বড় রকমের বিপাকে পড়তে চলেছেন শাকিব আল হাসান। বাংলাদেশর ক্য়াপ্টেন ও স্টার অলরাউন্ডারের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শাকিব বিসিবি-র চুক্তি না মেনেই গত ২২ অক্টোবর টেলিকম কোম্পানি গ্রামীণফোনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। বাংলাদেশের সেন্ট্রাল কনট্রাক্টের চুক্তি বিরোধী কাজ করার জন্য়ই শাকিবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে সেদেশের বোর্ড।
আরও পড়ুন-‘আমি তোমার নম্বর ডিলিট করে দেব’, মেহদি হাসানকে চেঁচিয়ে বললেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান
ক্রিকবাজে যে রিপোর্ট বেরিয়েছে সেখানে তাঁরা বাংলাদেশের দৈনিক কালের কণ্ঠকে উদ্ধৃত করেছে। সেখানে নাজমুল বলছেন, “শাকিব টেলিকম সংস্থার সঙ্গে এই চুক্তি করতে পারে না। সে কেন তা পারে না তার উল্লেখ ওর সঙ্গে আমাদের চুক্তিপত্রে লেখা রয়েছে। রবি (টেলিকম সংস্থা) আমাদের টাইটেল স্পনসর। গ্রামীণফোন কখনই আমাদের স্পনসরশিপের জন্য় দরপত্র জমা দেয়নি। উল্টে তারা আমাদের কয়েকজন ক্রিকেটারকে কোটি কোটি টাকা দিচ্ছে। এর ফলে বোর্ডের শেষ তিন বছরে টিকে ৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা শাকিবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছি”। সামনেই বাংলাদশের ভারত সফর। তার আগে এই খবর নিঃসন্দেহে চাপে রাখবে শাকিবকে।
দেখে নেওয়া যাক ভারত-বাংলাদেশের কবে আর কোথায় কোথায় ম্য়াচ
তিন ম্যাচের টি-২০ সিরিজ
৩ নভেম্বর (রবিবার): প্রথম টি-২০, দিল্লি, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম
৭ নভেম্বর (বৃহস্পতিবার): দ্বিতীয় টি-২০, রাজকোট, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
১০ নভেম্বর (রবিবার): তৃতীয় টি-২০, নাগপুর, বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
দু’ম্য়াচের টেস্ট সিরিজ
১৪ নভেম্বর (বৃহস্পতিবার): প্রথম টেস্ট, ইন্দোর, হোলকার স্টেডিয়াম
২২ নভেম্বর (শুক্রবার): দ্বিতীয় টেস্ট, কলকাতা, ইডেন গার্ডেন্স
বাংলাদেশ ফিরে যাওয়ার পর ভারতে খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্য়াচের টি-২০ ও ওয়ান-ডে সিরিজ খেলবে দুই দল।
Read full story in English