India home season schedule venue date: টিম ইন্ডিয়ার ক্রিকেট খেলার বিরাম নেই। ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপের পরেও টানা ক্রিকেট খেলতে হবে রোহিত শর্মাদের। টি২০ বিশ্বকাপ শেষ হলেই পরপর জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা সিরিজ রয়েছে।
বৃহস্পতিবার বোর্ডের তরফে ২০২৪/২৫ সিজনের হোম সিরিজের ঘোষণা করে দেওয়া হল। বাংলাদেশ তো বটেই নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষেও খেলতে হবে ভারতকে।
সেপ্টেম্বর ১৯ থেকে শুরু হচ্ছে সিজন। বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের মাধ্যমে। তারপর টাইগারদের বিপক্ষে তিনটে টি২০ খেলবে ভারত।
আরও পড়ুন: বৃষ্টি হলেই পোয়াবারো বাংলাদেশের, সেমির দৌড়ে হোঁচট খাবে ভারত! বড় আপডেট ম্যাচের আগেই
২০২১-এ শেষবার ভারতে দ্বিপাক্ষিক সিরিজে খেলতে এসেছিল। কিউইরা আবার আসছে অক্টোবরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে সিরিজ খেলে উঠেই ভারত অস্ট্রেলিয়া পাড়ি দেবে বর্ডার-গাভাসকার ট্রফি খেলার জন্য।
আগামী বছর ২০২৫-এ ভারত ঘরের মাঠে ইংল্যান্ড টেস্ট সিরিজ আয়োজন করবে। ইংরেজরা চলতি বছরেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে এসেছিল। এবার থ্রি লায়ন্সরা জানুয়ারি, ফেব্রুয়ারিতে পাঁচটা টি২০, তিনটে ওয়ানডে খেলবে।
দেখে নেওয়া হোক আগামী মরসুমের পূর্ণাঙ্গ সূচি:
বাংলাদেশের ভারত সফর