Advertisment

Gautam Gambhir-BCCI: বেতন নিয়ে ব্যাপক দর কষাকষি জয় শাহ-গম্ভীরের! হেড কোচের নিয়োগ আর কত পিছোবে

BCCI to appoint new support staff: বাংলাদেশ সিরিজের পর ভারত অক্টোবরের ১৬ তারিখ থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলতে ব্যস্ত হয়ে পড়বে। এরপরে ভারত সাউথ আফ্রিকা উড়ে যাবে নভেম্বর ৮ থেকে ১৫ তারিখের মধ্যে চারটে টি২০ খেলার জন্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Rohit Sharma Virat Kohli and Jasprit Bumrah to not take part in Sri Lanka series

রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জাসপ্রিত বুমরাহ এই মাসের শেষের দিকে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় দলে থাকবেন না।

BCCI to rest Virat Kohli Jasprit Bumrah rohit Sharma from Sri Lanka series: জিম্বাবোয়ে সফর শেষেই ভারত যাবে শ্রীলঙ্কায়। তবে শ্রীলঙ্কা সফরেও বিরাট কোহলি, জসপ্রীত বুমরা এবং রোহিত শর্মা যাচ্ছেন না। ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে আগামী সেপ্টেম্বরে পুরোদস্তুর ঘরোয়া সিজন শুরুর আগে বোর্ড চাইছে দলের তিন রত্নকে যথাসম্ভব বিশ্রাম দিতে। ভারতের ঘরোয়া সিজনের সূচনা করবে বাংলাদেশ। ভারতে টাইগাররা দুটো টেস্ট, তিনটে টি২০ খেলবে।

Advertisment

২৭ জুলাই থেকে ৭ অগাস্টের মধ্যে ভারত শ্রীলঙ্কার বিপক্ষে তিনটে করে ওয়ানডে এবং টি২০ খেলবে। বিশ্বকাপের পরেই কোহলি এবং রোহিত টি২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। বুমরা যদিও জানিয়েছেন, তিনি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন। আগামী সপ্তাহেই নির্বাচক কমিটির সদস্যরা বৈঠকের পর শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা করবেন।

বোর্ডের এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, "সিনিয়র ক্রিকেটাররা আপাতত বিশ্রাম নিক। তারপর ঘরোয়া সিজনের জন্য প্রস্তুতি নিক। কোহলি, রোহিত এবং বুমরাকে বিশ্রাম দেওয়া হচ্ছে। সেপ্টেম্বরে বাংলাদেশ সিরিজের আগে তিনজন জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।"

বাংলাদেশ সিরিজের পর ভারত অক্টোবরের ১৬ তারিখ থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলতে ব্যস্ত হয়ে পড়বে। এরপরে ভারত সাউথ আফ্রিকা উড়ে যাবে নভেম্বর ৮ থেকে ১৫ তারিখের মধ্যে চারটে টি২০ খেলার জন্য। নভেম্বরের ২২ থেকে ঘরের মাঠে শুরু হয়ে যাবে অস্ট্রেলিয়া সিরিজ।

সাপোর্ট স্টাফদের নিয়োগ চেয়ে বিজ্ঞপ্তি দিতে চলেছে বিসিসিআই

Gautam Gambhir head coach: টি২০ ওয়ার্ল্ড কাপ শেষের সঙ্গেই ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ পরশ মামব্রে এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের মেয়াদ শেষ হয়েছে। তিনজন সহকারী কোচের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিতে চলেছে বিসিসিআই।

হেড কোচ পদে নিয়োগের জন্য গৌতম গম্ভীর এবং মহিলা জাতীয় দলের প্রাক্তন হেড কোচ ডব্লিউ ভি রামনের সাক্ষাৎকার নিয়েছে বোর্ডের উপদেষ্টা কমিটি। খুব শীঘ্রই হেড কোচের নাম জানিয়ে দেবে বোর্ড। গম্ভীরের হেড কোচ হওয়া প্রায় পাকা। তবে নাম ঘোষণার বিলম্বের কারণ, বোর্ডের সঙ্গে গম্ভীরের বেতন সংক্রান্ত বিষয়ে শেষ মুহূর্তে দর কষাকষি চলছে।

বোর্ড সচিব জয় শাহ আগেই জানিয়েছেন, শ্রীলঙ্কা সফর থেকেই নতুন হেড কোচ দায়িত্ব নেবেন। জানা যাচ্ছে, বোর্ডের তরফে সহকারী কোচ বাছাইয়ের পুরো দায়িত্ব দেওয়া হচ্ছে।গম্ভীরকে। তবে আলাদা করে বোর্ড ব্যাটিং কোচ নিয়োগ করবে কিনা, সেটাও দেখার। কারণ গম্ভীর আন্তর্জাতিক স্তরের একজম প্রতিষ্ঠিত ব্যাটসম্যান। ২০২৪-এ আইপিএল জয়ী কেকেআরের মেন্টরের নাম জয় শাহের বোর্ড হেড কোচ হিসাবে কবে ঘোষণা করে, সেটাও দেখার।

Gautam Gambhir BCCI Indian Cricket Team Indian Team Jay Shah Team India
Advertisment