Advertisment

'বুড়ো ঘোড়া'দের একেবারে বাতিল! ক্যারিবিয়ান সফরে তরুণ রক্তে দল নির্বাচন ইন্ডিয়ার

India vs West Indies 2023 Full Squad for ODI and Test: দুই বুড়ো ঘোড়াকে একেবারে বাতিল করে দিল টিম ইন্ডিয়া

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs WI 2023 Squad | India vs West Indies 2023 Full Squad | India Squad for West Indies 2023

ওয়েস্ট ইন্ডিজের জন্য ভারতের স্কোয়াড 2023

India Squad for West Indies 2023: ক্যারিবিয়ান সফরের জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই। দুটো টেস্ট, তিনটে ওয়ানডে এবং পাঁচ টি২০ ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত। টেস্ট এবং ওয়ানডের নেতা রোহিত শর্মা। অজিঙ্কা রাহানেকে ভাইস ক্যাপ্টেন করা হল দুই ফরম্যাটে। টি২০-র ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া।

Advertisment

টেস্টে কেএস ভরতকে ধরে রাখা হয়েছে। দ্বিতীয় উইকেটকিপার হিসাবে নির্বাচকরা বেছেছেন ঈশান কিষানকে। টেস্টে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা, উমেশ যাদবের মত বর্ষীয়ানরা। যশস্বী জয়সোয়ালকে সুযোগ দেওয়া হল টিম ইন্ডিয়া স্কোয়াডে। মুকেশ কুমার এবং নভদীপ সাইনিকেও জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্কোয়াড থেকে চোট পেয়ে ছিটকে যাওয়া জয়দেব উনাদকাটকে রেখে দেওয়া হয়েছে। টেস্টে জায়গা পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড।

আরও পড়ুন: কোহলি ভাইস-ক্যাপ্টেনও নন, বোর্ডের বিরাট সিদ্ধান্ত ক্যারিবিয়ান সফরের দল নির্বাচনে

ওয়ানডের দল গড়া হয়েছে রোহিত শর্মাকে নেতৃত্বে রেখে দল গড়া হয়েছে। সঞ্জু স্যামসনকে ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে সঞ্জুর সঙ্গেই থাকছেন ঈশান কিষান। ওয়ানডে দলে নেওয়া হয়েছে বাংলার পেসার মুকেশ কুমারকে। ওয়ানডে স্কোয়াড থেকে বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামিকে। বহুদিন পর জাতীয় দলে ফিরলেন জয়দেব উনাদকাট। ওয়ানডে দলে প্রত্যাবর্তন ঘটেছে রুতুরাজ গায়কোয়াডেরও।

ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা, শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, যশস্বী জয়সোয়াল, অজিঙ্কা রাহানে, কেএস ভরত, ঈশান কিষান, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নভদীপ সাইনি

ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা, শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, জুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, উমরান মালিক

BCCI Indian Cricket Team
Advertisment