Advertisment

টিম ইন্ডিয়ার হেড কোচ চূড়ান্ত করে ফেলল বিসিসিআই! জয় শাহদের সিদ্ধান্তে খুশির ঢেউ

বড়সড় ঘোষণা করল বিসিসিআই

author-image
IE Bangla Sports Desk
New Update
jay-shah

ফের বিতর্কিত সিদ্ধান্ত নিল জয় শাহের বোর্ড (টুইটার)

বুধবার বিসিসিআইয়ের তরফে হেড কোচ রাহুল দ্রাবিড় এবং টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফদের চুক্তি বর্ধিত করার কথা সরকারিভাবে ঘোষণা করা হল। বিসিসিআইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দিল, "বিশ্বকাপ সমাপ্ত হওয়ার পর বিসিসিআইয়ের তরফে সদর্থক আলোচনা চালানো হয়েছে রাহুল দ্রাবিড়ের সঙ্গে। উনি নিজের চুক্তি বাড়ানোর প্রস্তাবে রাজি হয়েছেন।"

Advertisment

রাহুল দ্রাবিড় জানিয়েছেন, "শেষ দুই বছর ভারতের সঙ্গে জার্নিটা স্মরণীয় ছিল। একসঙ্গে আমরা বহু উত্থান পতনের সাক্ষী থেকেছি। এবং এই যাত্রাপথে সাপোর্ট স্টাফ, সহ বাকিদের সঙ্গে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল, সেটা অসাধারণ। ড্রেসিংরুমে আমরা যে সংস্কৃতি আমদানি করেছি, তার জন্য আমরা রীতিমত গর্বিত। পরাজয় হোক বা জয়-আমরা সবসময় আমাদের ছিলাম। আমাদের দলের স্কিল, দক্ষতায়, সক্ষমতা অনবদ্য ছিল। আমরা সবসময় সঠিক প্রসেসে ফোকাস করেছি। নিজেদের প্রস্তুতি একাগ্রতার সঙ্গে চালিয়ে গিয়েছি। যার ফলাফল সকলেরই সামনে।"

"আমি বিসিসিআই এবং অফিস কর্তাদের আমার উপর আস্থা রাখার জন্য, আমার দৃষ্টিভঙ্গি সমর্থন করার জন্য এবং এই সময়ের মধ্যে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। এই দায়িত্ব পালনের জন্য বাড়ির বাইরে যথেষ্ট সময় দিতে হবে। আমি আমার পরিবারের ত্যাগ ও সমর্থনের গভীরভাবে প্রশংসা করি। পর্দার আড়ালে তাঁদের ভূমিকা অমূল্য। আমরা বিশ্বকাপের পরে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করছি। আমরা শ্রেষ্ঠত্বে পৌঁছনোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ।"

আরও পড়ুন: বোর্ডের চুক্তিপত্রে এখনও সই-ই করিনি! জয় শাহদের ঘোষণার পরেই বোমা ফাটালেন দ্রাবিড়

ইন্ডিয়ান এক্সপ্রেস আগেই জানিয়েছিল, নির্বাচক প্রধান অজিত আগারকার এবং ক্যাপ্টেন রোহিত শর্মার ইচ্ছা ছিল রাহুল দ্রাবিড় অন্তত আগামী টি২০ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত চালিয়ে যান। বোর্ডের এই নতুন প্রস্তাবে মিস্টার ডিপেন্ডেবল রাজি হলে তাঁর কোচিং স্টাফের বাকি সাপোর্ট স্টাফ ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রেদের সঙ্গে চুক্তিও বাড়ানো হবে।

ওয়ার্ল্ড কাপের পরেই রাহুল দ্রাবিড়ের কোচিং মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তবে বিসিসিআইয়ের তরফে দ্রাবিড়কে নতুন প্রস্তাব দেওয়া হয়েছিল।

বিসিসিআইয়ের তরফে ভিভিএস লক্ষ্মণকেও প্রশংসায় ভরিয়ে দেওয়া হয়েছে, যিনি জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধান এবং দ্রাবিড়ের অনুপস্থিতিতে স্ট্যান্ড-ইন কোচ হিসাবে কাজ করেছেন। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, "বোর্ড লক্ষ্মণকে NCA-এর প্রধান এবং স্ট্যান্ড-ইন হেড কোচ হিসেবে তার অনুকরণীয় ভূমিকার জন্য প্রশংসা করছে। নিজেদের কিংবদন্তি অন-ফিল্ড পার্টনারশিপের মতো, দ্রাবিড় এবং লক্ষ্মণ ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছেন।"

হেড কোচ হিসেবে দ্রাবিড় টি২০ ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পৌঁছে দিয়েছেন ইন্ডিয়াকে। দু-বার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালেও উঠেও নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হয়েছে ভারতকে। মাত্র কয়েকদিন আগেও ওয়ার্ল্ড কাপের ফাইনালে সেই অস্ট্রেলিয়ার কাছেই চূর্ণ হয়েছে ভারতের স্বপ্ন।

বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি-ও জানিয়েছেন, "ভারতের কোচ থাকাকালীন সবসময় কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তোমাকে। স্রেফ চ্যালেঞ্জ গ্রহণ করাই নয়, সেই চ্যালেঞ্জ উত্তীর্ণ হওয়ার জন্য যেভাবে নিরলস কাজ করেছেন দ্রাবীরজ তার আমি দরাজ প্রশংসা করছি। নিজের রণকৌশলগত দিক নির্দেশনার প্রমাণ। আমি আনন্দিত যে উনি প্রধান কোচ থাকার প্রস্তাব গ্রহণ করেছেন।"

বিসিসিআই সচিব জয় শাহ ভারতের বিশ্বকাপ অভিযানকে অসাধারণ বলে ব্যাখ্যা করেছেন। এবং দ্রাবিড়ের দায়বদ্ধতাকে স্বাগত জানিয়েছেন। "প্রধান কোচের দায়িত্ব নেওয়ার জন্য রাহুল দ্রাবিড়ের থেকে ভাল আর কোনও ব্যক্তি নেই এবং তিনি শ্রেষ্ঠত্বের প্রতি অতুলনীয় দায়বদ্ধতা দেখিয়ে নিজেকে আবার প্রমাণ করেছেন। ফাইনালের আগে টানা ১০টি ম্যাচ জয়।, আমাদের বিশ্বকাপ অভিযানটি অসাধারণ-এর থেকে কম কিছু ছিল না। এবং দলের উন্নতির পথে সঠিক প্ল্যাটফর্ম তৈরি করার জন্য প্রধান কোচ প্রশংসার দাবিদার। দ্রাবিড়ের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং আমরা তাকে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের জন্য সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করব।" বলেছেন জয় শাহ।

BCCI Rahul Dravid Indian Cricket Team Indian Team
Advertisment