Advertisment

রাতারাতি 'বন্ধু' থেকে 'শত্রু'! বিশ্বজয়ী মার্টিনেজকে টপকেই এবার চ্যাম্পিয়ন্স লিগে গোল করতে হবে মেসিকে

চ্যাম্পিয়ন্স লিগে এবার মেসির গোল বাঁচাতে হবে মার্টিনেজকে, কে শেষ হাসি হাসবেন

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিশ্বকাপ শেষ। দুনিয়ার সেরা ট্রফি মেসির হাতে তুলে দিয়েছেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। গোটা টুর্নামেন্টের সেরার সেরা গোলকিপার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সোমবারেই নতুন ট্যাটু করেছেন মার্টিনেজ। যে ট্যাটুতে খোদাই করেছেন ইতিহাসে পৌঁছে যাওয়া ফাইনালের শেষ লগ্নে কোলো মুয়ানীর দুরন্ত শট বাঁচানোর সেই দৃশ্য।

Advertisment

মেসিকে কেরিয়ারের সেরা সম্মান উপহার দিলেও এবার চ্যাম্পিয়ন্স লিগে মেসির সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেন এমি মার্টিনেজ। এমনটাই বলা হচ্ছে, ব্রিটিশ প্রচারমাধ্যম দ্যা সান-এর প্রতিবেদনে। সবকিছু ঠিকঠাক থাকলে ফাইনালে টাইব্রেকারের হিরো মার্টিনেজ শীঘ্রই গায়ে চাপাতে পারেন বায়ার্ন মিউনিখ জার্সি। এমনই সম্ভবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে স্বপ্নভঙ্গ! রূপান্তরকামী বান্ধবীর সঙ্গে বিচ্ছেদে এবার হৃদয় ভাঙল এমবাপের

ম্যানুয়েল নয়ার স্কি করতে গিয়ে পা ভেঙে আপাতত বেশ কয়েক সপ্তাহ খেলতে পারবেন না। এর মধ্যেই বায়ার্ন নয়ারের বিকল্প হিসেবে টার্গেট করেছে মরক্কো গোলকিপার ইয়াসিন বনু অথবা কোস্টারিকার কেলর নাভাসকে। তবে দুজনকে না পাওয়া গেলে বায়ার্নের নজরে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন।

আস্টন ভিলার সঙ্গে ২০২৭-এর মাঝামাঝি পর্যন্ত চুক্তি রয়েছে এমি মার্তিনেজের। তবে বিশ্বকাপে দুর্ধর্ষ খেললেও ভিলা ম্যানেজার উনাই এমেরি মার্টিনেজকে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় বিক্রি করে দিতে চাইছেন। অন্যদিকে, মার্টিনেজ নিজেও চ্যাম্পিয়ন্স লিগের কোনও ক্লাবে সই করতে ইচ্ছুক। এমনটাই জানিয়েছেন তাঁর এজেন্ট গুস্তাভো গনি। বর্তমানে মাত্র ১৭ মিলিয়ন ইউরোয় আস্টন ভিলায় খেলছেন আর্জেন্টিনীয় সুপারস্টার। তবে বিশ্বকাপে হিরোগিরি দেখানোর পর আকাশছোঁয়া দর পেতে পারেন তিনি।

আরও পড়ুন: মেসিকে গোল্ডেন বল দেওয়ায় কি ভুল হল ফিফার! বিষ্ফোরক মন্তব্যে বিতর্কের আগুন রোনাল্ডোর

আর বায়ার্নে সই করলেই মেসিকে রোখার দায়িত্ব পড়বে তাঁর ওপর। চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালে পিএসজির সঙ্গে ফেব্রুয়ারিতে খেলা রয়েছে বায়ার্ন মিউনিখের। সেই ম্যাচে জার্মান চ্যাম্পিয়ন ক্লাবের হয়ে যে খেলতে পারবেন না নয়ার, তা একপ্রকার পাকা। বায়ার্ন জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই এমি মার্তিনেজকে সই করিয়ে চ্যাম্পিয়ন্স লিগে মেসি-নেইমার-এমবাপেকে আটকাতে নামিয়ে দিতে পারে।

কয়েকদিন আগেই মেসির সঙ্গে শলা-পরামর্শ করেছেন। রুখে দিয়েছেন দুনিয়ার সেরা সেরা দলকে। এবার মেসিকে আটকাতে হবে তাঁকেই। মেসির দোসর হিসাবে থাকবেন আবার এমবাপে। যিনি এই মুহূর্তে মার্টিনেজের চক্ষুশূল। দেশের জার্সি ছাড়তেই আচমকা কীরকম সব বদলে গেল!

Champions League Bayern Munich Lionel Messi Argentina PSG
Advertisment