Advertisment

শ্রীনির কন্যা, নিরঞ্জনের পুত্র- পুরনো মুখরাই দখল নিচ্ছে বোর্ডের

ভারতীয় বোর্ডে একসময়ের দোর্দণ্ডপ্রতাপ কর্তাব্যক্তিরা সরাসরি বিসিসিআই প্রশাসনে আসছেন না। তবে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কারোর কন্যা, কারোর পুত্র, কারোর ভাই ফের জাঁকিয়ে বসতে চলেছেন বোর্ড প্রশাসনে।

author-image
IE Bangla Web Desk
New Update
bcci

বিসিসিআইয়ের প্রশাসনে ফের পুরনো মুখরাই (টুইটার)

শ্রীনিবাসন, অনুরাগ ঠাকুর, শশাঙ্ক মনোহর, নিরঞ্জন শাহ- ভারতীয় ক্রিকেট প্রশাসনে চেনা নাম। তবে কার্যত বাণপ্রস্থে পাঠিয়ে দেওয়া এই নামগুলোই ফের একবার ভারতীয় ক্রিকেট প্রশাসনে ফের একবার সর্বেসর্বা হতে চলেছেন। ধরে নেওয়া হয়েছিল লোধা কমিটির সুপারিশ মেনে পুরো ঢালাও বদল আসছে ভারতীয় বোর্ডে। মৌরসি পাট্টা গেড়ে বসে থাকা কর্মকর্তাদের পত্রপাঠ বিদায় নেওয়ার সুপারিশও করে দিয়েছিল লোধা কমিটি। কিন্তু কোথায় কি, চেনা মুখরাই যে ফিরে আসছে 'নতুন পোশাক' পড়ে।

Advertisment

ভারতীয় বোর্ডে একসময়ের দোর্দণ্ডপ্রতাপ কর্তাব্যক্তিরা সরাসরি বিসিসিআই প্রশাসনে আসছেন না। তবে নিয়মের ফাঁক গলে কারোর কন্যা, কারোর পুত্র, কারোর ভাই ফের জাঁকিয়ে বসতে চলেছেন বোর্ড প্রশাসনে। আর নিজেদের আত্মীয়স্বজনদের প্রশাসনে পাঠিয়ে নিজেরাই সুকৌশলে ক্ষমতা নির্ধারণের মানদণ্ড হাতে তুলে নিচ্ছে।

আরও পড়ুন শ্রীনিবাসনের কন্য়া, নিরঞ্জনের পুত্র আসতে চলেছেন রাজ্য় ক্রিকেট সংস্থার মাথায়

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) সভাপতির পদে এন শ্রীনিবাসনের কন্য়া রূপা গুরুনাথন। অন্য়দিকে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসসিএ) প্রেসিডেন্ট হয়েছেন প্রাক্তন বিসিসিআই সচিব নিরঞ্জন শাহর ছেলে জয়দেব শাহ। লোধা কমিটির সুপারিশ মেনে বিদায় নিতে হয়েছিল অনুরাগ ঠাকুরকে। তবে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এবার সভাপতি হয়েছেন অরুণ ধমল। যিনি সম্পর্কে প্রাক্তন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরের ভাই। নির্বাচনের পরে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অদ্বৈত মনোহর। যিনি প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট তথা বর্তমানে আইসিসি-র শীর্ষ কর্তা শশাঙ্ক মনোহরের পুত্র। বাংলার সিএবিতর প্রশাসনে অনেকদিনই সভাপতি সৌরভের আস্থাভাজন সচিব ডালমিয়া পুত্র অভিষেক।

আরও পড়ুন আজাহারউদ্দিন এবার হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি

উত্তর থেকে দক্ষিণ- সর্বত্র এই পরিবারতন্ত্রের ধারা প্রকট। পাশাপাশি যোগ হয়েছে রাজনীতির আরও গভীর সংস্রব। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বৈভব গহৌলট। যিনি কংগ্রেস নেতা অশোক গহৌলটের পুত্র। লোধা কমিটির সুপারিশের পরেই গুজরাট ক্রিকেট সংস্থার সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন অমিত শাহ। তবে নির্বাচনের পরে মসনদে অমিত-পুত্র জয় শাহ। গোটা দেশ জুড়েই এই ট্রেন্ড বর্তমান।

Read the full article in ENGLISH

cricket BCCI
Advertisment