Advertisment

১টি বৈধ বলেই তুললেন ১৬! ব্যাটে আগুন ঝরিয়ে বিরাট কীর্তি স্টিভ স্মিথের, দেখুন ভিডিও

অনবদ্য নজিরের সাক্ষী থাকল বিশ্ব ক্রিকেট, দেখুন ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কেরিয়ারের সোনালি ছন্দে রয়েছেন স্টিভ স্মিথ। বিগ ব্যাশ লিগে টানা দুই ম্যাচে শতরান হাঁকিয়েছেন। সোমবার আবার সিডনি সিক্সর্সের জার্সিতে নতুন নজির গড়লেন হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে। ১ বলে ১৬ রান করে যান তিনি।

Advertisment

বোলার ছিলেন জোয়েল প্যারিস। দ্বিতীয় ওভারের তৃতীয় বল সোজা হাঁটু গেড়ে স্ট্যান্ডে ফেলে দেন তিনি। ওভারস্টেপিংয়ের জন্য আম্পায়ার সেই বলে নো ডাকেন। পরের বল ছিল ফ্রি হিট। তবে সেই বল লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে ওয়াইড তো বটেই সরাসরি বাউন্ডারি হয়ে যায়। যাতে সিডনির মোট রানে আরও পাঁচ রান যোগ হয়। পরের বল ছিল আইনত বৈধ। যা স্মিথ বাউন্ডারি হাঁকিয়ে দেন। এভাবেই এক বলে ১৬ রান দলকে তুলতে সাহায্য করেন স্মিথ।

স্মিথ সবমিলিয়ে ৩৩ বলে ৬৬ রান করে যান। দলকে স্কোরবোর্ডে ১৮০ রান তুলতে সাহায্য করেন। সেই রান তাড়া করতে নেমে হ্যারিকেন্স বাহিনী ১৫৬-এর বেশি তুলতে পারেনি। ২৪ রানে জয় পায় স্মিথের সিডনি।

চলতি মাসের শুরুতেই বিবিএলে ৬৬ বলে ১২৫ হাঁকিয়েছিলেন। বিগ ব্যাশ লিগের ইতিহাসে যা পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। কফস হারবারেও এডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে শতরান করে যান পরের ম্যাচেই।

ঘটনা হল, পরপর দুই ম্যাচেই স্মিথ শতরান পূর্ণ করেন ছক্কা হাঁকিয়ে। এডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে তিন অঙ্কের রানে পৌঁছন মাত্র ৫৬ বলে। তাঁর ব্যাট থেকে বেরোয় পাঁচ বাউন্ডারি, সাত ছক্কা। শনিবার সিডনি থান্ডার্সের বিপক্ষে তিনি ৬৬ বলে ১২৫ করেন পাঁচ বাউন্ডারি, নয় ওভার বাউন্ডারির সাহায্যে।

Read the full article in ENGLISH

Cricket Australia Steve Smith
Advertisment