Advertisment

IPL 2025: ভারত, দুবাই কোথাও নয়! IPL নিলাম এবার ক্রিকেট না খেলা এই দেশে, বড় আপডেট জয় শাহদের

IPL 2025 Auction Date Announced: নভেম্বরের ২৪ এবং ২৫ তারিখে সৌদি আরবের জেড্ডা শহরে আইপিএলের নিলামের আসর বসবে। বড় আপডেটে কনফার্ম করল বিসিসিআই।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
ipl-jay-shah

IPL ahction: সৌদি আরবে এবার বসছে আইপিএলের নিলাম (টুইটার)

IPL 2025 Auction Dates Announced Players will be Auctioned in Jeddah (Saudi) on 24th and 25th November: বড় আপডেটে ঝড় তুলে দিল বিসিসিআই। নিলামের জন্য একদম তৈরি ছিল রিয়াধ। তবে একদম শেষ মুহূর্তে বদলে গেল ভেন্যু। বোর্ডের তরফে মঙ্গলবার সরকারিভাবে জানিয়ে দেওয়া হল সৌদি আরবেই বসছে নিলামের আসর। তবে রাজধানী রিয়াধ নয়, বরং জেড্ডায় হবে আইপিএলের নিলাম।

Advertisment

নভেম্বর পেরোনোর আগেই হবে নিলাম। ২৪ এবং ২৫ তারিখ নিলাম পর্ব সম্পন্ন হবে মধ্যপ্রাচ্যের শহরে। ২২ তারিখ থেকে ভারতীয় দল পারথে প্ৰথম টেস্টে নামছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই টেস্টের তৃতীয় এবং চতুর্থ দিনেই দুনিয়ার ক্রিকেটারদের ভাগ্য পরীক্ষা হবে সৌদিতে। তাছাড়া এই প্ৰথমবার আইপিএলের নিলাম হবে রবিবার এবং সোমবার।

আইপিএল নিলামের জন্য নাম নথিভুক্ত করেছেন ১৫৭৪ জন ক্রিকেটার। সব মিলিয়ে ১০ ফ্র্যাঞ্চাইজির ২০৪ জন ক্রিকেটার বাছাইয়ের স্লটের জন্য লড়াই করবেন ১৫৭৪ জন। এর মধ্যে ১১৬৫ জন ক্রিকেটারই ভারতের। বিদেশি ক্রিকেটারের সংখ্যা ৪০৯ জন।

নিলামের টেবিলে কেনাবেচার লড়াইয়ে থাকবেন ৩২০ জন ক্যাপড প্লেয়ার (আন্তর্জাতিক স্তরে অভিজ্ঞতা থাকা), ১২২৪ জন আনক্যাপড ক্রিকেটার (আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা না থাকা)। সহযোগী দেশ থেকে রয়েছেন ৩০ জন প্লেয়ারও।

কয়েকদিন আগেই রিটেনশনের উইন্ডো শেষ হয়েছিল। ৪৬ ক্রিকেটারকে রিটেন করতে সমস্ত ফ্র্যাঞ্চাইজি মিলিতভাবে ৫৫৮.৫ কোটি টাকা খরচ করেছে নিলামের আগেই।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর এবং প্ৰথম আইপিএলের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস ছয় জন কোটার প্লেয়ার ধরে রেখে পূর্ণ রিটেনশনের পথে হেঁটেছে। সিএসকে, গুজরাট টাইটান্স, এলএসজি, মুম্বই, সানরাইজার্স হায়দরাবাদ পাঁচজন করে তারকা রিটেন করেছে।

দিল্লি ক্যাপিটালস, আরসিবি, পাঞ্জাব কিংস যথাক্রমে চার, তিন এবং দুজন ক্রিকেটার রিটেন করেছে। নিলামে সবথেকে বেশি পার্স নিয়ে নামবে পাঞ্জাব কিংস। তাঁদের পকেটে থাকবে সবথেকে বেশি অর্থ ১১০.৫ কোটি টাকা।

আইপিএল নিলামে অংশগ্রহণকারী ক্রিকেটারদের ব্রেকডাউন

ক্যাপড ইন্ডিয়ান (৪৮ জন) ক্যাপড আন্তর্জাতিক (২৭২ জন)

আনক্যাপড ভারতীয় যাঁরা আগের আইপিএল কোনও এক সিজনে অংশ ছিলেন (১৫২ জন)

আনক্যাপড আন্তর্জাতিক যারা আগে কোনও এক আইপিএল সিজনে অংশ নিয়েছিলেন (৩ জন)

আনক্যাপড ইন্ডিয়ান (৯৬৫ জন)

আনক্যাপড আন্তর্জাতিক (১০৪ জন)

READ THE FULL ARTICLE IN ENGLISH

IPL BCCI Saudi Arab ipl auction saudi arabia
Advertisment