বিশ্বকাপের পরেই অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনি! একথা প্রায় দিনের আলোর মতোই পরিস্কার এখন। বাইশ গজের মহোৎসব শুরুর আগেই অনুমান পাওয়া গিয়েছিল যে, বিশ্বকাপের পরেই ব্য়াট-গ্লাভস তুলে রাখবেন দেশের সর্বকালের সেরা অধিনায়ক। ধোনি যে অবসর নিতে চলেছেন তার স্পষ্ট ইঙ্গিত রয়েছে এমএসডি-র ব্য়াটেই।
চলতি বিশ্বকাপে ধোনি এমন এক দৃষ্টান্ত রেখেছেন যা শুনলে তাঁর প্রতি আপনার সম্মান বেড়ে যাবে বহুগুণে। ফের একবার বুঝতে পারবেন যে, একটা মানুষ মাটিতে পা রেখেই ছুঁয়েছেন আকাশ। বিশ্বের তাবড় ধনী অ্যাথলিটদের তালিকাতে থাকা মানুষটা ভোলেননি তাঁর জীবনের লড়াইয়ের দিনগুলি। সম্ভবত এটাই মাহি!
আরও পড়ুন: আপনার অনেক কথা শুনেছি, এবার মুখটা বন্ধ রাখুন, মঞ্জরেকরকে বললেন জাদেজা
ধোনিকে চলতি বিশ্বকাপে একাধিক ব্র্যান্ডের ক্রিকেট ব্য়াটে খেলতে দেখা গিয়েছে। সচারচর কোনও ক্রিকেটার এভাবে টুর্নামেন্টে একেক ব্র্যান্ডের ব্য়াটে খেলেন না। কারণ ব্য়াট প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে ক্রিকেটারদের আর্থিক চুক্তি থাকে। ফলে তাঁরা কোনও নির্দিষ্ট একটি ব্র্যান্ডের ব্য়াটেই খেলেন। বিশ্বকাপে ধোনি ভারতের হয়ে সাতটি ম্য়াচেই খেলেছেন। খেয়াল করলে দেখা যাবে যে, ধোনি এসজি-র ব্য়াটে বিশ্বকাপ শুরু করে এখন 'ভ্য়াম্পায়র'-এ খেলছেন। যেটি বানায় বিএএস কোম্পানি। ধোনির বন্ধু ও ম্য়ানেজার অরুণ পাণ্ডে জানিয়েছেন যে, এই ব্র্যান্ডগুলির ব্য়াট ব্য়বহার করার জন্য় ধোনি একটি পয়সাও নিচ্ছেন না। কারণ দেশের বিশ্বকাপ জয়ী অধিনায়কের ক্রিকেট কেরিয়ারের শুরুর দিকে এই কোম্পানিগুলি বিভিন্ন ভাবে তাঁর পাশে এসে দাঁড়িয়েছিল। ধোনি কৃতজ্ঞতাস্বরূপ তাদের থেকে কোনও টাকা না-নিয়ে এভাবেই ধন্য়বাদ জানাচ্ছেন।
মুম্বই মিরর-এ দেওয়া এক সাক্ষাৎকারে অরুণ বলেছেন, "এটা ঠিকই যে চলতি বিশ্বকাপে ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের ব্য়াটেই ধোনি খেলছে। কিন্তু ধোনি তার জন্য় কোনও টাকা নিচ্ছে না। ধোনি তাদেরকে ধন্য়বাদ জানাতে চায় কেরিয়ারের বিভিন্ন সময় পাশে থাকার জন্য়। ধোনির আর টাকার প্রয়োজন নেই। ওর যথেষ্ট টাকা আছে। দেখতে গেলে ফেলে আসা দিন ভুল যাননি ধোনি। বিএএস আর এসজি একেবারে ওর কেরিয়ারের শুরুর দিন থেকে আছে।"