India Squad Announcement, Sri Lanka T20Is and ODIs: অবশেষে শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা করে দিল বিসিসিআই। আগেই কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছিল রোহিত শর্মার অবসরের পর নেতৃত্বের দায়িত্বে আনা হবে হার্দিক নন, সূর্যকুমার যাদবকে। সেটাই হল। শ্রীলঙ্কা সিরিজ থেকেই টি২০-র নতুন নেতা হিসেবে ঘোষণা করা হল সূর্যকুমার যাদবের নাম। রোহিত শর্মা ওয়ানডে সিরিজে নেতৃত্ব চালিয়ে যাবেন। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শেষবার খেলেছিলেন হিটম্যান। লঙ্কান সিরিজে একদিনের আন্তর্জাতিকে প্রত্যাবর্তন ঘটছে তাঁর। এমনকি কেএল রাহুল, শ্রেয়স আইয়ারদেরও জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটল।
২০২১-এ টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে সূর্যকুমারের। তারপর কার্যত শাসন করেছেন ছোট ফরম্যাটের ক্রিকেট। হাঁকিয়েছেন চারটে শতরান, ১৯ অর্ধশতরান। তাঁর ঝুলিতে ইতিমধ্যেই ২৩০০ রান।
এর আগে মুম্বইয়ের এই তারকা জাতীয় দলকে স্বল্প সময়ের জন্য সাতটা টি২০-তে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক থাকাকালীন একটা শতরান সহ ৩০০ রান করেছেন। রোহিতের অবসরের পর টি২০-র নেতা হিসেবে অটোমেটিক চয়েস ছিলেন হার্দিক। তবে তাঁর ফিটনেস সমস্যা এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নেতৃত্ব-প্রাপ্তির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।
এদিকে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটছে কেএল রাহুলের। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে খেলার সময় ছিটকে গিয়েছিলেন রাহুল। তারপর আইপিএলে লখনৌয়ের হয়ে ৫২০ রান করলেও টি২০ বিশ্বকাপের দলে জায়গা হয়নি।
শ্রীলঙ্কা সফরেই অভিষেক ঘটছে হেড কোচ গৌতম গম্ভীরের। গত মাসে ক্যারিবিয়ান মুলুকে দেশকে টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করার পর দায়িত্ব ছেড়েছিলেন কোচ দ্রাবিড়। তারপর জিম্বাবোয়ে সফরে অস্থায়ী হেড কোচ হয়ে গিয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ।
আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে ওয়ানডে স্কোয়াডের সলতে পাকানোর কাজ শুরু হয়ে যাচ্ছে শ্রীলঙ্কা সফর থেকেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে ভারত মাত্র ছয়টা ওয়ানডে খেলবে।
গত বছরে দ্বীপরাষ্ট্র-এ ভারত ২০২৩-এ গিয়েছিল এশিয়া কাপ খেলার জন্য। ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। মাত্র ৫০ রানে অলআউট গিয়েছিল শ্রীলঙ্কা।
টি২০ স্কোয়াড:
সূর্যকুমার যাদব, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নোই, অর্শদীপ সিং, খলিল আহমেদ, মহম্মদ সিরাজ
ওয়ানডে স্কোয়াড:
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, শিভম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, হর্ষিত রানা