করোনার জেরে ক্রিকেট খেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। এমন সময়ে মানবিক সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মহিলা ক্রিকেটারদের যাতে কোনোরকম আর্থিক সমস্যা না হয় সেই কারণে এককালীন ২০ হাজার টাকা (বাংলাদেশি) দেওয়া হচ্ছে দেশের মহিলা ক্রিকেটারদের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন নিজে একজন নির্বাচিত সাংসদ। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে অনেকেই আর্থিকভাবে সমস্যায় পড়েছেন। তাই আর্থিকভাবে মহিলা ক্রিকেটারদের সাহায্য করা হবে।
জানা গিয়েছে, ২০১৮-১৯ মরশুমে যাঁরা জাতীয় ক্রিকেট লিগে অংশ নিয়েছিলেন এবং ২০১৯-২০ মরশুমে বিসিবির নির্বাচিত ক্যাম্পে ছিলেন তাঁরাই কেবলমাত্র এই আর্থিক সাহায্য পাবেন।
নাজমুল হাসান পাপন এক বিবৃতিতে বলেন, "পুরুষ ক্রিকেটারদের মতো মহিলা ক্রিকেটাররাও ঘরোয়া ক্রিকেট লীগের দিকে তাকিয়ে থাকেন উপার্জনের জন্য। পাশাপাশি আমাদের ট্রেনিং ক্যাম্পও আয়োজন করা হয়েছিল যা করোনার জন্য ভেস্তে গিয়েছে।"
"জোর করে ক্রিকেটারদের ক্রিকেট খেলা থেকে দূরে থাকতে হচ্ছে। এই মুহূর্তে আমাদের উচিত ওদের পাশে দাঁড়ানো।" সংযোজন পাপনের। প্রত্যেক ক্রিকেটার পাবেন ২০ হাজার বাংলাদেশি টাকা, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১৭ হাজার টাকার একটু বেশি।
গত সপ্তাহেই দেশের পুরুষ ক্রিকেটারদের জন্য এককালীন আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। বিসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে যাঁরা রয়েছেন তাঁদের এককালীন ৩০ হাজার বাংলাদেশি টাকা দেওয়া হবে।
নাজমুল হাসান বলেছিলেন, "দেশের ক্রিকেট লিগ ও টুর্নামেন্ট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় যাঁরা কেন্দ্রীয় চুক্তির আওতায় নেই তাঁরা সমস্যায় পড়বেন। ক্লাব থেকে হয়তো পুরো পেমেন্টও মেলেনি তাঁদের। আমাদের সাহায্য সেই ক্রিকেটারদের জন্য।"
সূত্রের খবর বাংলাদেশের ৬০ জন ক্রিকেটার এতে উপকৃত হতে চলেছেন।