Advertisment

আইপিএল চ্যাম্পিয়নদের ‘প্রাইজ মানি’ এবার ২০ থেকে কমে ১০ কোটি!

"আইপিএল টিমগুলো আর্থিকভাবে যথেষ্ট সমৃদ্ধ। তাদের কাছে নিজেদের রোজগার বাড়ানোর অনেক উপায় রয়েছে। স্পনসরশিপের সুবিধে রয়েছে। তাই এই সিদ্ধান্ত।"

author-image
IE Bangla Web Desk
New Update
ipl 2020 prize money

আইপিএল ২০১৯-এর চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস

আসন্ন আইপিএল-এ 'প্রাইজ মানি’ কাটছাঁট করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড হাঁটল খরচ কমানোর রাস্তায়। সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে লিখিতভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বোর্ড জানিয়ে দিল, এবার আইপিএল চ্যাম্পিয়নরা আগের বছরগুলোর মতো ২০ কোটি টাকা পাবেন না। পুরস্কার মূল্য এক ধাক্কায় অর্ধেক কমে গিয়ে দাঁড়াল ১০ কোটিতে। রানার্স টিম আগে পেত ১২.৫ কোটি টাকা। সেটাও এবার অর্ধেক কমে গিয়ে দাঁড়াল ৬.৫ কোটিতে। কোয়ালিফায়ারে হেরে যাওয়া তৃতীয় এবং চতুর্থ টিমগুলো এবার পাবে ৪.৩ কোটি টাকা করে।

Advertisment

বিসিসিআই-এর এক নির্ভরযোগ্য সূত্রের কথায়, "আইপিএল টিমগুলো আর্থিকভাবে যথেষ্ট সমৃদ্ধ। তাদের কাছে নিজেদের রোজগার বাড়ানোর অনেক উপায় রয়েছে। স্পনসরশিপের সুবিধে রয়েছে। তাই 'প্রাইজ মানি' কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আরও পড়ুন: আইপিএল-সূচিতে করোনাভাইরাসের প্রভাব? উড়িয়ে দিলেন সৌরভ

যে রাজ্য সংস্থাগুলি আইপিএল-এর ম্যাচের আয়োজন করবে, তারা অবশ্য ম্যাচ পিছু ১ কোটি টাকা করে পাবে। যার অর্ধেক দেবে বোর্ড, আর অর্ধেক দেবে সংশ্লিষ্ট আইপিএল ফ্র্যাঞ্চাইজি।

শুধু আইপিএল-এর 'প্রাইজ মানি'ই নয়, আরও বিভিন্ন ভাবে খরচ কমানোর রাস্তায় হাঁটছে বোর্ড। জানা যাচ্ছে, মাঝারি স্তরের বোর্ড কর্তারা এখন থেকে আগের মতো বিমানের 'বিজনেস ক্লাসে' সেই সব দেশে (মুলত এশিয়) যেতে পারবেন না, ভারত থেকে যার উড়ান-সময় আট ঘন্টার কম।

প্রসঙ্গত, এবারের আইপিএল শুরু হচ্ছে ২৯ মার্চ। যেদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ফাইনাল ২৪ মে। তবে ফাইনালে যারাই জিতুক, পকেটে আর কুড়ি কোটি নয়, ঢুকবে মাত্র দশ!

Advertisment