শ্রীনিবাসন, অনুরাগ ঠাকুর, শশাঙ্ক মনোহর, নিরঞ্জন শাহ- ভারতীয় ক্রিকেট প্রশাসনে চেনা নাম। তবে কার্যত বাণপ্রস্থে পাঠিয়ে দেওয়া এই নামগুলোই ফের একবার ভারতীয় ক্রিকেট প্রশাসনে ফের একবার সর্বেসর্বা হতে চলেছেন। ধরে নেওয়া হয়েছিল লোধা কমিটির সুপারিশ মেনে পুরো ঢালাও বদল আসছে ভারতীয় বোর্ডে। মৌরসি পাট্টা গেড়ে বসে থাকা কর্মকর্তাদের পত্রপাঠ বিদায় নেওয়ার সুপারিশও করে দিয়েছিল লোধা কমিটি। কিন্তু কোথায় কি, চেনা মুখরাই যে ফিরে আসছে ‘নতুন পোশাক’ পড়ে।
ভারতীয় বোর্ডে একসময়ের দোর্দণ্ডপ্রতাপ কর্তাব্যক্তিরা সরাসরি বিসিসিআই প্রশাসনে আসছেন না। তবে নিয়মের ফাঁক গলে কারোর কন্যা, কারোর পুত্র, কারোর ভাই ফের জাঁকিয়ে বসতে চলেছেন বোর্ড প্রশাসনে। আর নিজেদের আত্মীয়স্বজনদের প্রশাসনে পাঠিয়ে নিজেরাই সুকৌশলে ক্ষমতা নির্ধারণের মানদণ্ড হাতে তুলে নিচ্ছে।
তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) সভাপতির পদে এন শ্রীনিবাসনের কন্য়া রূপা গুরুনাথন। অন্য়দিকে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসসিএ) প্রেসিডেন্ট হয়েছেন প্রাক্তন বিসিসিআই সচিব নিরঞ্জন শাহর ছেলে জয়দেব শাহ। লোধা কমিটির সুপারিশ মেনে বিদায় নিতে হয়েছিল অনুরাগ ঠাকুরকে। তবে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এবার সভাপতি হয়েছেন অরুণ ধমল। যিনি সম্পর্কে প্রাক্তন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরের ভাই। নির্বাচনের পরে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অদ্বৈত মনোহর। যিনি প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট তথা বর্তমানে আইসিসি-র শীর্ষ কর্তা শশাঙ্ক মনোহরের পুত্র। বাংলার সিএবিতর প্রশাসনে অনেকদিনই সভাপতি সৌরভের আস্থাভাজন সচিব ডালমিয়া পুত্র অভিষেক।
উত্তর থেকে দক্ষিণ- সর্বত্র এই পরিবারতন্ত্রের ধারা প্রকট। পাশাপাশি যোগ হয়েছে রাজনীতির আরও গভীর সংস্রব। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বৈভব গহৌলট। যিনি কংগ্রেস নেতা অশোক গহৌলটের পুত্র। লোধা কমিটির সুপারিশের পরেই গুজরাট ক্রিকেট সংস্থার সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন অমিত শাহ। তবে নির্বাচনের পরে মসনদে অমিত-পুত্র জয় শাহ। গোটা দেশ জুড়েই এই ট্রেন্ড বর্তমান।
Read the full article in ENGLISH
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Sports News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
'ভোটে অনাচার হলেই অপসারণ', রাজ্য পুলিশ-প্রশাসনকে কড়া বার্তা নির্বাচন কমিশনের
'আমরাই খাওয়াব, বানিয়ে দেব ঘর', বাগবাজার বস্তিবাসীদের বরাভয় মমতার
মাথায় ক্ষতচিহ্ন, বাথটবে রক্তাক্ত পরিণীতি, প্রকাশ্যে 'দ্য গার্ল অন দ্য ট্রেন'-এর টিজার
মেয়েদের বিয়ের বয়স নিয়ে বিতর্কিত মন্তব্য, শিশুসুরক্ষা কমিশনের নোটিস কংগ্রেস নেতাকে
ধোনি, রায়না, বিরাট সবারই কন্যাসন্তান, 'এ তো ভবিষ্যতের মহিলা ক্রিকেট টিম', বলছেন অমিতাভ
১৬ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন! শতাব্দী রায়ের ফ্যান ক্লাবের পোস্ট ঘিরে জল্পনা
ফোনে আড়ি পাতা হচ্ছে দাবি শোভনের, 'ভিত্তিহীন' অভিযোগ বলে ওড়াল তৃণমূল