Shreyas Iyer-Ajit Agarkar: ঈশান কিষানের চেয়েও শ্রেয়স আইয়ারের ওপর বেশি ক্ষিপ্ত বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকর। সম্প্রতি ঈশান কিষান ও শ্রেয়স আইয়ারকে বিসিসিআই বার্ষিক চুক্তি থেকে বাদ দিয়েছে। গত একসপ্তাহ ধরে এনিয়ে ব্যাপক শোরগোল চলছে ভারতীয় ক্রিকেট দুনিয়ায়।
কারণ, যে ঈশান আর শ্রেয়সকে বিসিসিআই বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ দিয়েছে, তাঁরা গত একবছরে ভারতীয় দলে পাকাপোক্ত জায়গা করে নিয়েছিলেন। দুই তারকার মধ্যে ঈশান কিষান দক্ষিণ আফ্রিকা সফর মাঝপথেই দেশে ফিরে আসেন। টিম ম্যানেজমেন্টের কাছে তাঁর বক্তব্য ছিল, মানসিকভাবে খেলার জায়গায় নেই। আর, শ্রেয়স আইয়ার ইংল্যান্ড সিরিজে দুটো ম্যাচ খেলেই, চোট লাগার অজুহাতে ছুটি নেন।
কিন্তু, ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি শ্রেয়সকে পুরোপুরি ফিট বলে জানিয়ে দিয়েছে। শ্রেয়স তার আগে নিজের দল মুম্বইয়ের একটি রঞ্জি ম্যাচও এড়িয়ে যান। সেখানেও তিনি চোটের বাহানা তুলেছিলেন। কিন্তু, এনসিএ মুম্বইকেও জাতীয় দেয়, শ্রেয়স পুরো ফিট। চাইলে খেলতেই পারে। আগরকর নিজেও মুম্বইয়ের কর্তা। মুম্বইয়ের প্রাক্তন অলরাউন্ডার। স্বভাবতই শ্রেয়সের কার্যকলাপে আগরকর বেজায় চটেছেন।
তবে, ঈশানকে নিয়েও জাতীয় নির্বাচকদের মধ্যে ক্ষোভ কম নেই। ঈশান নিজের দল ঝাড়খণ্ডের রঞ্জি ম্যাচগুলো মানসিক সমস্যার অজুহাতে খেলেননি। অথচ, দেখা যায় বেশি অর্থের টুর্নামেন্ট আইপিএলের জন্য তিনি মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন। আর, এসব দেখেই ঈশান আর শ্রেয়সকে বার্ষিক চুক্তি থেকে ছেঁটে ফেলেছে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই।
শ্রেয়সের ওপর আগরকরের ক্ষোভের আরেকটা কারণ হল, বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে আইয়ার তাঁর 'চোট থাকা'কালীন সময়ে কলকাতা নাইট রাইডার্সের প্রাক-আইপিএল ক্যাম্পে যোগ দিয়েছিলেন। আইয়ার কেকেআর অধিনায়ক। বিষয়টা গোপন থাকেনি। বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকরের কানে যায়। তিনি যখন জানতে পারেন, পিঠের সমস্যার দাবি সত্ত্বেও শ্রেয়স আইপিএলের ক্যাম্পে যোগ দিচ্ছেন, তখন তাঁর 'ক্ষোভ' বেড়ে যায়। আর, তারপরই তিনি বিসিসিআই চুক্তি থেকে শ্রেয়সকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেন। আগরকরের মতামত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ, চূড়ান্ত চুক্তির তালিকা সম্পর্কে বিসিসিআই নির্বাচকরাই সুপারিশ করেন।
আরও পড়ুন- স্বপ্নের অভিষেক, তারপর ছুড়ে ফেলে টিম ইন্ডিয়া! অবসর নিয়ে অভিমানের বিস্ফোরণ ফজলের
এই সুপারিশের পরই বিসিসিআই তার বার্তায় জানায়, 'শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষানকে এই রাউন্ডে বার্ষিক চুক্তির জন্য বিবেচনা করা হয়নি।' শুধু তাই নয়, বিসিসিআই আরও জানিয়ে দেয়, যে সমস্ত ক্রিকেটাররা জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন না, তাঁদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। তারপরই আইয়ার মুম্বইয়ের রঞ্জি দলে যোগ দিয়েছেন। রঞ্জিতে ৪১ বারের চ্যাম্পিয়ন মুম্বই এবার সেমিফাইনালে তামিলনাড়ুর বিরুদ্ধে খেলবে। বিসিসিআইয়ের নির্দেশমাফিক জাতীয় দলে ফের জায়গা করে নিতে রঞ্জিতে ভালো কিছু করে দেখাতেই হবে শ্রেয়সকে।