গিনেস বুকে নাম উঠে গেল ভারতীয় ক্রিকেটের। বিসিসিআইয়ের তরফে রবিবার সরকারিভাবে জানিয়ে দেওয়া হল কোনও টি২০ ম্যাচে সর্বাধিক দর্শক উপস্থিতির নিরিখে গিনেস-কীর্তি গড়েছে আইপিএল ২০২২-এর ফাইনাল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস।
বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দেন, "২৯ মে ২০২২-এ মোতেরায় দুর্ধর্ষ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ফাইনালে ১০১,৫৬৬ দর্শক উপস্থিতি হয়েছিল। সর্বাধিক দর্শক সংখ্যার নিরিখে টি২০-তে গিনেস বুকে নাম উঠল এই ম্যাচের। এটা জানাতে পেরে ভীষণ আনন্দিত বোধ করছি।"
ফেব্রুয়ারির ২০২১-এ উদ্বোধনের পর মোতেরায় ২০২২ আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল আয়োজন করা হয়েছিল। ১৯৮২-তে স্থাপিত হওয়া এই স্টেডিয়াম আগে দর্শক আসন ছিল মাত্র ৪৯ হাজার। তবে নতুনকরে নির্মাণের পর একসঙ্গে ১ লক্ষ ১০ হাজার দর্শক উপভোগ করতে পারেন ম্যাচ। ২০২১-এ উদ্বোধনের পর মোতেরায় তিন ফরম্যাট মিলিয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছে। এর মধ্যে দুটো টেস্ট ম্যাচ ছিল ইংল্যান্ডের বিপক্ষে। একটি তার মধ্যে ছিল গোলাপি টেস্ট।
আরও পড়ুন: ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না পাকিস্তান! BCCI-কে ভয়ঙ্কর হুমকি এবার রামিজ রাজার
২০২৩ বিশ্বকাপের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। নরেন্দ্র মোদি স্টেডিয়াম ফাইনাল আয়োজন করার বিষয়ে ফেভারিট।