ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর জন্য নতুন টাইটেল স্পনসর খুঁজছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সূত্রের খবর, আবেদনকারীদের জন্য শর্ত বেশ কড়া রেখেছে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। তার মধ্যে আবার চিন ভিত্তিক সংস্থাগুলোকে স্পনসরশিপ দেওয়া নিয়ে দ্বিধা রয়েছে বোর্ডের। কারণ, ভারত আর চিনের সম্পর্কটা মোটেই সুবিধের নয়। সেক্ষেত্রে চিনভিত্তিক কোনও সংস্থা স্পনসর হলে, ভবিষ্যতে নানা সমস্যা দেখা দিতে পারে। আপত্তি আসতে পারে খোদ কেন্দ্রীয় সরকারের থেকেই।
আরও পড়ুন- ব্যাটে কেন হিন্দুদের ‘ওম’! ICC-র বিরুদ্ধে যুদ্ধ ‘ঘোষণা’ অস্ট্রেলীয় খোয়াজার
তবে, এই ব্যাপারে নির্দিষ্ট করে কোনও দেশ বা সংস্থার নাম উল্লেখ করেনি বিসিসিআই। তবে ঠারেঠোরে ইঙ্গিত চিনের দিকেই। অতীতে চিনের স্মার্টফোন সংস্থা ভিভোকে নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল আইপিএল আয়োজকদের। সীমান্তে দুই দেশের মধ্যে পারদ চড়তেই ভিভোকে পাঁচ বছরের চুক্তি কেটে বেরিয়ে যেতে হয়। সেই সময় টাটা গ্রুপ আইপিএল আয়োজকদের পাশে থাকায় বিপদের সময়ে সমস্যা থেকে রক্ষা পায় ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সেই কারণেই এবার নিলামে অংশগ্রহণের শর্তে জানানো হয়েছে, ভারতের সঙ্গে সুসম্পর্ক নেই এমন কোনও অঞ্চলের সংস্থার আবেদন এই নিলামে গ্রাহ্য হবে না।
আরও পড়ুন- এক চোখে বিশ্বকাপ খেলেছেন টাইগার সাকিব! বিস্ফোরক তথ্য সামনে আনলেন অধিনায়ক নিজেই
এনিয়ে যাতে পরবর্তীতেও কোনও সমস্যায় পড়তে না-হয়, সেজন্য নিলামে অংশগ্রহণকারী সংস্থাকে বিস্তারিত জানানোরও নির্দেশ বিসিসিআই দিয়েছে। তার মধ্যে অংশগ্রহণকারী সংস্থার মূল কোম্পানি কী, শেয়ার হোল্ডার কারা, সংস্থার সুবিধাভোগী কারা- সবই বিস্তারিত জানাতে হবে। শুধু তাতেই হবে না। অংশগ্রহণকারী সংস্থা কোনও অ্যাপভিত্তিক খেলা, খেলার পোশাক তৈরি, ক্রিপটোকারেন্সি, বেটিং, জুয়া, মদ প্রস্তুতের সঙ্গে যুক্ত থাকলে নিলামে বাতিল ঘোষিত হবে। বিসিসিআই চাইছে পাঁচ বছরের জন্য, ২০২৮ সাল পর্যন্ত এই চুক্তি করতে। নিলাম প্রক্রিয়া চলবে জানুয়ারির মাঝামাঝি, ১৩-১৪ তারিখ পর্যন্ত। নিলামে আমন্ত্রণপত্র ৮ জানুয়ারি পর্যন্ত কেনা যাবে।