Advertisment

৬৫ দিনে ৭৪টি ম্যাচ! রবিবার IPL এর সূচি ঘোষণা করে দিল BCCI, দেখুন

২৬ মার্চ শুরু হচ্ছে আইপিএল। ৬৫ দিন ধরে খেলা হবে টুর্নামেন্ট। মোট খেলা হবে ৭০টি লিগ ম্যাচ।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

অবশেষে আইপিএলের সূচি ঘোষণা করে দিল বিসিসিআই। মুম্বই এবং পুণেতে এবার গোটা আইপিএল আয়োজিত হবে। বোর্ডের পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, লিগ পর্বে মোট ৭০টি ম্যাচ এবং ৪টে প্লে অফ মিলিয়ে ৬৫ দিনের উইন্ডোতে টুর্নামেন্ট হতে চলেছে।

Advertisment

১৫তম আইপিএলের সূচনা হবে গতবারের দুই ফাইনালিস্ট দল কেকেআর এবং চেন্নাই সুপার কিংস ম্যাচের মাধ্যমে। ২৬ তারিখে কেকেআর এবং সিএসকে উদ্বোধনী ম্যাচের পরের দিন ২৭ মার্চ ডাবল হেডার। দিনের ম্যাচে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। রাতে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নামবে পাঞ্জাব কিংস এবং আরসিবি।

আরও পড়ুন: কপিলের ঐতিহাসিক ৪৩৪ উইকেটের কীর্তিতে হাত অশ্বিনের! বিশাল রেকর্ডে বিরাট জয়ের পথে ভারত

পুণেতে প্ৰথম ম্যাচ হবে ২৯ তারিখ সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালসের। ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে ২০টি করে ম্যাচ। ১৫টি কর ম্যাচ হবে ব্র্যাবোর্ন এবং পুণের এমসিএ স্টেডিয়ামে।

publive-image

১২টি ডাবল হেডার মিলিয়ে এবার আইপিএলের সূচি ঘোষণা করা হয়েছে। দিনের খেলা শুরু হবে দুপুর ৩.৩০ থেকে। রাতের ম্যাচ শুরু সন্ধ্যে ৭.৩০ থেকে।

আরও পড়ুন: প্ৰথম ম্যাচেই KKR-এর সামনে CSK, IPL-এ নাইটদের কোন ম্যাচ কবে-কোথায়! জানুন

publive-image

আপাতত লিগ পর্বের ঘোষণা করা হয়েছে। প্লে অফের সূচি পরে জানানো হবে বোর্ডের তরফে। ফাইনাল ২৯ মে।

BCCI IPL
Advertisment