Advertisment

২০১৯-২০ মরসুমের হোম সিরিজ ঘোষণা করল বিসিসিআই, ইডেনে খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের মাঝপথেই বিসিসিআই আসন্ন হোম সিরিজের (২০১৯-২০২০) নির্ঘণ্ট প্রকাশ করে দিল। বিরাট কোহলি অ্যান্ড কোং ইংল্যান্ড থেকে ফিরে আসার পর ঘরের মাঠে ৫টি টেস্ট, ৯টি ওয়ান-ডে ও ১২টি টি-২০ খেলবে।

author-image
IE Bangla Web Desk
New Update
BCCI announces India’s home schedule for 2019-2020

২০১৯-২০ মরসুমের হোম সিরিজ ঘোষণা করল বিসিসিআই, ইডেনে খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (ছবি-টুইটার/বিসিসিআই)

বিশ্বকাপের মাঝপথেই বিসিসিআই আসন্ন হোম সিরিজের (২০১৯-২০২০) নির্ঘণ্ট প্রকাশ করে দিল। বিরাট কোহলি অ্যান্ড কোং ইংল্যান্ড থেকে ফিরে আসার পর ঘরের মাঠে ৫টি টেস্ট, ৯টি ওয়ান-ডে ও ১২টি টি-২০ খেলবে। ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে ও অস্ট্রেলিয়া।

Advertisment

চলতি বছর সেপ্টেম্বরে ভারতে আসছেন ফাফ দু প্লেসিসরা। কোহলিদের সঙ্গে ফ্রিডম ট্রফি খেলবে তারা। শুরু হবে সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে। প্রোটিয়াদের সঙ্গে তিনটি করে টি-২০ ও টেস্ট খেলবে ভারত।

দক্ষিণ আফ্রিকার পর ভারত ঘরের মাঠে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশকে। পদ্মাপারের দেশের সঙ্গে তিনটি টি-২০ ও দু'টি টেস্ট খেলবে ভারত। এই প্রথম ভারত নিজেদের দেশে বাংলাদেশর সঙ্গে দু'ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এর আগে ২০১৭ সালে হায়দরাবাদে বাংলাদেশের সঙ্গে এক ম্যাচের টেস্ট খেলেছিল ভারত। ২০৮ রানে জিতেছিল টিম ইন্ডিয়া। একই ভাবে ভারত এর আগে পদ্মাপারের দেশের জন্য কোনও টি-২০ সিরিজের আয়োজন করেনি। একমাত্র ২০১৬ টি-২০ বিশ্বকাপেই বাংলাদেশ এসেছিল ভারতে খেলতে।

ডিসেম্বরে ভারতে আসবেন জেসন হোল্ডাররা। তিনটি টি-২০ ও তিনটি ওয়ান-ডে খেলবে ক্যারিবিয়ানরা। এরপর আগামি বছরের শুরুতেই জিম্বাবোয়ে পা রাখছে ভারতের মাটিতে। এই প্রথম টি-২০ সিরিজের জন্য় তারা ভারত সফরে আসছে। জানুয়ারির শেষের দিকেই অস্ট্রেলিয়া ভারতে  আসছে তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজ খেলতে। এরপর মার্চে ফের একবার দক্ষিণ আফ্রিকা এদেশে আসবে তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজ খেলতে।

এবার দেখে নিন হোম সিরিজের সম্পূর্ণ সূচি:

ফ্রিডম ট্রফি (দক্ষিণ আফ্রিকার সঙ্গে)

১৫ সেপ্টেম্বর, প্রথম টি-২০ (ধরমশালা)

১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় টি-২০ (মোহালি)

২২ সেপ্টেম্বর, তৃতীয় টি-২০ (বেঙ্গালুরু)

২-৬ অক্টোবর, প্রথম টেস্ট (বিশাখাপত্তনম)

১০-১৪ অক্টোবর, দ্বিতীয় টেস্ট (রাঁচি)

১৯-২৩ অক্টোবর, তৃতীয় টেস্ট (পুণে)

 

বাংলাদেশের ভারত সফর

৩ নভেম্বর, প্রথম টি-২০ (দিল্লি)

৭ নভেম্বর, দ্বিতীয় টি-২০ (রাজকোট)

১০ নভেম্বর, তৃতীয় টি-২০ (নাগপুর)

১৪ নভেম্বর, প্রথম টেস্ট (ইন্দোর)

২২-২৬ নভেম্বর, দ্বিতীয় টেস্ট (কলকাতা)

ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর

৬ ডিসেম্বর, প্রথম টি-২০ (মুম্বই)

৮ ডিসেম্বর, দ্বিতীয় টি-২০ (তিরুঅনন্তপুরম)

১১ ডিসেম্বর, তৃতীয় টি-২০ (হায়দরাবাদ)

১৫ ডিসেম্বর, প্রথম ওয়ান-ডে (চেন্নাই)

১৮ ডিসেম্বর, দ্বিতীয় ওয়ান-ডে (বিশাখাপত্তনম)

২২ ডিসেম্বর, তৃতীয় ওয়ান-ডে (কটক)

জিম্বাবোয়ের ভারত সফর

৫ জানুয়ারি, প্রথম টি-২০ (গুয়াহাটি)

৭ জানুয়ারি, দ্বিতীয় টি-২০ (ইন্দোর)

১০ জানুয়ারি, তৃতীয় টি-২০ (পুণে)

অস্ট্রেলিয়ার ভারত সফর

 ১৪ জানুয়ারি, প্রথম ওয়ান-ডে (মুম্বই)

১৭ জানুয়ারি, দ্বিতীয় ওয়ান-ডে (রাজকোট)

১৯ জানুয়ারি, তৃতীয় ওয়ান-ডে (বেঙ্গালুরু)

ফের দক্ষিণ আফ্রিকা ভারতে

১২ মার্চ, প্রথম ওয়ান-ডে (ধরমশালা)

১৫ মার্চ, দ্বিতীয় ওয়ান-ডে (লখনউ)

১৮ মার্চ, তৃতীয় ওয়ান-ডে (কলকাতা)

cricket BCCI India
Advertisment