Advertisment

BCCI head coach: তারকাদের হ্যান্ডল করতে জানতে হবে! নতুন কোচের জন্য বিস্ফোরক বিজ্ঞপ্তি জয় শাহের বোর্ডের

Rahul Dravid tenure to end: এক উল্লেখযোগ্য পয়েন্ট, "তারকা খচিত দলের ক্রিকেটারদের হ্যান্ডল করতে পারবেন, প্রত্যাশার চাপ নিতে সক্ষম হতে হবে সংশ্লিস্ট কোচকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ মে। আইপিএল ফাইনালের ঠিক একদিন পরেই। ২০২৪-এর জুলাই থেকে ২০২৭-এর ডিসেম্বরের ৩১ পর্যন্ত কোচের পদে নিয়োগ করা হবে। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

author-image
IE Bangla Sports Desk
New Update
ICC mens CWC 2023, world cup FINAL, India Vs Australia Final, Ind vs Aus WC Final, WC 2023 Final, Narendra Modi stadium, Virat kohli, travis head, pat cummins, Rohit sharma, Mohammed Shami, Adam zampa, Naredra Modi, WC 2023 winner, WC 2023 top performers, indian express news

ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

Team India head coach: ভারতের সিনিয়র পুরুষ দলের জন্য হেড কোচের নিয়োগের জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি করল বিসিসিআই। তাৎপর্যপূর্ণ বিষয় বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, "আন্তর্জাতিক স্তরের ভারতীয় ক্রিকেট দল গড়ে তুলতে হবে যে দল যে কোনও ফরম্যাটে যে কোনও পরিস্থিতিতে সাফল্য আনার ক্ষমতা রাখে। যাতে বর্তমান এবং ভবিষৎ প্রজন্মের ক্রিকেটার এবং স্টেকহোল্ডারদের উৎসাহ জোগাতে পারে।"

Advertisment

আরও এক উল্লেখযোগ্য পয়েন্ট, "তারকা খচিত দলের ক্রিকেটারদের হ্যান্ডল করতে পারবেন, প্রত্যাশার চাপ নিতে সক্ষম হতে হবে সংশ্লিস্ট কোচকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ মে। আইপিএল ফাইনালের ঠিক একদিন পরেই। ২০২৪-এর জুলাই থেকে ২০২৭-এর ডিসেম্বরের ৩১ পর্যন্ত কোচের পদে নিয়োগ করা হবে। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

মুম্বইয়ে সাংবাদিকদের জয় শাহ বৃহস্পতিবার জানিয়েছেন, "রাহুল দ্রাবিড়ের মেয়াদ বিশ্বকাপ পর্যন্তই। আমরা শীঘ্রই জাতীয় দলের হেড কোচের জন্য আবেদন প্রক্রিয়া চালু করব। দ্রাবিড় যদি পুনরায় আবেদন করতে চান, করতে পারেন। আমরা আবেদনের শর্তাবলী ঠিক করে ফেলেছি। তারপর আমরা উপদেষ্টা কমিটির পরামর্শ মেনে সাপোর্ট স্টাফদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করব।"

২০২১-এ টি২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার হেড কোচের আসনে বসেন রাহুল দ্রাবিড়। গত বছর ওয়ানডে বিশ্বকাপের পরেই দ্রাবিড়ের সঙ্গে বোর্ডের প্রাথমিক চুক্তি খতম হয়। তবে এরপরে বোর্ডের তরফে দ্রাবিড়ের সঙ্গে চুক্তি বাড়ানো হয় টি২০ বিশ্বকাপ পর্যন্ত।

দ্রাবিড়ের কোচিংয়ে টিম ইন্ডিয়া দুবার বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে খেলেছে। তবে আইসিসি ইভেন্টে ১০ বছরের ট্রফি খরা কাটাতে পারেনি বোর্ড। ২০১৩-য় ভারত শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ী হয়েছিল।

ভারতকে টি২০ বিশ্বকাপে দেখা যাবে এরপরে। প্ৰথম ম্যাচ ভারত খেলবে জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে।

Indian Cricket Team BCCI Indian Team
Advertisment