Advertisment

জোহরি ইস্যুতে অথৈ জলে বিসিসিআই

এই মুহূর্তে জোহরি আনুষ্ঠানিক ভাবে ছুটিতে রয়েছেন। কিন্তু লোধা কমিটির রায় কার্যকর করার জন্য স্টেট অ্যাসোসিয়েশনগুলি উঠে পড়ে লেগেছে। বোর্ডের অচলাবস্থা অব্যাহত।

author-image
IE Bangla Web Desk
New Update
rahul-johri

রাহুল জোহরি (ফাইল চিত্র)

'হ্যাশট্যাগ মি টু' বিতর্কের ঝড় এসে পড়েছে ভারতীয় ক্রিকেটেও। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিইও রাহুল জোহরির বিরুদ্ধে এক মহিলা যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। টুইটারে @PedestrianPoet (পেডেস্ট্রিয়ান পোয়েট) নামের অ্যাকাউন্ট থেকে আসা অভিযোগে বলা হয়েছিল, কাজের অছিলায় জোহরি তাঁর সঙ্গে অভব্যতা করেছিলেন। এই মর্মে আগামী এক সপ্তাহের মধ্যে জোহরিকে জবাবদিহি করার জন্য বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) একটি নোটিসও পাঠিয়েছিল। জোহরি এর জবাবে তাঁর সঙ্গে কাজ করা ১১ জন মহিলা সহকর্মীর সাক্ষ্য তুলে ধরেছেন। যাঁরা জোহরির ব্যবহার ও চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। এর উত্তরে একটি টেক্সট মেসেজও রয়েছে। যেখানে একজন বিসিসিআইয়ের আধিকারিক জানিয়েছেন, এঁদের মধ্যে কোনও একজন মহিলাকে এগিয়ে এসে জোহরি বিরুদ্ধে অভিযোগের কথা জানাতে হবে। এই মর্মে বিসিসিআই আপাতত কিছুটা বিভ্রান্তিতে রয়েছে।

Advertisment

আইপিএল স্পট ফিক্সিংয়ের বিষয়ে স্বচ্ছতা আনতেই সুপ্রিম কোর্ট সিওএ-কে নিযুক্ত করেছিল। শুরুতে এই কমিটিতে ছিলেন চারজন। প্রথমে রামচন্দ্র গুহ বেরিয়ে আসেন। যে পথে বিসিসিআই এগিয়ে চলছে তা তাঁর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় বলে মেইল পাঠিয়ে পদত্যাগ জমা দেন। এরপর বিক্রম লিমায়ে বেরিয়ে আসেন অনান্য কাজের কারণ দর্শিয়ে। কমিটিতে পড়ে রইলেন বিনোদ রাই ও ডায়না এডালজি। ঘটনাচক্রে জোহরির বিরুদ্ধে আসা অভিযোগের ক্ষেত্রে এডালজি ও রাই দুই প্রান্তে অবস্থান করছেন। এখন পর্যন্ত সাতটি স্টেট অ্যাসোসিয়েশন জোহরির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

আরও পড়ুন: #MeToo এবার ভারতীয় ক্রিকেট বোর্ডে, যৌন হেনস্থায় অভিযুক্ত জোহরি

এই মুহূর্তে জোহরি আনুষ্ঠানিক ভাবে ছুটিতে রয়েছেন। কিন্তু লোধা কমিটির রায় কার্যকর করার জন্য স্টেট অ্যাসোসিয়েশনগুলি উঠে পড়ে লেগেছে। বোর্ডের অচলাবস্থা অব্যাহত। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটেও এর প্রভাব এসে পড়ছে। কারণ প্রতিটি স্টেট অ্যাসোসিয়েশনকেই নতুন করে নির্বাচন করতে হবে। জাতীয় দলের স্বার্থেই তাদের নিয়মমাফিক গঠনতন্ত্রের আপডেট করাতে হয়। এছাড়াও টিম ইন্ডিয়াতে সংবেদনশীল ইস্যুগুলোর মধ্যে রয়েছে বিদেশ সফরে স্ত্রী-র উপস্থিতি, ইয়ো-ইয়ো টেস্ট। এছাড়াও নির্বাচকদের সঙ্গে খেলোয়াড়দের যোগাযোগের অভাবে তাঁদের দল থেকে বাদ পড়ে যাওয়া, ট্যুরের নির্ঘণ্ট তৈরি ও বিশ্বকাপের প্রস্তুতির মতো বিষয়গুলিও রয়েছে। ফলে ভারতীয় ক্রিকেট চালােনার কাজটা অত্যন্ত কঠিন।

জোহরির এই যৌন হেনস্থার বিষয়টা নিয়ে সংশয় তৈরি হয়েছে বোর্ডের মধ্য়ে। দু’টো অভিযোগ রয়েছে জোহরির বিরুদ্ধে। এক, টুইটারে ওই মহিলার আনা অভিযোগ। যেটি লেখক ও কবি হরনিধ কউর প্রকাশ্যে এনেছিলেন টুইটারের স্ক্রিনশট পোস্ট করে। সেসময় জোহরি ডিসকভারিতে কর্মরত ছিলেন। বিসিসিআই-তে কর্মরত থাকাকালীনও জোহরির বিরুদ্ধে এসেছে অভিযোগ। যদিও সেটি গুরুতর নয়। পরিচিত একজন জানিয়েছেন, "এটা যৌন হেনস্থার মতো অভিযোগ নয়, বরং মালিক-কর্মচারীর পার্থক্যের ভিত্তিতে। কিন্তু সেটা মিটে গিয়েছে।" অন্যদিকে সিওএ-র প্রধান বিনোদ রাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে জোহরির ইস্যুতে একটি স্বতন্ত্র কমিটি গঠন করেও তদন্ত চালানো যেতে পারে।

বোর্ডের সূত্রের খবর, "জোহরির থেকে কোনও ব্যাখ্যা না চেয়েই ওকে সাসপেন্ড করা উচিত। কিন্তু রাই এবং তাঁর আইনি উপদেষ্টারা একটা ব্যাখ্যা চেয়েছেন ওঁর কাছ থেকে। অনুসন্ধান শেষ হওয়ার আগেই বোর্ডের আইনি দল বলে দিল, যে মেয়েটি টুইট করেছে সে এবার কথা বলবে আর সোশ্যাল মিডিয়াতে লিখবে। দেখে মনে হচ্ছে, বিসিসিআই এটা নিয়ে তদন্ত করতে চায় না। ডায়না আসার আগেই তারা ক্লিনচিট দিয়ে দিচ্ছে।" কেউ বললেন, "ওঁকে ছুটিতে না পাঠিয়ে বাড়ি থেকে কাজ করতে দেওয়া হচ্ছে। সাম্প্রতিক অতীতে সিওএ-র সদস্যদের অনুমোদন ছাড়াই অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাই এখানে শেষ কথা।" শোনা যাচ্ছে, ডায়না এডালজি এবং রাইয়ের মতপার্থক্য এখন প্রকাশ্যে। এমনকি রাই মরসুমের মাঝে ডমিসিল রুল বদলেরও বিরোধী। জোহরি যেহেতু সাইডলাইনে, সিওএ চাইছেন অমিতাভ চৌধুরি আইসিসি-তে বিসিসিআই-এর প্রতিনিধিত্ব করুন।

BCCI
Advertisment