ক্রিকেট বিজ্ঞাপনে এবার যুগান্তকারী পদক্ষেপ। আম্পায়ারের শার্টের বগলের অংশে এবার সুগন্ধীর বিজ্ঞাপন দেখা যাবে। যে কোনো ক্রিকেটে নয়, বিগ ব্যাশ লিগে অভিনব ভাবনার এই উদ্ভাবন সাড়া ফেলে দিল ক্রিকেট মহলে। বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে রীতিমত প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনটা জানিয়ে দেওয়া হল।
সেই বিজ্ঞপ্তিতে জানানো সুগন্ধী নির্মাতা রোক্সেনার তরফে জানানো হয়েছে, ঘন্টার পর ঘন্টা আম্পায়াররা যেভাবে দাঁড়িয়ে থাকে, তা থেকে দুর্গন্ধের শিকার হতে পারেন তাঁরা। তা থেকে বাঁচাতেই অভিনব এই উদ্যোগ।
আরো পড়ুন: ক্রিকেট কেরিয়ারে ‘পর্দা নামালেন’, বাইশ গজে আর দেখা যাবে না পার্থিবকে
কিছুদিন আগেই ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে জোট বেঁধেছে সুগন্ধী নির্মাণকারী সংস্থা রোক্সেনা। সেই পার্টনারশিপেরই অন্যতম বিজ্ঞাপনী প্রচারের অংশ বগলে সুগন্ধীর দৃশ্যমান কর তোলা।
ব্যাটসম্যানরা যখন ছক্কা হাঁকাবে, বোলারের আউটের আবেদনে সাড়া দেওয়া, লেগ বাই এবং বাই-য়ের ক্ষেত্রে আম্পায়াররা হাত তুলে সিগন্যাল দেন। তখনই বগলে দেখা যাবে সুগন্ধী কোম্পানির লোগো।
এর আগে কখনো এমনি অভিনব বিজ্ঞাপন দেখা যায়নি। বাইশগজে একাধিকভাবে বিজ্ঞাপনী প্রচার করা হয়। বাউন্ডারি লাইনে, স্টেডিয়ামে হোর্ডিংয়ে, ক্রিকেটারদের জার্সিতে। তবে সেই সব জমানা অতীত। এবার আম্পায়ারের বগলে বিজ্ঞাপনের চিন্তায় কয়েক কদম এগিয়ে যে গেল সংশ্লিষ্ট সংস্থা, তা আর বলার অপেক্ষা রাখে না। বিবিএলের পর আইপিএলেও কি দেখা যাবে এই দৃশ্য, সেটাই এখন দেখার।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন