Shubman Gill captain: জিম্বাবুয়ে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। আগামী ৬ জুলাই থেকে শুরু হতে চলেছে জিম্বাবুয়ে সিরিজ। সোমবার আনুষ্ঠানিকভাবে তার দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ ও সূর্যকুমার যাদবকে।
এছাড়াও সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনার অভিষেক শর্মা এবং রাজস্থানের রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, তুষার দেশপাণ্ডে, খলিল আহমেদ, দলে আছেন। এছাড়াও রয়েছেন উইকেটরক্ষক সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও রিংকু সিং। স্কোয়াডে আছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড়, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আভেশ খান এবং মুকেশ কুমারও।
গিল, ভারতীয় দলের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে রিজার্ভ খেলোয়াড় হিসেবে গিয়েছেন। পেসার আভেশ খানের সঙ্গে তিনি ভারতে ফিরে এসেছেন। কারণ টি-২০ বিশ্বকাপের কোনও খেলায় তাঁদের খেলার সম্ভাবনা ছিল না। সেই কারণে, টিম ম্যানেজমেন্টই তাঁদের ছুটি দিয়েছে। এই প্রথমবার অভিষেক শর্মা, (২৩) ভারতীয় দলের জন্য নির্বাচিত হলেন। পঞ্জাবের ব্যাটসম্যান আইপিএলে ট্র্যাভিস হেডের সঙ্গে হায়দরাবাদের হয়ে ওপেন করেছেন। এবারের আইপিএলে তাঁর রান ৪৮৪।
রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগও এবারের আইপিএল মরশুমে ৫৭৩ রান করেছেন। নির্বাচকরা অন্য মাঝারি গতির অলরাউন্ডারকে পরীক্ষা করতে চেয়েছিলেন। তাই হায়দরাবাদের নীতীশ রেড্ডিকেও বেছে নিয়েছেন। রেড্ডি বিসিসিআই-এর বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। মুম্বইয়ের পেসার তুষার দেশপাণ্ডে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছেন। তিনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের নির্ভরযোগ্য বোলার ছিলেন। সেই কারণে সুযোগ পেয়েছেন।
ভারতের জিম্বাবুয়ে সফর ৬ জুলাই থেকে শুরু হবে টি-২০ দিয়ে। এরপর ৭ জুলাই ২য় ম্যাচ। ৩য় ম্যাচ হবে ১০ জুলাই এবং ৪র্থ ম্যাচ হবে ১৩ জুলাই। সিরিজ শেষ হবে ৫ম ম্যাচ দিয়ে। সেটা হবে ১৪ জুলাই। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাবে।
আরও পড়ুন- সেমিতে পৌঁছতে বাংলাদেশ ফেরাচ্ছে তারকাকে, আফগানদের বিপক্ষে টাইগার একাদশে বিরাট বদল
জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কওয়াড়, অভিষেক শর্মা, রিংকু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), নীতীশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি, বি. আভেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপাণ্ডে।