টি২০ বিশ্বকাপ জেতার সঙ্গেসঙ্গেই টি২০ ফরম্যাটকে বিদায় জানিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। তারপরেই বেশ দোলাচলে রয়েছে বিসিসিআই (BCCI)। ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নেতৃত্বের ব্যাটন দিয়ে দেওয়া হবে নাকি দলের প্রিমিয়ার ব্যাটার সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) অধিনায়কের (Team India captain) হট সিটে বসিয়ে দেওয়া হবে। তবে এই সিদ্ধান্ত দ্রুতই নিতে হবে বিসিসিআইকে। কারণ চলতি মাসের শেষের দিকেই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারত। কোচ হিসেবে সেটাই অভিষেক সিরিজ হতে চলেছে গৌতম গম্ভীরের। টি২০ সিরিজের পর ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ-ও খেলবে।
বিশ্বকাপে যেরকম পারফর্ম করেছেন হার্দিক। অলরাউন্ডার হিসাবে আবার-ও যেভাবে প্রতিষ্ঠিত করেছেন, তাতে তাঁর নাম-ই অধিনায়ক হিসেবে ফার্স্ট চয়েস হওয়ার কথা। তবে হার্দিকের ফিটনেসের সমস্যা রয়েছে। আর এই কারণেই বিকল্প হিসেবে ভেসে উঠছে সূর্যকুমারের নাম। রোহিতের উত্তরসূরি বাছাইয়ে গৌতম গম্ভীরের ভোট-ও গুরুত্বপূর্ণ হতে চলেছে।
২০২২-এর টি২০ বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে ভারত শোচনীয় পারফর্ম করার পর নির্বাচকরা হার্দিকের হাতে ক্যাপ্টেনশিপ তুলে দেওয়ার সিদ্ধান্ত একপ্রকার নিয়েই ফেলেছিলেন। তবে হার্দিকের ফিটনেস সমস্যায় সেই প্ল্যানিং নির্বাচকরা বাতিল করতে বাধ্য হন। এই কারণেই অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল দায়িত্ব নিয়েই রোহিতকে অধিনায়ক পদে ফিরিয়ে আনেন। একইভাবে গত ওয়ানডে বিশ্বকাপের সময় রোহিত শর্মা যখন বিশ্রামে এবং হার্দিক চোট থেকে রিকভারিতে ব্যস্ত, সেই সময়ে জাতীয় টি২০ দলকে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব।
বোর্ডের প্রভাবশালী এক কর্তা বলেছেন, "এটা ভীষণ সংবেদনশীল ব্যাপার। এই বিষয়ে মতানৈক্যের অবকাশ রয়েছে। তাই স্বাভাবিকভাবেই সকলে এই বিষয়ে সহমত-ও নন। হার্দিকের ফিটনেস সমস্যা রয়েছে। তবে আইসিসি টুর্নামেন্টে ভারতকে ট্রফি জেতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সূর্যকুমারের নেতৃত্ব নিয়েও টিম ইন্ডিয়া ড্রেসিংরুম থেকে আমাদের কাছে ভালো বার্তা এসেছে।"
তাৎপর্যপূর্ণভাবে সূর্যকুমার চলতি বছরের শুরুর দিকেও হার্নিয়া এবং গোড়ালিতে অস্ত্রোপচারের জন্য বেশ কয়েক সপ্তাহ জাতীয় দলের বাইরে ছিলেন। মার্চ-এপ্রিলে মুম্বই ইন্ডিয়ান্স-এর জার্সিতে আইপিএলে প্রত্যাবর্তন করেন তিনি। সেই সময় বোর্ডের তরফে অনুভব করা হয় হার্দিককেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া উচিত যেহেতু বিশ্বকাপে ও ভাইস ক্যাপ্টেন ছিল।
এদিকে, হার্দিক বোর্ডকে জানিয়ে দিয়েছেন, শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজের সময় তাঁকে যেন ব্যক্তিগত কারণে ছুটি দেওয়া হয়। অগাস্টের ২ থেকে ৭ তারিখের মধ্যে ভারত তিনটে ওয়ানডে খেলবে। জানা গিয়েছে, গম্ভীর ইতিমধ্যেই জসপ্রীত বুমরা, বিরাট কোহলি, রোহিত শর্মাদের ওয়ানডে সিরিজে খেলার জন্য বার্তা দিয়েছেন। কারণ এই সিরিজের পরেই ভারতীয় দল এমনিতেই লম্বা ছুটিতে থাকবে।