Advertisment

BCB to take action against Durbar Rajshahi: টাকা দিতে পারছে না বিপিএল ফ্র্যাঞ্চাইজি! হাস্যকরভাবে এবার চোখ রাঙানি BCB-র

BCB to take action against Durbar Rajshahi: দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে এবার আসরে নামল বিসিবি। কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ক্রিকেট বোর্ডের।

author-image
IE Bangla Sports Desk
New Update
BPL-Durbar Rajshahi: দুর্বার রাজশাহি

BPL-Durbar Rajshahi: দুর্বার রাজশাহি। Photograph: (ছবি সৌজন্যে- বিপিএল)

BCB to take action against Durbar Rajshahi: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ক্রিকেটারদের বেতন পরিশোধ নিয়ে সংক্রান্ত সমস্যার সমাধানে এবার এগিয়ে এল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের বারবার বেতন বকেয়া থাকা এবং একাধিকবার চেক বাউন্স হওয়ার ঘটনা বিসিবির নজরে এসেছে।

Advertisment

তারপরেই আসরে নামছে বিসিবি। সম্প্রতি, রাজশাহীর খেলোয়াড়রা বেতন না পাওয়ার কারণে অনুশীলনে আসতে অস্বীকার করেছিলেন। বিদেশি খেলোয়াড়রা রংপুর রাইডার্সের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নিতে চাননি জানান। ফলে, রাজশাহী সম্পূর্ণ দেশীয় ক্রিকেটারদের নিয়েই ম্যাচ খেলতে বাধ্য হয়েছিল।

এই ঘটনা পুরোপুরি বিপিএলের নিয়মের পরিপন্থী। নিয়ম অনুযায়ী প্রতিটি দলে কমপক্ষে দু-জন বিদেশি ক্রিকেটার থাকা বাধ্যতামূলক। এই নিয়ম লঙ্ঘন সত্ত্বেও ম্যাচটি অনুষ্ঠিত হয়। এবং দেশীয় তারকাদের নিয়েই জয়ী হয় রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।

বিসিবির এক কর্তা স্বীকার করেছেন যে, এই সমস্যার দায়িত্ব বোর্ডের উপরই বর্তায়। তিনি বলেন, "দিনের শেষে, অবশ্যই এটি বোর্ডের দায়িত্ব। আমরা বলতে পারি না যে অন্য কেউ এর জন্য দায়ী, তবে আমরা সবকিছু ভিন্নভাবে দেখতে পারতাম। যা ঘটেছে তা এখনও খুবই অপ্রত্যাশিত। তবে ভবিষ্যতে, এই ধরনের ঘটনা আর ঘটবে না, এটা আমরা নিশ্চিত করতে পারি।"

Advertisment

বিসিবি এখন দুর্বার রাজশাহীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে, কারণ ফ্র্যাঞ্চাইজিটি এখনও ক্রিকেটারদের পারিশ্রমিক তো বটেই, দলের হোটেল বিল পরিশোধে ব্যর্থ হয়েছে। বিসিবির আশা, এই পদক্ষেপের মাধ্যমে ভবিষ্যতে বিপিএলে এ ধরনের আর্থিক অনিয়ম রোধ করা যাবে এবং খেলোয়াড়দের প্রাপ্য পারিশ্রমিক সময়মতো নিশ্চিত করা হবে।

Bangladesh Cricket Cricket News Bangladesh Cricket Team Bangladesh Premier League (BPL)
Advertisment