Advertisment

সংকটের সময় ক্রিকেটারদের বেতন মেটাল বিসিসিআই

বিশ্বের সমস্ত ক্রিকেট বোর্ড খেলা বন্ধ হয়ে যাওয়ায় প্রবল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। ঘরোয়া ক্রিকেটারদের বেতনও দিতে পারছে না অন্য ক্রিকেট বোর্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL
কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা সমস্ত ক্রিকেটারদের বেতন মিটিয়ে দিল বিসিসিআই। করোনায় খেলা বন্ধ থাকাকালীন ক্রিকেটারদের যাতে কোনোরকম আর্থিক সমস্যা না হয় সেজন্য বেতন মিটিয়ে দেওয়া হল বোর্ডের তরফ থেকে।
Advertisment
গোটা বিশ্বেই করোনার থাবায় স্তব্ধ হয়ে গিয়েছে খেলার জগৎ। ক্রিকেটেও প্রবল সমস্যার তৈরি হয়েছে করোনার প্রকোপে। ইতিমধ্যেই ভাইরাসের হানায় ৯৫ হাজার লোকের মৃত্যু ঘটেছে। ১.৫মিলিয়নের বেশি লোক এখনও মৃত্যুর সঙ্গে লড়ছে। এমন পরিস্থিতিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বেতন কম নেবেন।
এদিন পিটিআইকে বোর্ডের এক কর্তা জানান, "২৪ মার্চ লকডাউন ঘোষণা করার পর বিসিসিআই সমস্ত পরিস্থিতির জন্য তৈরি ছিল। বিসিসিআই ত্রৈমাসিক বেতন ক্লিয়ার করে দিয়েছে ক্রিকেটারদের।"
বিশ্বের সমস্ত ক্রিকেট বোর্ড খেলা বন্ধ হয়ে যাওয়ায় প্রবল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। ঘরোয়া ক্রিকেটারদের বেতনও দিতে পারছে না অন্য ক্রিকেট বোর্ড।
এমন অবস্থায় বোর্ডের সেই কর্তা জানিয়েছেন, "একটি দেশের ক্রিকেট বোর্ড সরকারি সাহায্যের মুখাপেক্ষী। অন্য দেশের ক্রিকেটারদের পে কাট করা হচ্ছে। তবে বিসিসিআই এতদিন যেভাবে ক্রিকেটারদের যত্ন নিয়েছে সেভাবে এখনও পাশে রয়েছে তাদের। ঘরোয়া হোক বা আন্তর্জাতিক কোনো ক্রিকেটারকেই এর জন্য ভুগতে হবে না।"
পাশাপাশি, চলতি বছরের শেষদিকে আইপিএল আয়োজন করার সম্ভবনা নিয়েও জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, "এই মুহূর্তে অনিশ্চয়তা রয়েছে। তবে কখন আইপিএল হবে তা ঠিক নেই। সেপ্টেম্বরে আইপিএল, অক্টোবরে ইংল্যান্ড সিরিজ রয়েছে। এরপরে টি টোয়েন্টি বিশ্বকাপ। কেউ জানে না স্বাভাবিক অবস্থা কবে ফিরে আসবে। তাই কবে আইপিএল হবে তা কী করে বলা সম্ভব?"
বিসিসিআইকে আইপিএলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের সূচি নিয়েও ভাবতে হচ্ছে। কারণ নিয়ম অনুযায়ী, আইপিএল চলাকালীন ঘরোয়া ক্রিকেটে আয়োজন করা যাবে না। আপাতত আগস্টে পরিস্থিতি পুরো স্বাভাবিক হবে এমনটা ধরেই এগোচ্ছে বিসিসিআই।
cricket BCCI
Advertisment