Advertisment

Bangladesh Cricket Prize Money: বিশ্বকাপের প্রাইজমানি দেওয়াই হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের! বিস্ফোরক অভিযোগে তোলপাড় 'স্বাধীন দেশ'

Bangladesh Cricket Board: বাংলাদেশকে কেন দেওয়া হল না বিশ্বকাপের পুরস্কার মূল্য, তোলপাড় টাইগার শিবির

author-image
IE Bangla Sports Desk
New Update
Bangladesh Cricket Board, Prize Money, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, পুরস্কারের অর্থ,

Bangladesh Cricket Board-Prize Money: বাংলাদেশ ক্রিকেট টিম বর্তমানে পাকিস্তান সফরে। (ছবি-টুইটার)

Bangladesh Cricket Board (BCB) Prize Money: গতবছর আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপের পুরস্কার অর্থ দেওয়া নিয়ে দেরির অভিযোগকে ঘিরে বিবৃতি দিয়ে গর্জে উঠল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের খেলোয়াড়দেরকে ম্যাচের অর্থ দিতে দেরি করা নিয়ে অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। গতবছর এই বিশ্বকাপ ভারতে আয়োজন করেছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে শেষ পর্যন্ত জয়ী হয়।

Advertisment

বিসিবি পরামর্শদাতা তথা বাংলাদেশ ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবব্রত পাল গোটা ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একহাত নিয়েছেন। তাঁর অভিযোগ, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের হাতে সময়মতো অর্থ পৌঁছে দেয়নি বিসিবি। যাতে ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই অভিযোগই অস্বীকার করেছে বিসিবি। তারা জানিয়েছে দেবব্রত পালের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

এই ব্যাপারে বিসিবি কর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক ক্ষেত্রেও অর্থ পেতে বিসিবির কোনও দেরি হয়নি। বিশ্বকাপের মত আইসিসি ইভেন্টে পুরস্কারের অর্থ, টুর্নামেন্ট শেষের কয়েক মাসের মধ্যেই বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডগুলোর হাতে চলে আসে। তবে, জটিল করব্যবস্থা এবং অর্থপ্রাপ্তির প্রক্রিয়াঘটিত দেরির জন্যই বিসিবির হাতে অর্থ পৌঁছতে সামান্য দেরি হয়েছিল। আর, সেই কারণে ২০২৩ সালে বিশ্বকাপ শেষের পরপরই বিসিবি বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের হাতে ম্যাচের অর্থ তুলে দিতে পারেনি।

এই ব্যাপারে বিসিবি তার সরকারি বার্তায় বলেছে, 'এই দেরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবহেলার জন্য হয়নি। যে কোনও আইসিসি ইভেন্টের অর্থ, তা শেষ হওয়ার কয়েক মাস পরে এসে পৌঁছয়। সেই জন্যই যেটুকু দেরি হয়েছে।' কর প্রক্রিয়ার মত গোটা সমস্যাটা মেটানোর জন্য বিসিবি ভারতের আন্তর্জাতিক আইনি সাহায্য প্রদানকারী সংস্থা দেলোত্তি হাসকিনস অ্যান্ড সেলস এলএলপি-কে দায়িত্ব দিয়েছিল। খেলোয়াড়দের অর্থ পেতে যাতে আর দেরি না হয়, তার যাবতীয় দায়িত্ব ওই সংস্থা নিয়েছিল।

বিসিবি জানিয়েছে, তাতে কাজ হয়েছে। আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই টুর্নামেন্টের অর্থ বিসিবির হাতে এসে পৌঁছবে। তার জন্য শেষ যে ধাপ, সেটাও সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই ব্যাপারে বিসিবি বলেছে, 'করব্যবস্থা এবং বাধ্যবাধকতার জন্য অর্থ পেতে দেরি হয়েছে। এই প্রশাসনিক বিষয়গুলোর সমস্যায় শুধু বিসিবিকেই নয়। সমস্ত ক্রিকেট বোর্ডকেই পড়তে হয়েছে। আমাদের বলা হয়েছে, গোটা প্রক্রিয়া সদ্য শেষ হয়েছে। আর, শীঘ্রই কয়েক সপ্তাহের মধ্যে সেই অর্থ বিসিবির অ্যাকাউন্টে জমাও হয়ে যাবে।'

এই সব বলার আগে বিসিবি জানিয়েছে, দেবব্রত পাল সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এনে বিসিবির কার্যপ্রণালীর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ব্যাপারে দেবব্রত পালের তীব্র নিন্দা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে, 'বিসিবি দৃঢ়ভাবে সংশ্লিষ্ট পরামর্শদাতার তোলা যাবতীয় অভিযোগ খারিজ করছে। আর, এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলার মত আচরণের তীব্র নিন্দা করছে। এই ধরনের ভিত্তিহীন অভিযোগ বিসিবির সামগ্রিক কর্মকাণ্ড এবং চেষ্টাকে অপমানিত করেছে।'

আরও পড়ুন- শ্রেয়স, শুভমান, রুতুরাজদের সঙ্গে ক্যাপ্টেন বাংলার তারকাও! দেশের তারকা খচিত টুর্নামেন্টে বড় ঘোষণা বোর্ডের

উল্লেখযোগ্য বিষয় হল, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা বর্তমানে পাকিস্তান সফর করছেন। তাঁরা সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন। এই টেস্ট সিরিজ ২০২৩-২৫ সালের মধ্যে হওয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ। ২১ আগস্ট রাওয়ালপিন্ডি থেকে এই সিরিজ শুরু হবে।

ICC Cricket World Cup Bangladesh Cricket Prize Bangladesh Cricket Team
Advertisment