Bowling coach Morne Morkel: কার্যত ঠিক হয়েই ছিল। সেই খবরে শিলমোহর দিলেন বোর্ড সচিব জয় শাহ। জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকান মর্নি মর্কেলই গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পালন করবেন। মার্কেলের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে।
বোর্ড চেয়েছিল জাহির খান অথবা লক্ষ্মীপতি বালাজির মধ্যে কাউকে জাতীয় দলের বোলিং কোচ করতে। তবে গম্ভীর রাজি হননি। একাধিক প্রচারমাধ্যমে বলা হয়েছিল, গম্ভীর প্ৰথমে বোলিং কোচ হিসেবে বিনয় কুমারের নাম প্রস্তাব করেন বোর্ডের কাছে। বোর্ড পত্রপাঠ সেই নাম খারিজ করে দেয়। পরে বোর্ডকে 'চাপ' দেন গম্ভীর মর্কেলকে কোচ করার জন্য।
ঘটনা হল গত সাত বছর ধরে দেশীয় কোচেরাই টিম ইন্ডিয়া পরিচালনা করছেন। অনিল কুম্বলে হোক বা রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড় জমানায় সমস্ত সহকারী কোচ (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) তো বটেই এমনকি ফিজিও, ভিডিও এনালিস্ট, ম্যাসিওর- সমস্ত পদেই ভারতীয়দের প্রাধান্য দিয়েছে বোর্ড। তবে গম্ভীর জমানাতেই স্বদেশী নীতি থেকে সরে এল বোর্ড।
সহকারী কোচ হিসেবে আগেই যুক্ত হয়েছেন কেকেআরে গম্ভীরের সঙ্গে খেলা রায়ান টেন দুশখাতে। এবার সেই তালিকায় যোগ দিলেন দক্ষিণ আফ্রিকান।
মর্কেলের সঙ্গে গম্ভীরের সম্পর্ক অনেক পুরোনো। একসময় গম্ভীর নিজেই সংবাদমাধ্যমে বলেছিলেন, যত বোলারদের তিনি ফেস করেছেন, তাঁদের মধ্যে কঠিনতম মর্কেল। এই কারণেই কেকেআরকে ক্যাপ্টেন থাকাকালীন মর্কেলকে নিয়ে এসেছিলেন গৌতি। ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত কেকেআরেই খেলেন মর্কেল।
এমনকি খেলা ছেড়ে দেওয়ার পর গম্ভীর যখন লখনৌয়ের মেন্টর হন, সেই সময়েও মর্কেলকে বোলিং কোচ হিসেবে লখনৌয়ে নিয়ে আসেন। গম্ভীর এলএসজি ছেড়ে দিলেও মর্কেল এখনও আইপিএলের তারকা খচিত ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচের দায়িত্ব পালন করে চলেছেন।
আন্তর্জাতিক স্তরেও মর্কেলের কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপের সময়েই মর্কেল পাকিস্তানের বোলিং কোচের ভূমিকা পালন করেছিলেন। তবে পাকিস্তানের শোচনীয় ফলাফলের পর চুক্তি শেষের আগেই পাক দলের কোচিংয়ের দায়িত্বে ইস্তফা দেন তিনি।
একাধিক প্রচারমাধ্যমে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কা সফরে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে থাকতে পারেননি মর্কেল। টি২০ এবং ওয়ানডে সিরিজে অন্তর্বর্তীকালীন বোলিং কোচের ভূমিকা পালন করেছিলেন সাইরাজ বাহুতুলে। ভারতের বোলিং কোচ হওয়ার পর মর্কেলের প্ৰথম এসাইনমেন্ট হতে চলেছে ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ। যা শুরু হবে সেপ্টেম্বরের ১ তারিখে চেন্নাইয়ে।