/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/Team-India-1-1.jpg)
T20-Team India: জুনেই শুরু টি-২০ বিশ্বকাপ। (ছবি-টুইটার)
Afghanistan t20 series: আফগানিস্তান সিরিজের ভারতীয় দল থেকে শ্রেয়স আইয়ার বাদ পড়ায় বিস্মিত প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া। শ্রেয়স অস্ট্রেলিয়া সিরিজে দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। সেই খেলোয়াড়কে কীভাবে বিসিসিআই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে বাদ দিতে পারে? ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) টি২০ টিম সিলেকশন নিয়ে তাই রীতিমতো বিস্মিত চোপড়া। তিনি নির্বাচকদের উদ্দেশ্যে বেশ কিছু যুক্তিসঙ্গত প্রশ্ন ছুড়ে দিয়েছেন।
এমনিতে পরপর ম্যাচ, ব্যবস্থাপনার অব্যবস্থা, প্রধান খেলোয়াড়দের চোট, তাৎক্ষণিক বড় লক্ষ্যের জন্য একটি নির্দিষ্ট ফরম্যাটে ফোকাসের অভাব, নির্বাচনের ক্ষেত্রে অসঙ্গতি, গত কয়েক বছর ধরেই জাতীয় ক্রিকেটের ধারাবাহিক বৈশিষ্ট্য। সবটাইতেই যেন একটা অগোছালো ভাব। প্রতিবারই একটি নির্দিষ্ট ফরম্যাটের জন্য দল ঘোষণা করা হয়। কিছু খেলোয়াড়কে নেওয়া হয়। আবার, কারণ না-দেখিয়ে অনেক খেলোয়াড়কে বাদও দিয়ে দেওয়া হয়। এভাবেই আফগানিস্তান সিরিজেও দল নির্বাচন হয়েছে বলেই মনে করছেন আকাশ চোপড়া। ১১ জানুয়ারি থেকে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ। যার দল ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে।
২০২২-এর টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হারের পর আফগানিস্তান সিরিজেই প্রথম সংক্ষিপ্ততম ফরম্যাটে ফিরলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। পাশাপাশি, এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য হল শ্রেয়াস আইয়ারের ঘটনা। ডানহাতি শ্রেয়স গোটা ২০২৩-এ টি২০ দলে ছিলেন না। কিন্তু, ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজে শেষ দুটি ম্যাচে দলে অন্তর্ভুক্ত হন। তা-ও সহ-অধিনায়ক হিসেবে। বেঙ্গালুরুতে শেষ টি২০-তে শ্রেয়সের ৫৩ রানই তাঁর প্রথম একাদশে জায়গা নিশ্চিত করতে পারত। কিন্তু, তা হয়নি। আইয়ারকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য বাছাই করা হয়েছিল। কিন্তু, তিনি কোনও ম্যাচ পাননি।
Iyer was nominated as the Vice-Captain for the 5-match T20i series vs Australia. Was a part of the squad against SA too.
Now, finds no place in the team vs Afghanistan.
Dubey was in the squad vs Aus at home. Wasn’t picked for SA. Back in the team vs AFG.
Also, where is Ishan…— Aakash Chopra (@cricketaakash) January 8, 2024
এবার দেখা গেল আফগানিস্তান সিরিজেও শ্রেয়স দলের বাইরে। সেব্যাপারে আকাশ চোপড়া X (পূর্বতন টুইটার)-এ লিখেছেন, 'অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রেয়স আইয়ারকে সহ-অধিনায়ক করা হয়েছিল। দক্ষিণ আফ্রিকাতেও তিনি স্কোয়াডে ছিলেন। এখন, আফগানিস্তানের মত টিমের বিরুদ্ধে দলে তাঁর জায়গা নেই!'
আরও পড়ুন- ফ্রিতেই দেখা যাবে ভারত-আফগানিস্তান ব্লকবাস্টার টি২০ সিরিজ! কবে-কোথায়, জানুন বিস্তারিত
এমনিতে অভিযোগ যে লাল বলের ক্রিকেটে পেস এবং বাউন্সের বিরুদ্ধে আইয়ারের সমস্যাগুলো বেশ স্পষ্ট। কিন্তু, সেটা টি২০ টিম থেকে তাঁর বাদ যাওয়ার মানদণ্ড হতে পারে না। আইয়ারকে অন্তর্ভুক্ত না-করার একটি সুস্পষ্ট কারণ হল, রোহিত আর কোহলির প্রত্যাবর্তন। কারণ, রোহিত আর কোহলি প্রথম তিনে দুটি স্থান দখল করে রাখবেন। সেখানে টি২০ দলে আইয়ারের সুযোগ নেই। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ এবং সহ-অধিনায়ক হিসেবে আইয়ারকে বেছে নেওয়ার আগে নির্বাচকদের কি এই বিষয়ে চিন্তা করা উচিত ছিল না? প্রশ্ন আকাশ চোপড়ার।
আরও পড়ুন- কেরিয়ার ধ্বংস করার হুমকি দেন স্বয়ং মোদি! প্রাক্তন সুপারস্টারের এক স্বীকারোক্তিতেই ঝড়
এসবের পাশাপাশি, অধিনায়ক বাছাই নিয়ে চাপানউতোর টিম ইন্ডিয়ার কাছে আরেকটি উদ্বেগের বিষয়। কারণ, জুনিয়র ক্রিকেটারদের অধিনায়ক বা সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া ভারতীয় ক্রিকেটকে সত্যিই সাহায্য করেনি। টি-টোয়েন্টিতে রোহিতের ফেরার একটি বড় কারণ হল নেতার অভাব। হার্দিক পান্ডিয়ার চোট-আঘাত প্রবণতা এই অভাবকে আরও বাড়িয়ে তুলেছে।