্টাইগারের জাতীয় দলের সতীর্থ মিরোস্লাভ ক্লোজেও সংক্ষিপ্ত সময়ের জন্য জার্মানির কোচিং স্টাফের সদস্য হয়েছিলেন। ক্লাব পর্যায়ে সম্প্রতি অবসর নিলেও জাতীয় দল থেকে অবশ্য অনেক আগেই অবসর নিয়েছিলেন তিনি। ২০১৬ সালে অবসর নেন। জার্মানির জার্সিতে খেলেছেন ১২১টি ম্যাচ।

আরও পড়ুন FIFA World Cup 2018: তারকা নয়, ছকেই আস্থা রাখেন জার্মানির কোচ জোয়াকিম লো

এমন ফুটবলারকেই লো বলেছেন জার্মানির ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। "সোয়েনস্টাইগারের ম্য়াচ জেতার উদগ্র বাসনা প্রত্যেকেই অনুভব করতে পারত। খুব ভাল ফুটবলার হওয়ার পাশাপাশি একজন বড়মাপের মানুষও সোয়েনস্টাইগার।"

Football Germany
Advertisment