ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টি২০ দল ঘোষণা করে দিল বিসিসিআই। পাঁচ ম্যাচের টি২০ সিরিজ স্কোয়াডে জায়গা পেয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটার তিলক ভার্মা। দলে প্রত্যাবর্তন ঘটল লেগ স্পিনার রবি বিশ্নোইয়ের। ক্যাপ্টেন হচ্ছেন হার্দিক পান্ডিয়া। সহ অধিনায়ক সূর্যকুমার যাদব। বিরাট কোহলি, রোহিত শর্মাদের বাইরে রেখেই টি২০ সিরিজের দল গড়া হল।
গত মাসে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যর্থ হওয়ার পর নির্বাচকরা টেস্ট স্কোয়াডে বেশ কিছু নতুন মুখের সংযোজন করেছেন। বাদ পড়েছেন চেতেশ্বর পূজারার মত বর্ষীয়ান তারকা। জাতীয় দলে প্ৰথমবার সুযোগ দেওয়া হয়েছে যশস্বী জয়সোয়াল, রুতুরাজ গায়কোয়াডকে। ওয়ানডে স্কোয়াডেও বেশ কিছু রদবদল ঘটানো হয়েছে। সীমিত ওভারের সেট আপেও রয়েছেন রুতুরাজ। কেএল রাহুল এবং ঋষভ পন্থ চোটের কবলে থাকায় ডেকে নেওয়া হয়েছিল সঞ্জু স্যামসনকেও। টি২০তেও সঞ্জুকে রেখে দল গড়লেন নির্বাচকরা। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে চোট পেয়েছিলেন সঞ্জু। তারপর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জোড়া সিরিজে প্রত্যাবর্তন ঘটতে চলেছে তাঁর। তিলক ভার্মা এবং যশস্বী জয়সোয়াল আইপিএলে মারকাটারি পারফরম্যান্সের জন্য সুযোগ পেলেন জাতীয় টি২০ দলে।
বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে টি২০ স্কোয়াড থেকে বাইরে রাখা বেশ তাৎপর্যপূর্ণ। গত বছর টি২০ ওয়ার্ল্ড কাপের পর থেকেই জাতীয় দলের হয়ে টি২০ খেলতে দেখা যাচ্ছে না দুজনকে। দুজনকে আরও একবার বাইরে রাখায় ক্রিকেট মহলের ব্যাখ্যা টি২০ ফরম্যাটে হয়ত দুই সুপারস্টারকে আর ভাবা হচ্ছে না।
ভারতের টি২০ স্কোয়াড:
ঈশান কিষান, শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, রুতুরাজ গায়কোয়াড, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জুজবেন্দ্র চাহাল, রবি বিশ্নোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান, মুকেশ কুমার